শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

SBI Alert: এই ভুল করলেই হবে অ্যাকাউন্ট খালি! স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহকদের সতর্ক করলো সরকার

Updated on:

SBI Alert: অনলাইন জালিয়াতির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতারকরা জালিয়াতি করার নতুন নতুন উপায় বের করেই চলেছে। এবার এরকমই একটি নতুন উপায়ে সাধারণ মানুষদের প্রতারণার শিকার করছে অপরাধীরা। আপনার অথবা আপনার পরিবারের কারো যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তাকে তাহলে এই বিষয়ে অবশ্যই জানা দরকার। এতে প্রতারাই State Bank of India এর নামে সাধারণ মানুষকে ম্যাসেজ পাঠিয়ে তাদের সঙ্গে জালিয়াতি করছে। Press Information Bureau (PIB) এর ফ্যাক্ট চেক ইউনিট সোশ্যাল মিডিয়ার একটি পোষ্টের মাধ্যমে সতর্ক করেছে SBI এর গ্রাহকদের। কি এই জালিয়াতি? এবং এই ধরনের প্রতারণা এড়াতে কি করা উচিত? এই বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদন।

State Bank of India এর নামে জালিয়াতি করা হচ্ছে

সম্প্রতি Press Information Bureau (PIB) এর ফ্যাক্ট চেক ইউনিট সোশ্যাল মিডিয়া এক্স-এ (আগে নাম ছিল টুইটার) একটি পোস্ট শেয়ার করে স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহক সতর্ক করেছেন। এই পোস্টের মধ্যে বলা হয়েছে যে, প্রতারকরা স্টেট ব্যাংকের নামে গ্রাহকদের মেসেজ পাঠাচ্ছে। এই মেসেজের মাধ্যমে SBI রিওয়ার্ড রিডিম করার জন্য এটি অ্যাপ (apk file) ডাউনলোড করতে বলা হচ্ছে।

আরও পড়ুন: পোস্ট অফিসের নামে বিরাট SCAM! না জানলে খালি হতে পারে আপনার একাউন্ট।

এই ধরনের ম্যাসেজ থেকে অ্যাপ ডাউনলোড করলে বা লিংকে ক্লিক করলে প্রতারণার শিকার হবে গ্রাহকেরা, নিমেষেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাতে পারে। State Bank of India এই ধরনের ম্যাসেজ গ্রাহকদের কখনো পাঠায় না। তাই অজানা নম্বর থেকে এই ধরনের মেসেজ লিংকে ক্লিক করা যাবে না। সর্বদা SBI এর অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে এই ধরনের বার্তা যাচাই করে দেখতে হবে।

State Bank of India (SBI) Account

প্রতারণা এড়াতে কি করা উচিত?

এই ধরণের প্রতারণা এড়াতে অজানা নম্বর থেকে বার্তা পেলে সেটি অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যাচাই করতে হবে। অজানা নাম্বার থেকে পাওয়া এসএমএস, হোয়াটসঅ্যাপ ম্যাসেজ, ইমেইল বা অন্যান্য মাধ্যমের বার্তার লিংকে ক্লিক করবেন না। প্রতারকদের পাঠানো লিংকে ক্লিক করলে আপনি জালিয়াতির শিকার হতে পারেন। তাছাড়া অনলাইনের মাধ্যমে অর্থ লেনদেন করার জন্য সর্বদা অফিশিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এছাড়াও অজানা ব্যক্তিকে নিজের ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য শেয়ার করা যাবে না।

আরও পড়ুন: MSSC – হতে মাত্র কয়েক মাস সময়! মহিলাদের এই জনপ্রিয় সঞ্চয় স্কিম বন্ধ করবে কেন্দ্র।

এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।