LIC Kanydan Policy: আমাদের দেশে এখনোও কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা মায়ের চিন্তা থাকে মেয়ের বিয়ে নিয়ে। কিন্তু বর্তমানে মেয়েদের উচ্চশিক্ষার উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। আজকের দিনে মেয়ের বিয়েতে কয়েক লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় যে খরচ মধ্যবিত্তদের সাধ্যের বাইরে। তাই মেয়ের বিয়ের জন্য এখন থেকেই টাকা জমানো খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় জীবন বীমা কর্পোরেশন(LIC) মেয়েদের জন্য একটা দুর্দান্ত পলিসি চালু করেন। LIC এর এই স্কিমে মাত্র ১২০ কুড়ি টাকা বিনিয়োগ করে মেয়ের বিয়ের সময় পাবেন ২ লক্ষ ৭০ হাজার টাকা। LIC এর এই দুর্দান্ত স্কিমটির নাম LIC কন্যাদান পলিসি (LIC Kanydan Policy)। আজকের এই প্রতিবেদনটিতে LIC কন্যাদান পলিসি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে। LIC এর এই স্কিমে আবেদন করার যোগ্যতা? এই স্কিমের সুবিধা, এই স্কিমে আবেদন করার প্রক্রিয়া সহ বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
LIC কন্যাদান পলিসি কি? (LIC Kanydan Policy)
ভারতীয় জীবন বীমা কর্পোরেশন এর অধীনস্থ একটি দুর্দান্ত পলিসি হল LIC কন্যাদান পলিসি(LIC Kanydan Policy)। আপনার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই স্কিমটিতে বিনিয়োগ করতে পারেন। LIC এর এই পলিসিটি ১৩ বছর বা ২৫ বছরের জন্য কিনতে পারবেন। LIC এর এই পলিসিটি কেনার জন্য কন্যার পিতার বয়স ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে এবং মেয়ের বয়স ন্যূনতম ১ বছর হতে হবে। এই পলিসিটির সময়কাল কন্যা এবং কন্যার পিতার বয়সের উপর নির্ভর করে। LIC এর এই স্কিমে বিনিয়োগ আপনি অনলাইন এবং অফলাইনের মাধ্যমেও করতে পারেন। অফলাইনে আবেদন করার জন্য আপনার নিকটবর্তী LIC এর শাখায় যোগাযোগ করুন অথবা যেকোনো LIC এজেন্টের সাথে যোগাযোগ করুন।
LIC কন্যাদান পলিসির উদ্দেশ্য
ভারতীয় জীবন বীমা কর্পোরেশন মেয়েদের উচ্চশিক্ষা এবং বিবাহের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় তার সুরাহা করার জন্য LIC কন্যাদান পলিসিটি চালু করেন। LIC কন্যাদান পলিসির(LIC Kanydan Policy) মূল উদ্দেশ্য হল কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সুরক্ষিত একটি বিনিয়োগ। এই স্কিমের টাকা আপনি আপনার মেয়ের উচ্চ শিক্ষার জন্য এবং বিবাহের জন্য খরচ করতে পারেন। পিতা এবং কন্যার বয়স অনুযায়ী সর্বনিম্ন ১ লক্ষ টাকার পলিসি কিনতে পারবেন। LIC এর এই পলিসিতে অর্থ বিনিয়োগ করে থাকলে মেয়ের বিবাহের সময় মেয়ের বাবার কোন রকম আর্থিক সমস্যা হবে না।
LIC কন্যাদান পলিসির বৈশিষ্ট্য
LIC কন্যাদান পলিসির বৈশিষ্ট্যগুলি হল-
- ভারতীয় জীবন বীমা কর্পোরেশন এর অধীনস্থ LIC কন্যাদান পলিসি যেকোনো ভারতীয় ব্যাক্তি কিনতে পারবেন।
- LIC কন্যাদান পলিসি নেওয়ার পর কোন কারনে পলিসিধারী ব্যক্তি মারা গেলে তার পরিবারকে কোন প্রিমিয়াম দিতে হবে না।
- LIC কন্যাদান পলিসি মেয়াদের পর পলিসি মনোনীত ব্যক্তিকে ২ লক্ষ ৭০ হাজার টাকা দেওয়া হবে।
- LIC এর এই পলিসিতে অর্থ বিনিয়োগ করে আপনি আপনার মেয়ের সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন।
আরোও পড়ুন » LIC Saral Pension: একবার প্রিমিয়াম দিয়ে প্রতি মাসে পাবেন ১২,৪০০ টাকা পেনশন।
LIC কন্যাদান পলিসির সুবিধা
LIC কন্যাদান পলিসির সুবিধাগুলো হল-
- LIC এর এই পলিসির অধীনস্থ ব্যক্তি মারা গেলে তার পরিবার ৫০,০০০ টাকা বীমা পাবে।
- LIC এর এই স্কিমে প্রতিবছর বোনাসের সুবিধা রয়েছে।
- বীমাকৃত ব্যক্তি দুর্ঘটনা ফলে মারা গেলে বীমাকৃত ব্যক্তির পরিবারকে ১ লক্ষ টাকা দেওয়া হবে।
- LIC এর এই স্কিমে প্রতিবন্ধী রাইডারের সুবিধাও পাওয়া যাবে।
“LIC কন্যাদান পলিসির” – পলিসি সংক্রান্ত বিস্তারিত তথ্য
LIC এর “LIC কন্যাদান পলিসি(LIC Kanydan Policy)” মেয়ের উচ্চশিক্ষা এবং বিবাহের জন্য একমাত্র এবং সুরক্ষিত পলিসি। LIC এর এই স্কিম এর মাধ্যমে আপনি আপনার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন। LIC এর এই পলিসির মেয়াদ পূর্ণ হওয়ার ৩ বছর পর্যন্ত বীমা কভার পাবে। প্রতিমাসে আপনি ৩,৬০০ টাকা জমা করে মেয়ের বিয়ের সময় ২ লক্ষ ৭০ হাজার টাকা পাবেন। অর্থাৎ প্রতিদিন আপনাকে ১২০ টাকা খরচ করতে হবে। কিন্তু আপনি চাইলে এর থেকেও কম প্রিমিয়ামে পলিসি কিনতে পারেন সেক্ষেত্রে আপনি মেয়াদের সময় রিটার্নও কম পাবেন।
LIC কন্যাদান পলিসিতে আবেদন প্রক্রিয়া(LIC Kanydan Policy Application)
LIC কন্যাদান পলিসিতে আপনি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে দুভাবেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অফলাইনে আবেদন করার জন্য আপনার নিকটবর্তী LIC এর শাখায় যোগাযোগ করতে হবে। এছাড়াও আপনি কোন LIC এজেন্টের সাহায্যেও LIC কন্যাদান পলিসিতে আবেদন করতে পারবেন।
LIC কন্যাদান পলিসিতে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র
LIC কন্যাদান পলিসিতে(LIC Kanydan Policy) আবেদন করার জন্য যেসকল নথিপত্রের প্রয়োজনীয় সেগুলো হলো-
- আবেদনকারীর নিজস্ব আধার কার্ড।
- আবেদনকারীর ভোটার আইডি কার্ড।
- আবেদনকারীর জন্ম শংসাপত্র
- আবেদনকারীর বার্ষিক আয়ের শংসাপত্র।
- আবেদনকারীর বাসস্থানের শংসাপত্র।
- আবেদনকারীর সম্প্রতি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর।
- আবেদনকারীর চালু থাকা ব্যাঙ্কের পাসবুক।
- স্কিমের প্রস্তাবের যথাযথভাবে পূরণ করা এবং স্বাক্ষরিত ফর্ম।
- প্রথম প্রিমিয়ামের নগদ ক্যাশ টাকা।
আরোও পড়ুন » PMSBY 2023: কেন্দ্রের এই প্রকল্পে প্রত্যেক বছর মাত্র ২০ টাকা বিনিয়োগে পাবেন ২ লক্ষ টাকার বীমা
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇
Comments are closed.