শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PMEGP Loan: আধার কার্ড থেকে ৫০ লক্ষ টাকা লোন নিন! কেন্দ্র সরকার দেব ৩৫ শতাংশ ভর্তুকি।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Central Govt. 50 Lakh Rupees PMEGP Loan: ভারত সরকার দেশের বেকার যুবক যুবতীতের স্বনির্ভর করতে তুলতে বারে বারে নয়া পদক্ষেপ নিয়েছে। বেকার যুবক যুবতীতের কর্মসংস্থানের সুযোগ করে আয়ের উৎস খুঁজে দিতে কেন্দ্র এক দারুন প্রকল্প এনেছে। এই প্রকল্পের নাম পিএমইজিপি স্কিম। এই প্রকল্পের মাধ্যমে দেশের বেকার নাগরিক ব্যবসার জন্য ১০ লক্ষ টাকা লোন নিতে পারবে। বিশেষ বিষয় হলো লোন পরিশোধের ক্ষেত্রে কেন্দ্র সরকার ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেবে।

অনেকেই আছেন যারা ব্যবসা শুরু করতে চান, কিন্ত অর্থের ওভাবে ব্যবসা শুরু করতে পারেন না। তাদের জন্য পিএমইজিপি স্কিম খুবই পিএমইজিপি স্কিমের দুর্দান্ত। ভারত সরকার দেশের বেকার যুবক যুবতিদের স্বনির্ভর করতে তুলতে আর্থিক সহায়তার জন্য এই স্কিম চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র আধার কার্ডের মধ্যমে পাওয়া যাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন। কারা এই লোন পাবে? কীভাবে লোনের জন্য আবেদন করতে হবে? আজকের প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

PMEGP Loan স্কিমে কারা আবেদন করতে পারবে?

প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির সুবিধা নেওয়ার জন্য কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। যেমন ধরুন, এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য বয়স হতে হবে ১৮ বছরের উর্দ্ধে এবং অবশ্যই ব্যবসা শুরু করতে হবে। যে সমস্ত ব্যাক্তি ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার বেশি লোন নিতে চান, তাদেরকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। তবে কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছে কিংবা কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি পাচ্ছেন এমন মানুষ এই প্রকল্পের জন্য যোগ্য নয়।

পিএমইজিপি লোন সুদের হার কত?

পিএমইজিপি-র মাধ্যমে লোন (PRIME MINISTER’S EMPLOYMENT GENERATION PROGRAMME Loan) নিলে সাধারণত ১১ শতাংশ থেকে ১২ শতাংশ সুদের হারে লোন পরিশোধ করতে হবে। আর লোন পরিশোধ করার সময় ৩ বছর থেকে ৭ বছর।

পিএমইজিপি লোনের সুবিধা কী?

আপনি কোনো ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা শুরু করতে চাইলে এই প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের উপর কেন্দ্র সরকার ভর্তুকি প্রদান করবে। গ্রামাঞ্চলে ঋণ নেওয়ার ক্ষেত্রে ৩৫ শতাংশ এবং
শহরাঞ্চলের ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। তবে এই প্রকল্পের সুবিধা তারাই পাবেন, যারা নিজের ব্যবসা শুরু করতে চাইছেন।

অবশ্যই পড়ুন » Aadhaar Loan: আধার কার্ড থাকলেই পাবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন, দেখেনিন আবেদন পদ্ধতি

পিএমইজিপি লোনের জন্য কীভাবে আবেদন করবেন?

(১) পিএমইজিপি-র মাধ্যমে ব্যবসা শুরু করার জন্য লোন নেওয়ার জন্য প্রথমেই আপনাকে www.kviconline.gov.in বা www.my.msme.gov.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

(২) ওয়েবসাইট ওপেন হলে, ‘Prime Minister Employment Generation Programme’ বা ‘PMEGP e Portal’ পোর্টালে ক্লিক করুন।
(৩) এরপর স্ক্রিনে দেখতে পাবেন ‘Application Form for Individual’। এখানে ক্লিক করুন।
(৪) আবেদন পত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করার পর “Save aplicant Data”-তে ক্লিক করুন।
(৫) তারপর প্রয়োজনীয় নথি আপলোড করে Submit করুন।
একবার সাবমিট করে দিলে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে Application id এবং Password চলে আসবে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি:

এবার দেখে নেওয়া যাক PMEGP Loan এর জন্য আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে (১) আধার কার্ড, (২) কাস্ট সার্টিফিকেট, (৩) প্যান কার্ড, (৪) প্রজেক্ট রিপোর্ট, (৫) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, (৬) রুলার এরিয়া সার্টিফিকেট এবং (৭) ব্যাংক পাশবুক।

অবশ্যই পড়ুন » PM Vishwakarma Yojana: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা! আবেদন করলেই পাবেন ৩ লক্ষ টাকা।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

76 thoughts on “PMEGP Loan: আধার কার্ড থেকে ৫০ লক্ষ টাকা লোন নিন! কেন্দ্র সরকার দেব ৩৫ শতাংশ ভর্তুকি।”

  1. আমি এই বিষয়ের সম্পর্কে বিস্তারিত বিবরণ জানতে চাই এবং লোন নিতে চাই, আমার আনারস চাষের জন্য

    Reply
  2. আমি শ্রীমান বিশ্বজিত বিশ্বাস,পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার বাসিন্দা।আমি ১০ লক্ষ টাকার উপরে লোন নিতে চাই। আমি ট্রান্সপোর্টেশনের ব্যাবসা করতে চাই। আমার নামে এখনও একটি ১০ চাকার ট্রাক আছে,তাই আমি আর একটি ট্রাক কিনতে ইচ্ছুক।

    Reply
  3. আমার গ্ৰীলের দোকান আছে । আমার লোনের দরকার কিভাবে যোগাযোগ করব

    Reply
  4. আমি এই লোনটা নিতে চাই আমার ফাস্টফুড এর দোকান আছে। আমি ব্যবসাটাকে বড় করতে চাই। আমাকে লোনটা দিয়ে সাহায্য করুন।

    Reply
  5. আমার নাম খাইরুল শেখ জেলা মুর্শিদাবাদ পুলিশ স্টেশন বহরমপুর আমার একটা মার্বেলের দোকান আছে দোকানের নাম মিমা মার্বেলস এন্ড পাইপলাইন আমি লোন নিতে ইচ্ছুক

    Reply
  6. Ei rokom onek sarkari loan ache,kintu new business start korte gele DIC approve korbe na,r jodi o kore bank debe na,bank a 2 laks thakte hobe,minimum 1 year current account chai,project report banate minimum 10 hajar kharcha Tao bank bolbe vul,dic bolbe vul,hajar natok

    Reply
    • My name biswajit mohanta
      At rampurhat West Bengal
      Birbhum rampurhat new hospital rode near Village badha
      My business is home delivery

      Reply
  7. My name biswajit mohanta
    At rampurhat West Bengal
    Birbhum rampurhat new hospital rode near Village badha
    My business is home delivery

    Reply
  8. আমি লোন নিতে চাই আমাকে কি কি করতে হবে তার জন্য কি কি ডকুমেন্টস দিতে হবে কোন সাইডে গিয়ে এটা আমি পাব সেটা আমাকে একটু লিংকটা দিলে ভালো হবে

    Reply
  9. Ami samir hazra West Bengal Durgapur er basinda amar loan tar khub proyojon
    Loan ta pele kichu ekta babsa ba toto kj korte partam ami besi wait kaaj korte parina ami handicap aachi tai bolchilam loan ta pele khub valo to 🙏

    Reply
  10. আমি লোন নিতে চাই আমি সিটিগোল্ড এর একটি দোকান বানাতে চাই আমার 5 La হলেই হবে

    Reply

Leave a Comment