শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Voter Card Download: ঘোষণা হলো ভোটের দিন, ভোট দেওয়ার জন্য এইভাবে ভোটার কার্ড ডাউনলোড করুন

Updated on:

How to download Voter Card online in West Bengal: ইতিমধ্যেই কিছু রাজ্যে লোকসভা ও বিধান সভা ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। এই ভোট দেওয়ার জন্য ভোটার কার্ড থাকা প্রয়োজন। তাই আজ আমরা জানবো কিভাবে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড ডাউনলোড করার সম্পূর্ন পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। 

ভোটার কার্ডের গুরুত্ব 

ভোটার কার্ড একটু খুবই গুরুত্বপূর্ণ নথি। বিভিন্ন জায়গায় পরিচয়পত্র হিসেবে ও ঠিকানার প্রমাণপত্র হিসেবে কাজে লাগে। এখন নানা জায়গায় পরিচয়পত্র হিসেবে আধার কার্ড থাকা যথেষ্ট হলেও ভোটার কার্ডের নিজস্ব গুরুত্ব রয়েছে। আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে ভোট দিতে পারবেন না। ভারতের সমস্ত সাগীরিক ১৮ বছর বয়স হলেই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আপনার যদি ভোটার কার্ড হয়ে থাকে তাহলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। 

আরও পড়ুন: আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা! কোন জায়গা থেকে, কোন দলের কোন প্রার্থী লড়ছেন? দেখে নিন।

ভোটার কার্ড ডাউনলোড করার পদ্ধতি (How to download Voter Card online in West Bengal) 

আপনি ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে খুব সহজেই অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। নিচে ভোটার কার্ড ডাউনলোড করার পদ্ধতি কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। যেগুলি অনুসরণ করে আপনি খুব সহজেই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। 

ভোটার কার্ড ডাউনলোড করার জন্য নিবন্ধন করার পদ্ধতি:

  • প্রথমে ‘voters.eci.gov.in‘-তে যান।
  • এরপর ‘e-EPIC Download‘ বিকল্পে ক্লিক করুন।
  • এরপর ‘Register as a new user‘ বিকল্পে ক্লিক করুন।
  • এরপর মোবাইল নম্বর লিখে ক্যাপচার পূরণ করুন এবং ‘Send OTP‘-তে ক্লিক করুন।
  • OTP যাচাই করার পর নিজের নাম, ইমেইল অ্যাড্রেস ও একটি পাসওয়ার্ড দিন।
  • এরপর আপনার ১০ সংখ্যার EPIC নম্বর লিখে অনুসন্ধান করুন এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।

ভোটার কার্ড ডাউনলোড করার পদক্ষেপ:

  • প্রথমে voters.eci.gov.in-তে যান।
  • এরপর ‘e-EPIC Download‘ বিকল্পে ক্লিক করুন।
  • এরপর নিজের ইউজার নেম ও পাসওয়ার্ড লিখুন।
  • এরপর ক্যাপচারটি পূরণ করে লগইন করুন।
  • লগইন করার পর আপনার মোবাইল নম্বরে OTP যাচাই করুন।
  • এরপর ‘Download e-EPIC‘-তে ক্লিক করলেই ভোটার কার্ড ডাউনলোড হবে। 

আরও পড়ুন: CAA Form Fillup – ভারতীয় নাগরিকত্বের জন্য কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস প্রয়োজন জেনে নিন।

উপসংহার 

আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এরজন্য আপনাকে প্রথমে ভোটার সার্ভিস এর অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in-তে যেতে হবে। এরপর আপনি উপরে উল্লিখিত পদক্ষেপগুলো অনুসরণ করে খুব সহজেই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন।

অবশ্যই পড়ুন » Petrol Diesel Price: লোকসভা ভোটের আগে দাম কমলো পেট্রোল-ডিজেলের! কোন শহরে কত টাকা লিটার দেখেনিন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।