LIC Jeevan Shanti Plan: প্রতিটি মানুষকেই তার অবসর জীবন নিয়ে আগে থেকে নানা পরিকল্পনা করে রাখতে হয়। সরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা নির্দিষ্ট বয়সে অবসর গ্রহণ করার পর সরকারের পক্ষ থেকে পেনশনের সুবিধা পান। বেসরকারি ক্ষেত্রে কর্মরত বা অন্যান্য কোনো জীবিকাতে নিযুক্ত থাকা ব্যক্তিদের এমন কোনো সুবিধা থাকে না। এই কারণে বৃদ্ধ বয়সে উপার্জনের জন্য আগে থেকেই কোন একটি ক্ষেত্রে বিনিয়োগ করে রাখতে হয়। বর্তমানে আর্থিক বিনিয়োগের জন্য ব্যাংক এবং পোস্ট অফিস ছাড়াও আরো বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো এলআইসি বা ভারতীয় জীবন বীমা নিগম। LIC-র তরফ থেকে এমন অনেক প্ল্যান পরিচালনা করা হয় যার মাধ্যমে সারা জীবনের নির্ভরযোগ্য পেনশনের সুবিধা পাওয়া যায়। আজ এই প্রতিবেদনের মাধ্যমে এলআইসির এমন একটি পেনশন প্ল্যান এর কথা আপনাদের জানাবো যার মাধ্যমে সারা জীবন ১ লক্ষ টাকা পর্যন্ত পেনশন পেয়ে যেতে পারেন। বিশেষ এই প্রকল্পটির নাম হলো এলআইসি জীবনশান্তি প্ল্যান। এই প্ল্যানে কি কি বিশেষ সুবিধা পাবেন দেখে নিন।
সারা জীবনের নিশ্চিত পেনশন পাবেন এই প্ল্যানে
ভারতীয় জীবন বীমা নিগমের দ্বারা পরিচালিত নতুন জীবন শান্তি প্ল্যান আসলে একটি সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান। এখানে গ্রাহকদের কেবলমাত্র একবার মোটা টাকা বিনিয়োগ করতে হয়। আর একবার মোটা টাকা বিনিয়োগ করলেই সারাজীবন নিশ্চিত রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। রিটার্ন পেনশন পাওয়ার পরিমাণটি নির্ভর করে বিনিয়োগ করা অর্থের ওপর। সঠিক পরিমাণ অনুসারে বিনিয়োগ বিনিয়োগ করলে গ্রাহক বার্ষিক ১ লক্ষ টাকা পর্যন্ত ও পেনশন পেতে পারেন।
কত বছর বয়সে পেনশনের সুবিধা পাওয়া যায়?
এলআইসি তরফ থেকে এই পেনশন প্রকল্পের সুবিধা পাওয়ার একটি নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। মূলত ৩০ থেকে ৭৯ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে পারবেন গ্রাহকরা। গ্রাহকরা চাইলে এই সময়সীমার মধ্যে একক বিলম্বিত বার্ষিকী এবং যৌথ বিলম্বিত বার্ষিকী বিকল্প বেছে নিতে পারেন।
আরও পড়ুন » LIC Jeevan Anand Plan: প্রতিদিন ৪৫ টাকা জমা করে পাবেন ২৫ লক্ষ টাকা! সম্পূর্ণ হিসেব দেখে নিন
পেনশন ছাড়াও এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন?
এই পরিকল্পনার মাধ্যমে সারাজীবন নিশ্চিত পেনশন এর সুবিধা তো রয়েছে, সঙ্গে এই প্রকল্পে পেয়ে যাবেন ডেথ কভারের সুবিধা। নির্দিষ্ট মেয়াদের মধ্যে যদি হঠাৎ বিনিয়োগকারীর মৃত্যু হয় সেক্ষেত্রে তার একাউন্টে জমা থাকা সমস্ত টাকা নমিনির অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। বিনিয়োগকারী যদি বিনিয়োগ পরিকল্পনাটি চালিয়ে যেতে না চান সে ক্ষেত্রে এটি সারেন্ডার করতে পারেন যে কোনো সময়।
কিভাবে এই পরিকল্পনা থেকে এক লক্ষ টাকা পেনশন পাবেন?
এই প্ল্যানটিতে বিনিয়োগের ন্যূনতম সীমা হল ১.৫ লক্ষ টাকা। বিনিয়োগের সর্বোচ্চ সীমা এলআইসির তরফ থেকে নির্ধারণ করে দেওয়া হয়নি। কোন গ্রাহক যদি তার ৫৫ বছর বয়সে এই প্ল্যানে ১১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে সেই বিনিয়োগের মেয়াদ হবে পাঁচ বছর। এক্ষেত্রে 60 বছর বয়সে ওই ব্যক্তি বার্ষিক ১,০২,৮৫০ টাকা পেতে শুরু করবেন। গ্রাহক চাইলে এই টাকাটি বার্ষিক বা অর্ধ বার্ষিক ভিত্তিতে তুলে নিতে পারেন।
অবশ্যই পড়ুন » LIC Policy: প্রতিদিন ৩০ টাকা জমিয়ে পাবেন ৪ লক্ষ টাকা! এলআইসির এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানুন
এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇