শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Pnb 50,000 FD: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৫০,০০০ টাকার ফিক্সড ডিপোজিটে কত টাকা রিটার্ন পাবেন! দেখে নিন হিসেব।

Updated on:

PNB 50,000 Fixed Deposit Returns Calculation: এখনো অধিকাংশ ব্যক্তি রয়েছেন যারা শেয়ারবাজার বা মিউচুয়াল ফান্ড সম্পর্কে বেশি কিছু জানেন না তাদের জন্য বিনিয়োগের সবচেয়ে ভালো উপায় হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিট। কিন্তু ফিক্সড ডিপোজিট টাকা রাখার আগে অবশ্যই একটি ভালো ব্যাঙ্ক নির্বাচন করতে হবে। দেশের বৃহত্তম ব্যাংকগুলির মধ্যে অন্যতম ব্যাংক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ৫০ হাজার টাকা বিভিন্ন মেয়াদের জন্য জমা করেন তাহলে কত সময়ের মেয়াদে কত টাকা রিটার্ন পাবেন? এবং কত সুদ পাবেন? বিস্তারিত জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সুদের হার

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারবেন এক্ষেত্রে সর্বনিম্ন ৩ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ সুদ পাবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্স ডিপোজিট এর ভিন্ন বয়সের ব্যক্তিদের ভিন্ন সুদের হার দেওয়া হয়। ১৮ থেকে ৬০ বছর তথা সাধারন ব্যক্তিদের সবচেয়ে কম সুদ দেওয়া হয়। এরপর ৬০ থেকে ৮০ বছর তথা সিনিয়র সিটিজেন ব্যক্তিদের ০.৫০ বেশি সুদ দেওয়া হয় এবং ৮০ বছরের উপরে সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তিদের ০.৮০ শতাংশ বেশি সুদ দেওয়া হয়।

আরোও পড়ুন » PNB FD: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলে কত টাকা রিটার্ন পাবেন?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট রিটার্ন ক্যালকুলেশন

এবার আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করেন তাহলে কত সময়ের মেয়াদে কত সুদ পাবেন এবং কত রিটার্ন পাবেন সম্পূর্ণ নিচের তালিকাটিতে দেখানো হয়েছে।

মেয়াদসাধারণ ব্যক্তি (বয়স:- ১৮-৬০)সিনিয়র সিটিজেন (৬০-৮০)সুপার সিরিয়াল সিটিজেন(৮০+…)
সুদের হার৫০ হাজার টাকার রিটার্নসুদের হার৫০ হাজার টাকার রিটার্নসুদের হার৫০ হাজার টাকার রিটার্ন
১ বছর৬.৭৫ %৫৩,৪৬১ টাকা ৭.২৫ %৫৩,৭২৫ টাকা ৭.৫৫ %৫৩,৮৮৩ টাকা 
২ বছর৬.৮০ %৫৭,২১৯ টাকা ৭.৩০ % ৫৭,৭৮৪ টাকা ৭.৬০ %৫৮,১২৫ টাকা 
৩ বছর৭.০০ %৬১,৫৭২ টাকা ৭.৫০ %৬২,৪৮৬ টাকা ৭.৮০ %৬৩,০৪০ টাকা 
৫ বছর৬.৫০ %৬৯,০২১ টাকা ৭.০০ %৭০,৭৩৯ টাকা ৭.৩০ %৭১,৭৮৯ টাকা 
১০ বছর৬.৫০ %৯৫,২৭৮ টাকা ৭.০০ %১,০০,০৮০ টাকা ৭.৩০ %১,০৩,০৭৩ টাকা 

অবশ্যই পড়ুন » PNB FD: পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্কের ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে পাবেন বিপুল সুদ সহ দুর্দান্ত রিটার্ন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।