শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Jio Vs Airtel Vs VI: নতুন রিচার্জ প্ল্যান অনুযায়ী, সস্তায় আনলিমিটেড ডেটা দিচ্ছে কোন্ কোম্পানি?

Updated on:

Jio Vs Airtel Vs VI – Unlimited Data Recharge Plan: বেড়ে গেল সমস্ত টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম। জিও, এয়ারটেল ৩ জুলাই, ২০২৪ থেকে থেকে এবং ভোডাফোন-আইডিয়া (VI) ৪ জুলাই, ২০২৪ থেকে তাদের ট্যারিফ বৃদ্ধি করেছে। যার কারণে চিন্তিত সমস্ত ভারতবাসী। এক ধাক্কায় রিচার্জ প্ল্যানের দাম বাড়ায় পকেটে চাপ পড়লো ইন্টারনেট আসক্ত ব্যাক্তিদের। আপনি যদি ইন্টারনেট ছাড়া থাকতে পারেন না, তাহলে রিচার্জ খরচ কিছুটা কমাতে জানা দরকার যে এখন কোন টেলিকম কোম্পানির আনলিমিটেড ডেটা রিচার্জ প্ল্যানগুলি তুলনামূলক সস্তা। তাই আজকে আমরা এই প্রতিবেদনে Jio, Airtel এবং VI-এর নতুন রিচার্জ প্ল্যানগুলির তুলনা করে দেখব।

Jio, Aietel নাকি VI? সস্তায় আনলিমিটেড ডেটা দিচ্ছে কোন্ কোম্পানি?

বর্তমানে পড়াশোনা থেকে শুরু করে কাজ কাব্বার এবং মানুষের মনোরঞ্জন, সমস্ত কিছুর জন্য ইন্টারনেটের প্রয়োজন। এরকম সময় টেলিকম কোম্পানিগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেয়ায় চিন্তিত গ্রাহকেরা। আপনি যদি সেই সমস্ত ব্যক্তিদের পর্যায়ে পড়েন যাদের ইন্টারনেট ছাড়া দিন চলে না, তাহলে এবার বাড়তি রিচার্জ করতে হবে আপনাকেও। তবু রিচার্জ খরচ কিছুটা কমানোর জন্য আপনি সবচেয়ে সস্তা আনলিমিটেড ডেটা প্রদানকারী টেলিকম কোম্পানির প্লেন রিচার্জ করতে পারেন। তাই আজ আমরা নতুন প্ল্যান অনুযায়ী, Jio, Airtel এবং Vodafone Idea (VI) এর তুলনা করে দেখবো।

২৮ দিন মেয়াদের আনলিমিটেড ডেটা বিশিষ্ট রিচার্জ প্ল্যানের তুলনা

ডেটাJio (₹)Airtel (₹)VI (₹)
২ জিবি১৮৯১৯৯১৯৯
১ জিবি প্রতিদিন২৪৯২৯৯২৯৯
১.৫ জিবি প্রতিদিন২৯৯৩৪৯৩৪৯
২ জিবি প্রতিদিন৩৪৯ (২৮ দিন)৩৭৯ (৩০ দিন)
২.৫ জিবি প্রতিদিন৩৯৯৪০৯
৩ জিবি প্রতিদিন৪৯৯৪৯৯

৫৬ দিন মেয়াদের আনলিমিটেড ডেটা বিশিষ্ট রিচার্জ প্ল্যানের তুলনা

ডেটাJio (₹)Airtel (₹)VI (₹)
১.৫ জিবি প্রতিদিন৫৭৯৫৭৯৫৭৯
২ জিবি প্রতিদিন৬২৯৬৪৯৬৪৯

৮৪ দিন মেয়াদের আনলিমিটেড ডেটা বিশিষ্ট রিচার্জ প্ল্যানের তুলনা

ডেটাJio (₹)Airtel (₹)VI (₹)
৬ জিবি৪৭৯৫০৯
১.৫ জিবি প্রতিদিন৭৯৯৮৫৯৮৫৯
২ জিবি প্রতিদিন৮৫৯৯৭৯৯৭৯
৩ জিবি প্রতিদিন১১৯৯

এক বছর মেয়াদের আনলিমিটেড ডেটা বিশিষ্ট রিচার্জ প্ল্যানের তুলনা

ডেটাJio (₹)Airtel (₹)VI (₹)
২৪ জিবি১৮৯৯
(৩৩৬ দিন)
১৯৯৯
(৩৬৫ দিন)
১৯৯৯
(৩৬৫ দিন)
প্রতিদিন ২.৫ জিবি জিও
প্রতিদিন ২ জিবি এয়ারটেল
প্রতিদিন ১.৫ জিবি VI
৩৫৯৯৩৫৯৯৩৪৯৯

আরও পড়ুন: Jio Recharge Plan – জিও-র রিচার্জ খরচ ২৫% বেড়ে গেল! জেনেনিন নতুন দাম।

Jio, Airtel এবং VI-এর ডাটা অ্যাডঅন প্ল্যানের তুলনা

ডেটাJio (₹)Airtel (₹)VI (₹)
১ জিবি১৯২২২২
২ জিবি২৯৩৩
৬ জিবি (জিও/Vi)
৪ জিবি (এয়ারটেল)
৬৯৭৭৪৮

আরো পড়ুন: ২০% বৃদ্ধি পেল Airtel Reacharge এর দাম! এবার সর্বনিম্ন রিচার্জ ৩০০ টাকা।

Jio, Airtel এবং VI-এর পোস্ট পেইড প্ল্যানের তুলনা

ডেটাJio (₹)Airtel (₹)VI (₹)
৩০০ জিবি (জিও)
৪০০ জিবি (এয়ারটেল)
৫০০ জিবি (Vi)
৩৪৯৪৪৯৪৫৯
৭৫ জিবি (জিও/এয়ারটেল)
৯০ জিবি (Vi)
৪৪৯৫৪৯৫৫১

আরও পড়ুন: Vi Reacharge Plan: Jio,Airtel পর এবার দাম বৃদ্ধি করল Vi, নতুন রিচার্জ প্ল্যানের দাম দেখে নিন।

এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।