Pan Card: অনেক সময় মানুষের এরকম হয়ে থাকে যে, কোন কারণবশত তাদের প্যান কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আপনারও যদি এরকম হয়ে থাকে তাহলে দুঃশ্চিন্তা করার কোন কারণ নেই। আপনি কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করে খুব সহজে ডুপ্লিকেট প্যান কার্ড বানাতে পারবেন এবং সেটিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যেমন আয়কর রিটার্ন দাখিল করা ইত্যাদিতে ব্যবহার করতেও পারবেন। তাই ডুপ্লিকেট প্যান কার্ড বানানোর পদ্ধতি জেনে থাকা জরুরি। আপনিও যদি জানতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
ডুপ্লিকেট প্যান কার্ড কিভাবে বানাবেন?
আর্থিক সংক্রান্ত কাজের জন্য প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। যদি প্যান কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আয়কর রিটার্ন করতেও পারবেন না। তবে আপনি খুব সহজেই একটি ডুপ্লিকেট প্যান কার্ড তৈরি করে সেটিকে কাজে লাগাতে পারবেন। ডুপ্লিকেট প্যান কার্ড বানানোর জন্য নিচের পদক্ষেপ গুলি অনুসরণ করুন –
- এর জন্য আপনাকে প্রথমে NSDL (National Securities Depository Limited) বা UTIITSL (UTI Infrastructure Technology and Services Limited) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে ‘Request for New PAN Card or/and Changes or Correction in PAN Data’ বিকল্পে ক্লিক করতে হবে।
- এরপর নিজের নাম জন্মতারিখ বাবার নাম প্যান কার্ড নম্বর ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
- তারপর প্রয়োজনীয় নথিপত্র যেমন পরিচয় পত্র, ঠিকানার প্রমাণপত্র ইত্যাদি আপলোড করতে হবে।
- এরপর ডুপ্লিকেট প্যান কার্ড আবেদন করার জন্য আপনাকে নামমাত্র কিছু ফি জমা করতে হবে।
- আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে ফি প্রদান করতে পারেন।
- এরপর আপনাকে আবেদনটি সাবমিট করতে হবে এবং তারপর আপনি একটি রশিদ নাম্বার পাবেন, যার মাধ্যমে আপনি নিজের আবেদনটি ট্র্যাক করতে পারবেন।
আরও পড়ুন: Pan Card – প্যান কার্ড থাকলে সাবধান! এই ভুল করলে সরকারকে দিতে হবে 10 হাজার টাকা জরিমানা।
ডুপ্লিকেট প্যান কার্ড কিভাবে আয়কর রিটার্নে কাজে লাগাবেন?
ITR ফাইলিং সময়ে যাচাই: যখন আপনি আপনার আয়কর রিটার্ন (ITR) ফাইল করেন, তখন আপনার PAN নম্বর প্রদান করা বাধ্যতামূলক। এটি আপনার দেওয়া আর্থিক বিস্তারিতের সঠিকতা পরীক্ষা করার মাধ্যম হিসেবে কাজ করে।
ট্যাক্স রিটার্নের জন্য প্রয়োজনীয়: আপনার PAN নম্বর আপনার ট্যাক্স রিটার্ন প্রসেসিং এর জন্য প্রয়োজনীয়। এটি নিশ্চিত করে যে সমস্ত আপনার আর্থিক কার্যক্রম ঠিকভাবে রেকর্ড ও হিসাব করা হয়।
ট্যাক্স রিফান্ড সুবিধার জন্য: এছাড়াও, আপনার PAN নম্বর আয়কর রিফান্ড পেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার PAN কার্ড হারিয়ে গেলে, রিফান্ড প্রসেসিং এর সমস্যা নেই তা নিশ্চিত করার জন্য একটি নতুন PAN কার্ড উত্থান করা প্রয়োজন।
আরও পড়ুন: Pan Card – কোনরকম ঝামেলা ছাড়াই বাড়িতে বসে বানিয়ে ফেলুন প্যান কার্ড! দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇