Jio Vs Airtel Vs VI – Unlimited Data Recharge Plan: বেড়ে গেল সমস্ত টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম। জিও, এয়ারটেল ৩ জুলাই, ২০২৪ থেকে থেকে এবং ভোডাফোন-আইডিয়া (VI) ৪ জুলাই, ২০২৪ থেকে তাদের ট্যারিফ বৃদ্ধি করেছে। যার কারণে চিন্তিত সমস্ত ভারতবাসী। এক ধাক্কায় রিচার্জ প্ল্যানের দাম বাড়ায় পকেটে চাপ পড়লো ইন্টারনেট আসক্ত ব্যাক্তিদের। আপনি যদি ইন্টারনেট ছাড়া থাকতে পারেন না, তাহলে রিচার্জ খরচ কিছুটা কমাতে জানা দরকার যে এখন কোন টেলিকম কোম্পানির আনলিমিটেড ডেটা রিচার্জ প্ল্যানগুলি তুলনামূলক সস্তা। তাই আজকে আমরা এই প্রতিবেদনে Jio, Airtel এবং VI-এর নতুন রিচার্জ প্ল্যানগুলির তুলনা করে দেখব।
Jio, Aietel নাকি VI? সস্তায় আনলিমিটেড ডেটা দিচ্ছে কোন্ কোম্পানি?
বর্তমানে পড়াশোনা থেকে শুরু করে কাজ কাব্বার এবং মানুষের মনোরঞ্জন, সমস্ত কিছুর জন্য ইন্টারনেটের প্রয়োজন। এরকম সময় টেলিকম কোম্পানিগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেয়ায় চিন্তিত গ্রাহকেরা। আপনি যদি সেই সমস্ত ব্যক্তিদের পর্যায়ে পড়েন যাদের ইন্টারনেট ছাড়া দিন চলে না, তাহলে এবার বাড়তি রিচার্জ করতে হবে আপনাকেও। তবু রিচার্জ খরচ কিছুটা কমানোর জন্য আপনি সবচেয়ে সস্তা আনলিমিটেড ডেটা প্রদানকারী টেলিকম কোম্পানির প্লেন রিচার্জ করতে পারেন। তাই আজ আমরা নতুন প্ল্যান অনুযায়ী, Jio, Airtel এবং Vodafone Idea (VI) এর তুলনা করে দেখবো।
২৮ দিন মেয়াদের আনলিমিটেড ডেটা বিশিষ্ট রিচার্জ প্ল্যানের তুলনা
ডেটা | Jio (₹) | Airtel (₹) | VI (₹) |
---|---|---|---|
২ জিবি | ১৮৯ | ১৯৯ | ১৯৯ |
১ জিবি প্রতিদিন | ২৪৯ | ২৯৯ | ২৯৯ |
১.৫ জিবি প্রতিদিন | ২৯৯ | ৩৪৯ | ৩৪৯ |
২ জিবি প্রতিদিন | ৩৪৯ (২৮ দিন) | – | ৩৭৯ (৩০ দিন) |
২.৫ জিবি প্রতিদিন | ৩৯৯ | ৪০৯ | – |
৩ জিবি প্রতিদিন | ৪৯৯ | ৪৯৯ | – |
৫৬ দিন মেয়াদের আনলিমিটেড ডেটা বিশিষ্ট রিচার্জ প্ল্যানের তুলনা
ডেটা | Jio (₹) | Airtel (₹) | VI (₹) |
---|---|---|---|
১.৫ জিবি প্রতিদিন | ৫৭৯ | ৫৭৯ | ৫৭৯ |
২ জিবি প্রতিদিন | ৬২৯ | ৬৪৯ | ৬৪৯ |
৮৪ দিন মেয়াদের আনলিমিটেড ডেটা বিশিষ্ট রিচার্জ প্ল্যানের তুলনা
ডেটা | Jio (₹) | Airtel (₹) | VI (₹) |
---|---|---|---|
৬ জিবি | ৪৭৯ | – | ৫০৯ |
১.৫ জিবি প্রতিদিন | ৭৯৯ | ৮৫৯ | ৮৫৯ |
২ জিবি প্রতিদিন | ৮৫৯ | ৯৭৯ | ৯৭৯ |
৩ জিবি প্রতিদিন | ১১৯৯ | – | – |
এক বছর মেয়াদের আনলিমিটেড ডেটা বিশিষ্ট রিচার্জ প্ল্যানের তুলনা
ডেটা | Jio (₹) | Airtel (₹) | VI (₹) |
---|---|---|---|
২৪ জিবি | ১৮৯৯ (৩৩৬ দিন) | ১৯৯৯ (৩৬৫ দিন) | ১৯৯৯ (৩৬৫ দিন) |
প্রতিদিন ২.৫ জিবি জিও প্রতিদিন ২ জিবি এয়ারটেল প্রতিদিন ১.৫ জিবি VI | ৩৫৯৯ | ৩৫৯৯ | ৩৪৯৯ |
আরও পড়ুন: Jio Recharge Plan – জিও-র রিচার্জ খরচ ২৫% বেড়ে গেল! জেনেনিন নতুন দাম।
Jio, Airtel এবং VI-এর ডাটা অ্যাডঅন প্ল্যানের তুলনা
ডেটা | Jio (₹) | Airtel (₹) | VI (₹) |
---|---|---|---|
১ জিবি | ১৯ | ২২ | ২২ |
২ জিবি | ২৯ | ৩৩ | – |
৬ জিবি (জিও/Vi) ৪ জিবি (এয়ারটেল) | ৬৯ | ৭৭ | ৪৮ |
আরো পড়ুন: ২০% বৃদ্ধি পেল Airtel Reacharge এর দাম! এবার সর্বনিম্ন রিচার্জ ৩০০ টাকা।
Jio, Airtel এবং VI-এর পোস্ট পেইড প্ল্যানের তুলনা
ডেটা | Jio (₹) | Airtel (₹) | VI (₹) |
---|---|---|---|
৩০০ জিবি (জিও) ৪০০ জিবি (এয়ারটেল) ৫০০ জিবি (Vi) | ৩৪৯ | ৪৪৯ | ৪৫৯ |
৭৫ জিবি (জিও/এয়ারটেল) ৯০ জিবি (Vi) | ৪৪৯ | ৫৪৯ | ৫৫১ |
আরও পড়ুন: Vi Reacharge Plan: Jio,Airtel পর এবার দাম বৃদ্ধি করল Vi, নতুন রিচার্জ প্ল্যানের দাম দেখে নিন।
এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇