Maximum deposit limit in Savings Account: বর্তমানে আমরা সবাই ব্যাংক একাউন্ট ব্যবহার করে থাকি। ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকে যেমন কারেন্ট অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট। কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষের কাছে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট থাকে। প্রায় সকলেই তাদের সেভিংস একাউন্টে কিছু টাকা জমিয়ে রাখে। আবার অনলাইনে টাকা লেনদেনের পরিমাণ বেড়ে যাওয়ায়, ছোটখাটো লেনদেনের জন্য সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। কিন্তু আপনারা কি জানেন একটি নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা যদি সেভিংস একাউন্টে রাখা হয়, তাহলে আয়কর দপ্তরের কাছে কৈফত দিতে হতে পারে আপনাকে।
Savings Account-তে টাকা জমার সর্বোচ্চ সীমা
সাধারণত সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখার কোন নির্দিষ্ট সীমা নেই। তবু আপনি যদি বেশি টাকা রাখেন সে ক্ষেত্রে আপনাকে আয়কর দপ্তরের কাছে কৈফত দিতে হতে পারে। একটি নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা যদি সেভিংস একাউন্টে রাখা হয়, তাহলে আয়কর দপ্তরের নজরে পড়বেন। এর ফলে আপনাকে উত্তর দিতে হতে পারে আইকন দপ্তরের কাছে।
পাড়ার দোকান থেকে শুরু করে বড় বড় মলে কেনাকাটা করার জন্য এখন অনেকে অনলাইন পেমেন্ট করতে বেশি পছন্দ করে। এর জন্য ব্যাংক অ্যাকাউন্টে বেশি টাকা রাখার প্রয়োজন হয়। কিন্তু এতটাও বেশি টাকা আছে অ্যাকাউন্টে জমা রাখা উচিত নয়, যাতে আপনি আয়কর দপ্তরের নজরে পড়ে যান। আপনি যদি এই সমস্ত বাড়তি সমস্যায় না জড়াতে চান তাহলে সেভিংস অ্যাকাউন্টে বেশি টাকা জমা রাখাবেন না।
সেভিংস অ্যাকাউন্টে কতো টাকা উচিত?
সেভিংস একাউন্টে ১০ লক্ষ্য টাকার কম জমা রাখা উচিত। কারণ আপনার সেভিংস অ্যাকাউন্টে এক আর্থিক বর্ষে ১০ লক্ষ্য টাকার বেশি থাকেলই, আয়কর দপ্তর থেকে আপনার বাড়িতে নোটিশ পাঠানো হবে। যেকোনো ব্যাঙ্ককে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর নির্দেশ অনুযায়ী বাধ্যতামূলক ভাবে একটি আর্থিক বছরে ১০ লক্ষ টাকার বেশি নগদ জমার রিপোর্ট করতে হয়। আপনি যদি ১০ লক্ষ টাকার বেশি জমা রাখতে চান তাহলে FD-তে বা মিউচুয়াল ফান্ডে বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। এতে আপনি সুদও বেশি পাবেন।
আরও পড়ুন: কেন্দ্রের নতুন স্কিমে প্রত্যেকদিন মাত্র ২ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা পেনশন।
উপসংহার ~
এই নিবন্ধের মধ্যে সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিত এ বিষয়ে আলোচনা করা হয়েছে। সেভিংস একাউন্টে ১০ লক্ষ টাকার বেশি রাখা উচিত নয়, এর ফলে আপনাকে আয়কর দপ্তরের কাছে উওর দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে।
আরও পড়ুন: PM Mudra Yojona প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন কিভাবে পাওয়া যাবে দেখুন
***এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇
Comments are closed.