শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PM Mudra Yojona: এখন কেন্দ্রীয় সরকার ব্যাবসা করতে দিচ্ছে ২০ লক্ষ টাকা লোন! জানুন আবেদন করার পদ্ধতি

Updated on:

PM Mudra Yojona: দেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধদের জন্যেও সরকার নানা ধরনের প্রকল্পের সুবিধা প্রদান করে থাকে। তবে আজ আমরা যে সরকারি প্রকল্পের কথা বলছি এটি বিশেষ ভাবে দেশের যুবকদের উদ্দেশ্যে চালু করা হয়েছে, যার নাম হলো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana – PMMY)। এতে যুবকদের ব্যাবসা করার জন্য আগে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হতো। এবার বাজেটে PMMY Loan-এর পরিমাণ বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। কারা কারা এতে আবেদন করতে পারবেন? এবং কিভাবে আবেদন করতে হবে? বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে। 

ব্যাবসা করতে ২০ লক্ষ টাকা লোন দিচ্ছে কেন্দ্রীয় সরকার 

দেশের অনেক বেকার যুবক নিজস্ব ব্যাবসা শুরু করে নিজের পেয়ে দাড়াতে চান। কিন্তূ অনেক সময় মূলধনের অভাবে এটি সম্ভব হয়ে উঠে না। তাই সরকার এই সমস্ত ব্যাক্তিদের জন্য “প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা” নামে এই প্রকল্প চালু করেন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে ব্যাবসা শুরু করার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হতো। তবে এবারের বাজেটে PM Mudra Yojona Loan-এর পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ এখন আপনারা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। 

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojona) 

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojona) যুবকদের স্বনির্ভর করার উদ্দেশ্যে ২০১৫ সালে চালু করেন কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের অধীনে, অ-কর্পোরেট এবং অ-কৃষি উদ্দেশ্যে লোন দেওয়া হয়। এতে ব্যাবসা করার জন্য ৩টি বিভাগে ১০ লক্ষ্য টাকা পর্যন্ত জামানতমুক্ত ঋণ পেতে পারেন।

  • শিশু ঋণ – এতে আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
  • কিশোর ঋণ – এতে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
  • তরুণ ঋণ – এতে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। 

তবে এই বছরের বাজেট এর সীমা বাড়ানো হয়েছে। এবার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojona) এর অধীনে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। 

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সুবিধা 

  • PM Mudra Yojona এর অধীনে আপনি জামানতমুক্ত ঋণ নিতে পারবেন, এবং এতে কোনো প্রসেসিং ফি লাগে না।
  • ঋণ পরিশোধ করার জন্য ১২ মাস থেকে ৫ বছর পর্যন্ত সময় পাবেন।
  • আপনি যদি ৫ বছরে লোনের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আরও ৫ বছর সময় পাবেন।
  • মঞ্জুর হওয়া সম্পূর্ন ঋণে সুদ দিতে হবে না, শুধুমাত্র মুদ্রা কার্ডের মাধ্যমে উত্তোলন করা টাকার উপর সুদ দিতে হবে।
  • অংশীদারি ব্যাবসার ক্ষেত্রেও লোন পাবেন, এবং এতে ঋণের তিনটি বিকল্প পাবেন।

আরও পড়ুন: বেকার যুবক-যুবতীদের কর্মজীবনের দিশা দেখাচ্ছে ৩ টি কেন্দ্র সরকারের স্কিম! কি কি সুবিধা পাবেন দেখে নিন।

কারা কারা আবেদন করতে পারবেন? 

আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। আপনার বয়স যেন ১৮ বছরের বেশি হয়। ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রয়োজন। যেন কোনো ব্যাংক ডিফল্ট হিস্ট্রি না থাকে। একটি ব্যাবসার পরিকল্পনা থাকা প্রয়োজন। কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যাবসার ক্ষেত্রে লোন পাবেন না। 

কিভাবে আবেদন করবেন? 

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojona) প্রকল্পের অধীনে ঋণ নেওয়ার জন্য আবেদন করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন – 

  1. প্রথমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ‘mudra.org.in’ তে যান।
  2. হোম পেজে আপনার পছন্দের বিভাগের ঋণ নির্বাচন করুন।
  3. এরপর আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা খুলবে, সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করুন।
  4. আবেদনপত্রটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করুন।
  5. এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের কপি যুক্ত করে নিকটবর্তী ব্যাংকে জমা দিন। 

এরপর ব্যাংক আপনার আবেদনপত্র যাচাই করে দেখবে। আপনার আবেদন অ্যাপ্রুভ হলে ১ মাসের মধ্যে লোনের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

আরও পড়ুন: বাজেটে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী! কিভাবে আবেদন করবেন জানুন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।