অনলাইন টাকা লেনদেনের ক্ষেত্রে UPI এর জানপ্রিয়তা প্রবল। ইউপিআই এর সাহায্যে দ্রুত কাওকে টাকা পাঠানো যায়, ফলে আমাদের সময় আনেকটা বেঁচে যায়। ইউপিআই এর মাধ্যমে একটা মাত্র ক্লিকে এক একাউন্ট থেকে অন্য একাউন্টে খুব সহজেয় টাকা পাঠানো যায়। এর আগে শুধুমাত্র ভারতেই ইউপিআই এর মাধ্যমে লেনদেন করা যেত, তাই এই সমস্যার সমাধান করল ভারত সরকার। সম্প্রতি ভারত সরকার জানিয়েছেন ইউপিআই এর মাধ্যমে বিদেশেও টাকা লেনদেন করা যাবে। ভারতীয়রা ছাড়াও এবার থেকে যারা ভারতীয় নয় অর্থাৎ যারা NRI তারাও ইউপিআই ব্যবহার করতে পারবে।
কোন কোন দেশে UPI চালু হয়েছে
এখোনো পর্যন্ত পৃথিবীর সমস্ত দেশগুলিতে UPI এর ব্যবহার শুরু হয়নি, পৃথিবীর মাত্র কয়েকটি দেশেই ইউপিআই এর ব্যবহার শুরু হয়েছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন দেশগুলিতে ইউপিআই এর ব্যবহার শুরু হয়েছে। যে যে দেশগুলোতে ইউপিআই এর ব্যবহার করা যাবে সেইসমস্ত দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে ভারত সরকার।
যে সমস্ত দেশগুলিতে ইউপিআই ব্যবহার করা যাবে তার লিস্ট:-
S.L | দেশের নাম |
---|---|
১) | নেপাল |
২) | ভূটান |
৩) | ফ্রান্স |
৪) | ওমান |
৫) | মালেশিয়া |
৬) | সংযুক্ত আরব আমিরশাহী |
৭) | তাইল্যান্ড |
৮) | ফিলিপিন্স |
৯) | ভিয়েতনাম |
১০) | সিঙ্গাপুর |
১১) | কম্বোডিয়া |
১২) | হংকং |
১৩) | তাইওয়ান |
১৪) | দক্ষিন কোরিয়া |
১৫) | জাপান |
১৬) | ব্রিটেন |
১৭) | ইউরোপ |
আপনি যদি বিদেশে ঘুরতে যান এবং সেখানে যদি আপনার টাকা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি ব্যাংকের সাথে লিংক করা ইউপিআই থেকে টাকা লেনদেন করতে পারবেন। অর্থাৎ আপনি বিদেশেও Phone pay, Paytm, Google pay এর মতো অ্যাপ ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি ইউপিআই এর মাধ্যমে ব্যাংকের টাকা ট্রান্সফারও করতে পারবেন।
বিদেশে UPI-এর ব্যবহার পদ্ধতি
আপনি যদি দেশের বাইরে অর্থাৎ বিদেশে গিয়ে ইউপিআই ব্যবহার করতে চান সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে।
- প্রথমে আপনাকে আপনার মোবাইলে একটি ইউপিআই অ্যাপ ডাউনলোড করতে হবে। কয়েকটি ইউপিআই অ্যাপ হল Phone pay, Paytm, Google pay, Amazon pay।
- এরপর আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নম্বরটি লিংক আছে সেই মোবাইল নম্বর দিয়ে ইউপিআই অ্যাপটিতে লগইন করতে হবে।
- এরপর ইউপিআই অ্যাপটির সঙ্গে ব্যাংক একাউন্ট সংযুক্ত করতে হবে। ব্যাংক একাউন্টেটি অবশ্যই ভারতীয় হওয়া প্রয়োজন।
- এরপর আপনি যে ব্যক্তিকে টাকা পাঠাতে চান তার নাম এবং একাউন্ট নম্বর অ্যাড করে এবং কত টাকা পাঠাতে চান সম্পূর্ণ তথ্য দিয়ে আপনি অপর ব্যক্তিকে টাকা পাঠাতে পারেন।
বিদেশে গিয়ে টাকা লেনদেনের ক্ষেত্রে বিশেষ ট্যাক্স, ট্রানজেকশন ফি, ফরেন্স ফি দিতে হয়। এর ফলে আপনি যে টাকাটা পাঠাবেন তার থেকে কিছু বেশি টাকা আপনার মূল অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।
আরোও পড়ুন>> SBI বড়ো টক্কর দিতে চলেছে PhonePe ও GPay এর মতো ডিজিটাল পেমেন্ট গুলিকে
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Us |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | Join Us |
আমাদের ফেসবুক পেজ | Follow Us |
google নিউজে ফলো করুন | Follow Us |
আরোও পড়ুন>> এইভাবে PhonePe অ্যাপ থেকে বিনা সুধে লোন নিন