শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Multibagger Stock: এই ৭ টাকার শেয়ারর মূল্য বর্তমানে ২০১৮ টাকা, রিটার্ন দিয়েছে ২৬২ গুন

Updated on:

Multibagger Stock: বর্তমান দিনে মানব সভ্যতার উন্নয়নের ফলে দিনের পর দিন বাসস্থানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্লাস্টিকের পাইপ বৈদ্যুতিক সরঞ্জাম এবং টাইলস উৎপাদনকারী সংস্থাগুলির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যার ফলে এইসব কোম্পানিগুলির গতি বৃদ্ধি সর্বদা অব্যাহত থাকে। তাই এইসব কোম্পানিগুলির শেয়ার কেনা আমাদের পক্ষে খুবই লাভজনক হয় কারণ এইসব কোম্পানী গুলোই ইনভেস্ট করলে খুব ভালো পরিমাণ রিটার্ন পাওয়া যায়। আজকের এই প্রতিবেদনটিতে জানতে পারবেন এমনই একটি শেয়ার যার মূল্য ছিল প্রায় ৭ টাকা কিন্তু বর্তমানে এর মূল্য প্রায় ২০১৮ টাকা। এই শেয়ার বিনিয়োগকারীদের প্রায় ২৬২ গুণ দিয়েছে

কোন শেয়ার যা বিনিয়োগকারীদের ২৬২ গুন রিটার্ন দিয়েছে

যে শেয়ারটির মূল্য গত ১৫ বছর আগে প্রায় ৭ টাকা ছিল বর্তমানে এর মূল্য হয়েছে প্রায় ২০১৮ টাকা যা বিনিয়োগকারীদের প্রায় ২৬২ গুন রিটার্ন দিয়েছে, এই শেয়ারটির নাম হল astral limited। astral হল দেশের শীর্ষস্থানীয় পাইপ নির্মাতা কোম্পানিগুলির মধ্যে একটি। এই শেয়ারটি গত ১৫ বছরে বিনিয়োগকারীদের অবিশ্বাস্যকর রিটার্ন দিয়েছে। ২০১৮ সালের ১৮ই জুলাই এই শেয়ারটির মূল্য ছিল মাত্র ৭.২০ টাকা। ২৩ শে আগস্ট,২০২৩ বুধবার মার্কেট শেষ হওয়ার সময় ০.৪৫ গুন বৃদ্ধি পেয়ে ২০১৮.১০ টাকায় বাজার বন্ধ হয়েছে।

করোনা মহামারীর প্রথম ঢেউয়ে লকডাউনের সময় এস্ট্রাল কোম্পানির শেয়ারের মূল্য ছিল ৪৬৮ টাকা। সেই সময় থেকে এখনো পর্যন্ত এই শেয়ার বিনিয়োগকারীদের ৩৩০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। এই শেয়ারটি বিগত ৩ বছরে ১৯০% এবং ৫ বছরে ৩০০% রিটার্ন দিয়েছে

কোম্পানির ঘোষিত ফলাফল অনুযায়ী চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন অর্থাৎ প্রথম ৩ মাস কোম্পানির মুনাফা ভালো ছিল না। এসময় কোম্পানির বিক্রয় ৫.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছিল যা দাঁড়িয়েছে ১২৮৩.১০ কোটি টাকায়, ফলে কোম্পানির মোট মুনাফা ৩৪.৭৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৯.৮০ টাকায় দাঁড়িয়েছিল। অন্যদিকে জানুয়ারি থেকে মার্চে এই কোম্পানির বিক্রয় ছিল ১৫০৬ কোটি টাকা এবং কোম্পানির মুনাফা হয়েছিল ২০৭ কোটি টাকা।

এই স্টকে যদি কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন তাহলে তিনি কত টাকা পাবেন?

কোন ব্যক্তি যদি ২০১৮ সালে ২০ জুলাই এই শেয়ারটিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ওই ব্যক্তি ১৩,৮৮৮টি শেয়ার পেতেন। যার মূল্য বর্তমানে ২ কোটি ৮০ লক্ষ ২৭ হাজার ৩৭২.৮ টাকা। এই শেয়ারটি ২০০৭ সালে ২৩ শে মার্চ মাত্র ৪.১৮ টাকায় শুরু হয় এবং এই শেয়ারটির মূল্য ২০১৪ সালে ২০ ই মার্চ ১০০ টাকায় দাঁড়িয়েছিল।

আরোও পড়ুন » ক্রিপ্টোকারেন্সিতে আকৃষ্ট হতে পারেন বিনিয়োগকারীরা! বিটকয়েনের দাম ১ লক্ষ ২০ হাজার ডলারে উঠার সম্ভাবনা

~Disclaimer

উপরোক্ত প্রতিবেদনটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে (Educational Purposes) এবং তথ্য জানানোর উদ্দেশ্যে পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ করা সর্বদা ঝুঁকিপূর্ণ, তাই শেয়ারবাজারে বিনিয়োগ করার পূর্বে শেয়ারবাজার সম্পর্কিত সম্পূর্ণ জ্ঞান অর্জন করা এবং অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ নেওয়া জরুরি। আমাদের ওয়েবসাইটে কখনো কোনো ব্যক্তিকে বিনিয়োগ করার জন্য বাধ্য বা জোর করা হয় না। শেয়ারবাজারের বিনিয়োগের ফলে লস হলে আমাদের কোন দায়ী থাকবে না।

আরোও পড়ুন » কেন্দ্রের নতুন স্কিমে প্রত্যেকদিন মাত্র ২ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা পেনশন

★ এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে আমাদের ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

Comments are closed.