শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PM Kisan Status Check: অবশেষে কৃষকদের একাউন্টে ঢুকছে PM কিষানের ১৭ তম কিস্তির টাকা! এভাবে স্ট্যাটাস চেক করুন।

Updated on:

PM Kisan Status Check West Bengal: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের কৃষি কাজের সহায়তা বাবদ প্রতিবছর দেশের কৃষকদের একাউন্টে ৬০০০ টাকা তিনটি কিস্তিতে প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে দিয়ে থাকে। এবার খারিফ মরসুমে চাষের জন্য বর্ষার আগেই কৃষকদের একাউন্টে একাউন্টে 2000 টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কিভাবে আপনি চেক করবেন যে আপনার পিএম কিষাণ যোজনের টাকা ঢুকছে কিনা বা আপনি কত দিনের মধ্যে টাকা পেতে চলেছেন।

PM কিষানের ১৭ তম কিস্তির টাকা

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বারানসি থেকে আনুষ্ঠানিকভাবে PM কিষান যোজনার ১৭তম কিস্তির টাকা কৃষকদের একাউন্টে 18 জুন 2024 মঙ্গলবার থেকে দিতে শুরু করেছে।

বিস্তারিত পড়ুন » এই তারিখ থেকে ৯.২৬ কোটি কৃষকের একাউন্টে ঢুকবে PM কিষানের ১৭নং কিস্তির টাকা! ২০ হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের।

PM Kisan Status Check West Bengal

আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই PM Kisan যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং জেনে নিতে পারবেন যে ১৭তম কিস্তির টাকা আপনার ঢুকেছে কিনা বা কবে ঢুকতে চলেছে। PM Kisan যোজনার স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করুন।

  • প্রথমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নীধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  • এরপর ওয়েবসাইটের হোমপেজ থেকে “Know Your Status” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর পরবর্তী পেজে আপনার PM Kisan যোজনার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিন এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে দিন।
  • এর পরবর্তী ধাপে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দিন।
  • এরপর সবশেষে “Get Data” অপশনটিতে ক্লিক করলেই আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন।

PM কিষান যোজনার স্ট্যাটাস চেক করার ডাইরেক্ট লিংক » Check Status

অবশ্যই পড়ুন » বাংলা শস্য বীমার মাধ্যমে ২ লক্ষ ১০ হাজার কৃষকের একাউন্টে ২৯৩ কোটি টাকা দেবেন রাজ্য সরকার।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।