শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

jana samarth Loan: প্রধানমন্ত্রী জনসমর্থ লোন! আধার কার্ড থাকলেই পাবেন 5 লক্ষ টাকা লোন, দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

আপনি যদি লোন নিতে চাইছেন তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি কেন্দ্র সরকার একটি নতুন পোর্টাল চালু করেছেন যার নাম হল প্রধানমন্ত্রী জনসমর্থ লোন(jana samarth Loan) যোজনা। এই পোর্টাল থেকে আপনি পড়াশোনা, কৃষিকাজ, ব্যবসা ইত্যাদির জন্য শুধুমাত্র আধার কার্ড দিয়েই আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। সরকারের এই লোনের জন্য আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্ট লাগবে? কত টাকা পাবেন? অর্থাৎ এই ঋণের সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

প্রধানমন্ত্রী জনসমর্থ লোন যোজনা (jana samarth Loan)

কেন্দ্র সরকারের একটি লোন সম্পর্কিত পোর্টাল হল jana samarth Loan পোর্টাল। এই পোর্টালের অধীনস্থ ১৩ টি স্কিম রয়েছে এবং ৬ টি লোনের ক্যাটাগরি রয়েছে। অর্থাৎ আপনি ১৩ টি লোন স্কিম থেকে লোন পেতে পারেন এবং প্রতিটি স্কিম বিভিন্ন ক্যাটাগরির অন্তর্ভুক্ত। বর্তমানে এই পোর্টালে ৫টি স্কিমের জন্যই আবেদন করতে পারবেন।

নংলোনের ক্যাটাগরিঅধীনস্থ স্কিমের সংখ্যা
১)শিক্ষা ঋন১টি
২)কৃষি ঋন১টি
৩)এগ্রি ইনফ্রাস্ট্রাকচার লোন৩টি
৪)ব্যবসায়িক ক্রিয়াকলাপ৬টি
৫)জীবিকা ঋন১টি

কারা এই লোনের জন্য আবেদন করতে পারবে

শুধুমাত্র ভারতীয়রা এই লোনের জন্য আবেদন করতে পারবে। এবং অবশ্যই ওই ব্যক্তির আধার কার্ড থাকতে হবে। এই পোর্টালে পাঁচটি বিভাগ রয়েছে এবং পাঁচটি বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন স্কিম রয়েছে এরপর আপনি যে ক্যাটাগরির মধ্যে লোন নিতে চাইছেন সেটি নির্বাচন করে আপনাকে দেখতে হবে আপনি লোনের জন্য নির্বাচিত কিনা। এর জন্য আপনাকে আপনার সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে হবে। আপনি যদি লোনের জন্য যোগ্য হন তাহলে আপনার জন্য লোনের স্কিম খুলে যাবে এবং সেগুলিতে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন

এবার দেখে নেওয়া যাক কেন্দ্র সরকারের এই লোনের জন্য আবেদন করতে কি কি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে।

  • আপনার নিজস্ব আধার কার্ড।
  • পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ।
  • প্যান কার্ড
  • ব্যাংকের পাসবুক
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

অবশ্যই পড়ুন » PM Mudra Yojona: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন! ব্যবসা করার জন্য 10 লক্ষ টাকা লোন দেবে সরকার, কিভাবে পাওয়া যাবে দেখুন

কিভাবে এই লোনের জন্য আবেদন করবেন

এবার স্টেপ বাই স্টেপ দেখে নিন কিভাবে এই লোনের জন্য আবেদন করবেন।

  • প্রথমে আপনাকে কেন্দ্র সরকারের jana samarth Loan পোর্টালে ভিজিট করতে হবে।
  • এরপর আপনার ক্যাটাগরি নির্বাচন করতে হবে।
  • এরপর আপনি যদি ব্যবসার জন্য লোন নেন তাহলে আপনি কোন ব্যবসার জন্য লোন নিতে চান তা নির্বাচন করতে হবে।
  • এরপর আপনি নতুন ব্যবসার জন্য লোন নিতে চাইছেন না আপনার পুরনো ব্যবসাকে বৃদ্ধি করার জন্য লোন নিতে চাইছেন তা নির্বাচন করতে হবে।
  • এরপর আপনি অষ্টম শ্রেণী পাস কিনা তা নির্বাচন করতে হবে।
  • এরপর আপনি ইডিপি প্রশিক্ষণ কিনা তা নির্বাচন করতে হবে আপনি যদি এডিপি প্রশিক্ষণ হন তাহলে আপনি সহজে লোন পেয়ে যাবেন এবং এক্ষেত্রে আপনি বেশি ভর্তুকি পাবেন।
  • এরপর আপনার ব্যবসার প্রকৃতি নির্বাচন করতে হবে।
  • এরপর আপনি পুরুষ না মহিলা অর্থাৎ আপনার লিঙ্গ নির্বাচন করতে হবে।
  • তারপর আপনি sc,St না OBC না জেনারেল তা নির্বাচন করতে হবে।
  • এরপর আপনার ব্যবসার জন্য কত টাকা প্রয়োজন এবং আপনার কাছে কত টাকা আছে এবং আপনি কত টাকা লোন নিতে চাইছেন তা সব কিছু ডিটেলস পূরণ করতে হবে।
  • এরপর সবকিছু হয়ে যাওয়ার পর সাবমিট করলেই আপনার সামনে লোনের বিভিন্ন স্কিম খুলে যাবে সেই স্কিমগুলোতে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রী jana samarth Loan পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট » https://www.jansamarth.in/

আরোও পড়ুন » PMEGP Loan: আধার কার্ড থেকে ৫০ লক্ষ টাকা লোন নিন! কেন্দ্র দেব ৩৫ শতাংশ ভর্তুকি।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

2 thoughts on “jana samarth Loan: প্রধানমন্ত্রী জনসমর্থ লোন! আধার কার্ড থাকলেই পাবেন 5 লক্ষ টাকা লোন, দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি”

Leave a Comment