Demat Account: যে সমস্ত ব্যক্তিদের ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে তারা ভালোভাবে জানে যে এতে কত ধরনের চার্জ দিতে হয়। তবে সবচেয়ে বেশি যে চার্জ দিতে হয় সেটি হল ব্রোকারেজ চার্জ। যে সমস্ত ব্যক্তিরা Trading করে থাকে তারা ব্রোকারেজ চার্জের সঙ্গে ভালোভাবে পরিচিত। অনেক সময় ট্রেডিং করে যা আয় হয় তার বেশিরভাগ অংশ প্রকারের চার্জ দিতে চলে যায়। আবার কোন কোন সময় ট্রেডিং করে যে পরিমাণ লস হয় তার থেকে ব্রোকারেজ চার্জের পরিমাণ বেশি হয়ে যায়। তাই আজ আমরা এই ব্রোকারেজ চার্জ থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে জানব।
mStock-এ আজীবন লাগবে না কোনো ব্রোকারেজ চার্জ
বেশির ভাগ ডিম্যাট একাউন্ট (Demat Account) এর ক্ষেত্রে স্টক বা অপশন কেনার সময় এবং বেচার সময় ২০ টাকা করে ব্রোকারেজ চার্জ দিতে হয়। আবার কিছু কিছু Demat Account-এ এর থেকেও বেশি চার্জ দিতে হয়। যে সমস্ত ব্যক্তিরা দিনে ৫টি ট্রেড করেন তাদের প্রতিদিন ২০০ টাকা শুধুমাত্র ব্রোকারেজ চার্জ দিতেই যায়। এর থেকে অনুমান করে দেখতে পারেন যে তাদেরকে বছরে কত টাকা ব্রোকারেজ চার্জ দিতে হয়। আপনি এমস্টক অ্যাপে ডিম্যাট একাউন্ট খুলে এই ব্রোকারেজ চার্জ থেকে মুক্তি পেতে পারেন। এখানে Demat Account খোলার সময় আপনি যদি ৯৯৯ টাকার এককালীন চার্জ প্ল্যান নির্বাচন করেন তাহলে আপনাকে আজীবন ব্রোকারেজ চার্জ দিতে হবে না। অর্থাৎ আপনি মাত্র একবার ৯৯৯ টাকা দিলেই ব্রোকারেজ চার্জ থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন।
অনেক ব্রোকারেজ ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময় এককালীন চার্জ নেয়, আবার কিছু ব্রোকারেজ তা নেয় না। এর সঙ্গে বেশিরভাগ ডিম্যাট অ্যাকাউন্ট এর ক্ষেত্রেই স্টক কেনাবেচার সময় ব্রোকারের চার্জ দিতে হয়। এছাড়াও আরো বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ (AMC) দিতে হয়। এই সমস্ত চার্জ থেকে সারা জীবনের জন্য রেহাই পেতে আপনাকে mStock-এ ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময় ৯৯৯ টাকা ফি দিতে হবে। আর আপনি যদি এই অফার নিতে না চান, তাহলে ১৪৯ টাকা ফি দিয়েই এতে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আরও পড়ুন: Options Trading – সহজ বাংলা ভাষায় অপশন ট্রেডিং বুঝুন, মোটা টাকা আয় করার একটি রাস্তা।
mStock-এ ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
mStock বা অন্য যেকোনো জায়গায় ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য কিছু নথিপত্র থাকা প্রয়োজন। যেমন পরিচয় পত্র হিসেবে প্যান কার্ড, ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট ইত্যাদি এবং আয়ের প্রমাণের জন্য বেতনের স্লিপ বা ব্যাংক স্টেটমেন্ট বা আয়কর রিটার্ন ইত্যাদি। এছাড়াও ব্যাঙ্ক প্রমাণ হিসেবে ব্যাংক একাউন্ট বা বাতিল চেক প্রয়োজন। আপনার কাছে যদি এই সমস্ত নথিপত্রগুলি থাকে তাহলে নিচে উল্লেখিত পদক্ষেপ গুলি অনুসরণ করে খুব সহজেই mStock-এ ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- প্রথমে আপনাকে mStock অ্যাপটি ডাউনলোড করতে হবে (ডাউনলোড করতে এখানে ক্লিক করুন)।
- এরপর অ্যাপ ইন্সটল করে মোবাইল নম্বর দিয়ে OTP যাচাই করতে হবে।
- এরপর আপনাকে ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে (যেমন, প্যান কার্ড, আধার কার্ড এবং ঠিকানা ইত্যাদির তথ্য)।
- এরপর ব্যাংকের বিবরণ দিয়ে ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট এর সাথে লিঙ্ক করতে হবে।
- এরপর আপনাকে এককালীন ফি জমা করতে হবে।
- এরপর আপনাকে প্রয়োজন অনুথিপত্রগুলি আপলোড করতে হবে।
- একবার এগুলি যাচাই হয়ে গেলে ২৪ ঘন্টার মধ্যে আপনার ডিমের একাউন্ট চালু হয়ে যাবে এবং আপনি ট্রেডিং করতে পারবেন।
আরও পড়ুন: UPStock অ্যাপ থেকে এইভাবে বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন | Upstox Demat Account Opening.
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇