শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PM WANI Scheme: বিনামুল্যে wifi পরিষেবা দিচ্ছে মোদী সরকার! কিভাবে পাবেন এই সুবিধা? জেনে নিন

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে। যাদের অনেক বেশি পরিমাণ ইন্টারনেট প্রয়োজন হয় তারা মূলত বেশি অর্থ খরচ করে wifi পরিষেবা ব্যবহার করেন। তবে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশবাসীকে বিনামূল্যে wifi পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হলো। কেন্দ্রীয় সরকারের বিশেষ এই প্রকল্পটির নাম PM WANI। এই প্রকল্পটি কি এবং কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন তা দেখে নিন।

PM WANI যোজনা কি?

PM WANI যোজনার পুরো নাম হল প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস ইন্টারফেস। দেশের নাগরিকদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত প্রয়োজনীয়তা গুলি বুঝে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই wifi ব্যবস্থা চালু করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর ফলে দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে wifi ইন্টারনেট পরিষেবা। সরকারের তরফ থেকেও এই পরিষেবাকে ইন্টারনেট বিপ্লব বলে চিহ্নিত করা হয়েছে।

কি কি পদ্ধতিতে বিনামূল্য wifi পরিষেবা দেওয়া হবে?

পাবলিক প্লেসে বিনামুল্যে wifi হটস্পট-এর সুবিধা প্রদান করার উদ্দেশ্যেই চালু হতে চলেছে এই PM WANI যোজনা। বর্তমানে সাধারণ জীবনযাত্রা থেকে শুরু করে ব্যবসায়িক কাজকর্ম, সমস্তটাই অনেকাংশে নির্ভর করে ইন্টারনেটের উপর। এই ইন্টারনেট পরিষেবাকে আরো উন্নত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া PM WANI যোজনার কাজ গুলি আসলে তিনটি ধাপে সম্পন্ন হবে।

  • প্রথম ধাপে ব্যবসায়ীদের Airtel, Jio বা অন্য কোনো টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে।
  • দ্বিতীয় ধাপে পাবলিক ডেটা অফিসের মাধ্যমে সকলকে ইন্টারনেট দেওয়া হবে।
  • তৃতীয় ধাপে সাধারণ নাগরিকরা এই ইন্টারনেট পরিষেবার মাধ্যমে wifi এর সুবিধা পাবেন।

মিস করবেন না » PMEGP Loan: আধার কার্ড থেকে ৫০ লক্ষ টাকা লোন নিন! কেন্দ্র দেব ৩৫ শতাংশ ভর্তুকি।

PM WANI যোজনার সুবিধা

কোন দোকানকে ডেটা অফিস বানিয়ে ডেটা এগ্রিগেটরের কাজ করার জন্য অনুমোদন জোগাড় করে দেশের সকল নাগরিকদের wifi মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। এই পরিষেবার সুবিধাগুলি হল।

  • প্রায় ১১০০০ কোটি টাকার বাজেটে তৈরি হওয়া এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে নাগরিকরা এই ইন্টারনেট পরিষেবা পাবেন।
  • wifi স্কিমের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা লাভ করে ব্যবসায়ীরা আয় বাড়াতে পারবেন, কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
  • পাবলিক ডেটা সেন্টার খোলার জন্য কোন আবেদন ফি বা রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। যদিও ইন্টারনেট প্রদানকারীদের টেলিযোগাযোগ বিভাগে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক।
  • দেশের সমস্ত পাবলিক প্লেসে এই wifi এর সুবিধা দেওয়া হবে। ফলে সহজেই এই পরিষেবা সকল মানুষের কাছে পৌঁছাবে।

অবশ্যই পড়ুন » PMSBY 2023: কেন্দ্রের এই প্রকল্পে প্রত্যেক বছর মাত্র ২০ টাকা বিনিয়োগে পাবেন ২ লক্ষ টাকার বীমা

PM WANI যোজনার wifi সংযোগ পাওয়ার পদ্ধতি

  • প্রথমেই সরল সঞ্চার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সাইন আপ করতে হবে।
  • লগইন আইডি দিয়ে লগইন করে সার্টিফিকেশন এর আবেদন করতে হবে।
  • এরপর বৈধ নিরাপত্তা শংসাপত্র যোগ করে ওয়াইফাই হটস্পট-এর বিবরণ যোগ করতে হবে।
  • ক্যাপটিভ পোর্টাল এবং প্রমাণিকরণ URL যোগ করলে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

অবশ্যই পড়ুন » PMSYM Yojana 2024: মাসে মাসে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা দেবে কেন্দ্র! কিভাবে আবেদন করবেন জেনেনিন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us