শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Instant Loan SBI: নথিপত্র ছাড়াই ঘরে বসেই স্টেট ব্যাংক থেকে ২০,০০০ টাকা লোন নিন! রইল সহজ পদ্ধতি

Updated on:

Instant Loan SBI: অনেক সময় আমাদের তৎক্ষণাৎ ঋণের প্রয়োজন হয়ে থাকে, তখন আমরা তৎক্ষণনা লোন নেওয়ার জন্য বিভিন্ন Instant Loan Apps এর সন্ধান করে থাকি। তবে এই সমস্ত অ্যাপ এর বদলে সবার প্রথমে আপনাকে কোন এক বিশ্বস্ত ব্যাংক থেকে তৎক্ষণাৎ ঋণের জন্য আবেদন করে দেখা দরকার। তাই আমরা ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাংক State Bank of India থেকে কোন নথিপত্র ছাড়াই ঘরে বসে Instant Loan নেওয়ার পদ্ধতি সম্পর্কে জানব। আপনিও যদি জানতে চান তাহলে আজকের এই নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন। 

ঘরে বসেই স্টেট ব্যাংক থেকে তৎক্ষণাৎ ঋণ (Instant Loan SBI)

আপনি যদি নথিপত্র ছাড়াই ঘরে বসে স্টেট ব্যাংক থেকে তৎক্ষণাৎ ঋণ নিতে চান, তাহলে SBI এর অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং পরিষেবার সাহায্যে খুব সহজেই আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে এসবিআই এর YONO অ্যাপ টি প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে। এরপর আপনি কয়েকটি ক্লিকের মাধ্যমে SBI Instant Loan আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে? এ বিষয়ে বিস্তারিত জানবো। কিন্তু, তার আগে জেনে নিন কারা কারা আবেদন করতে পারবেন এবং এর কি কি বৈশিষ্ট্য রয়েছে।

SBI Instant Loan কারা কারা আবেদন করতে পারবেন?

স্টেট ব্যাংকের সমস্ত বিশ্বস্ত গ্রাহকেরা YONO SBI অ্যাপ থেকে অনলাইনের মাধ্যমে Instant Personal Loan এর জন্য আবেদন করতে পারবেন। এর জন্য স্টেট ব্যাংকে একটি সক্রিয় সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকলেই হবে। তবে যে সমস্ত ব্যক্তিরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে যথাযথ লেনদেন বজায় রাখেন তারা খুব সহজেই লোন নিতে পারবেন।

আরও পড়ুন: Instant Loan Tips: আপনি কি তৎক্ষণাৎ লোন নিতে চান? তাহলে এই টিপস জেনেথাকা আবশ্যক।

SBI Instant Loan-এর বৈশিষ্ট 

YONO SBI Personal Loan এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ: 

  • মাত্র ৫ ক্লিকে Instant Loan প্রদান করে।
  • এতে প্রসেসিং ফিস কম।
  • কোনো ফিজিক্যাল নথিপত্রের প্রয়োজন নেই।
  • ব্যাংকের ব্রাঞ্চে যাবার প্রয়োজন নেই।
  • ক্রেডিট স্কোর এবং ব্যাংকিং রিলেশনশীপ এর ভিত্তিতে সুদ লাগে।
  • ২৪ ঘণ্টা অনলাইনের মাধ্যমে লোনের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: Instant Loan – এখন সিবিল স্কোর ছাড়াই বাড়িতে বসে পাবেন তৎক্ষণাৎ ৫০,০০০ টাকা লোন! রইল সহজ পদ্ধতি।

SBI থেকে কিভাবে Instant Loan নেবেন?

State Bank Of India (SBI) থেকে Instant Personal Loan নেওয়ার জন্য আপনার SBI-তে ব্যাংক অ্যাকাউন্ট এবং YONO অ্যাপ থাকা প্রয়োজন। এখানে সিভিল স্কোর এবং ব্যাংকিং রিলেশনশীপ এর ভিত্তিতে লোনের পরিমাণ অফার করা হয়, যা সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত। আপনি চাইলে ২০,০০০ টাকা লোন নিতেও পারবেন। লোনের জন্য আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলি  অনুসরণ করুন। 

  1. প্রথমে YONO SBI অ্যাপটি খুলুন এবং ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  2. এরপর আপনি সেখানে লোন অফারের একটি ব্যানার দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
  3. যদি এই ব্যানার না থেকে তাহলে লোন বিভাগে যান।
  4. এরপর নিজের প্যান কার্ড নম্বর এবং জন্মতারিখ দিন এবং Yes তে ক্লিক করুন।
  5. এরপর দেখতে পাবেন আপনি কতো টাকা পর্যন্ত লোন নেওয়ার যোগ্য।
  6. আপনি লোনের পরিমাণ এখানে ২০,০০০ নির্বাচন করতে পারেন। সঙ্গে আপনাকে লোন পরিশোধের মেয়াদ নির্বাচন করতে হবে, যা ৬ মাস থেকে ৩৬ মাসের মধ্যে।
  7. নিচে আপনি সুদের হার, EMI এর পরিমাণ, প্রোসেসিং ফিস এবং অন্যান্য তথ্য দেখতে পাবেন।
  8. এরপর EMI দেওয়ার তারিখ দিতে হবে, অর্থাৎ আপনি প্রতিমাসের কত তারিখ EMI পরিশোধ করবেন।
  9. এরপর সামনে কিছু শর্তাবলী দেখতে পাবেন, যেগুলি পড়ার পর নিচে ঠিক চিহ্ন দিতে হবে।
  10. এরপর আপনি লোনের সমস্ত বিবরণ দেখতে পাবেন।
  11. এরপর আপনার রেজিষ্টার মোবাইল নম্বরে OTP যাচাই করতে হবে।
  12. এরপর আপনার অনুরোধ গ্রহণ হলেই লোনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 

আরও পড়ুন: SBI Loan Interest Rate – স্টেট ব্যাংকের ঋণের লোনের সুদের হার বৃদ্ধি! কাদের EMI বাড়বে জেনেনিন।

দাবিত্যাগ (Disclaimer)

এই নিবন্ধটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনোভাবেই ঋণ (Loan) নেওয়ার জন্য পরামর্শ প্রদান করে না। আপনার আর্থিক সিদ্ধান্তগুলি আপনার নিজের গবেষণা এবং ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে নিতে হবে। আপনার আর্থিক ফলাফলের জন্য ফাইনান্স বার্তা কোনোভাবেই দায়ী থাকবে না।

এই ধরনের তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।