শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

MSSC: হতে মাত্র কয়েক মাস সময়! মহিলাদের এই জনপ্রিয় সঞ্চয় স্কিম বন্ধ করবে কেন্দ্র

Updated on:

MSSC: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মত একটি জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। মহিলাদের অর্থ সঞ্চয়ের প্রতি আগ্রহী করে তোলার উদ্দেশ্যে কেন্দ্র সরকার এই স্কিম চালু করেছিলেন। আপনি যদি এই স্কিম থেকে লাভবান হতে চান তাহলে, আর হতে মাত্র কয়েক মাস সময় আছে। কারণ, শোনা যাচ্ছে যে, ২০২৫ সালের মার্চ মাসে এই স্কিম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 

মহিলা সম্মান সেভিংস স্কিম বন্ধ করবে কেন্দ্র 

মহিলাদের অর্থ সঞ্চয়ের প্রতি উৎসাহিত করার উদ্দেশ্যে ২০২৩ সালের এপ্রিল মাসে এই স্কিম চালু করা হয়েছিল, যার মেয়াদ ছিল ২ বছর। তবে এবার ২০২৫ সালের মার্চের পর এই স্কিম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। এই ক্ষুদ্র সঞ্চয় স্কিমে মহিলাদের বার্ষিক ৭.৫ শতাংশ সুদের হার অফার করা হতো। 

কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট এর মত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি ভালো উন্নতি করছিল, ২০২৪ অর্থবছরের বাজেটে ১৫ লক্ষ টাকা থেকে ৩০ লক্ষ টাকা উন্নতি হয়েছিল বলে রিপোর্টে যোগ করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার মনে করছেন পরবর্তী সময়ে এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের জনপ্রিয়তা কমবে। যার কারণে এই স্কিমকে আর বাড়ানোর পরিকল্পনা করেনি সরকার। 

আসলে এখন মহিলারাও এই সমস্ত স্কিমে বিনিয়োগ করার পরিবর্তে মিউচুয়াল ফান্ড এবং বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করেছেন। কারণ এগুলি থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া সম্ভব। তাই বেশি রিটার্ন পাওয়ার আশায় অনেকেই এখন ঝুঁকির কথা না ভেবে শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা বেশি পছন্দ করছেন। 

অবশ্যই পড়ুন » Post Office Scheme: অফিসের এই স্কিমে মহিলারা ২ বছরে পাবে ৫ বছরের FD-র সমান সুদ

মহিলা সম্মান সেভিংস স্কিম কি? 

দেশের মহিলাদের সঞ্চয় করার প্রতি আরো উৎসাহিত করার উদ্দেশ্যে চালু করা একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে। বিভিন্ন জনপ্রিয় ব্যাংক এবং পোস্ট অফিসে এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খোলা হয়। এখানে সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ্য টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। তবে বিনিয়োগের পরিমাণ ১০০ এর গুণিতক হওয়া দরকার। এতে বার্ষিক ৭.৫ শতাংশ চক্রবৃদ্ধ সুদ দেওয়া হয়। এই স্কিমের মেয়াদ ২ বছরের, অর্থাৎ আপনি মাত্র ২ বছর পরেই আপনার জমাকৃত টাকা সুদ সমেত পেয়ে যাবেন।

আপনি এতে বিনিয়োগ করার এক বছর পরে ৪০ শতাংশ পর্যন্ত অর্থ তুলে নিতে পারবেন। তাছাড়া একটি আর্থিক বছরে সুদের পরিমাণ যদি ৪০,০০০ টাকা (প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫০,০০০ টাকা) বা তার কম হয়, তাহলে কোন TDS কাটা হবে না। আবার এটি একটি সরকার দ্বারা পরিচালিত স্কিম হবার কারণে এতে ঝুঁকির ভয় নেই বললেই চলে।

আরোও পড়ুন » লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন মহিলারা! এবার কেন্দ্রের এই প্রকল্পে মাসে ৫,০০০ টাকা পাবেন সবাই

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।