How To Calculate PF Pension And EDLI Benefit: অবসর গ্রহণের জন্য তহবিল প্রস্তুত করার জন্য বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ হলো প্রভিডেন্ট ফান্ড (PF)। সাধারণত এটি অবসর গ্রহণের জন্য একটি বিনিয়োগ প্রকল্প যা EPFO দ্বারা পরিচালিত হয়। বেতনভোগী কর্মচারীদের বেতন কিছু অংশ এই প্রকল্পে সঞ্চয় হয় এবং কোম্পানিও ওই একই পরিমাণ অর্থ এতে বিনিয়োগ করে। এরপর ওই কর্মচারী অবসর গ্রহণের পর এই প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে পেনশন এবং কর্মচারী আমানত লিঙ্কড ইন্সুরেন্স (EDLI) এর সুবিধা পেয়ে থাকে। আপনারও যদি PF অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কতো পেনশন পাবেন? এবং EDLI-এর সুবিধা কতো হবে? এটি হিসেব করার পদ্ধতি জেনেনিন আজকের এই নিবন্ধে।
প্রভিডেন্ট ফান্ড (PF)
কর্মচারীদের ভবিষৎ সুরক্ষিত করার উদ্দেশ্যে সরকার দ্বারা পরিচালিত একটি বিনিয়োগ স্কিম হলো প্রভিডেন্ট ফান্ড (PF)। অনেকেই আবার এটিকে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড (EPF) নামে জেনে থাকে। এটি EPFO দ্বারা পরিচালিত হয়। বেতনভোগী কর্মচারীদের বেতন ১২% এই প্রকল্পে সঞ্চিত হয়ে, এবং কর্মকর্তারা এতে ওই একই পরিমাণ (১২%) টাকা জমা করে দেয়, যার মধ্যে ৩.৬৭% সুদের জন্য বরাদ্দ করা হয়। যে সমস্ত ব্যাক্তিদের PF অ্যাকাউন্ট রয়েছে তারা অবসর গ্রহণের পর মাসে মাসে পেনশন এবং EDLI-এর সুবিধা পাবে।
PF পেনশন হিসেব করার সহজ পদ্ধতি (How To Calculate PF Pension)
আপনার যদি PF অ্যাকাউন্ট থাকে তাহলে অগ্রিম প্রভিডেন্ট ফান্ড পেনশন গণনা (PF Pension Calculation) এর সুবিধা পাবেন। আপনি নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে পেনশন গণনা করতে পারবেন।
- প্রথমে আপনাকে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- ওয়েবসাইটের ড্যাশবোর্ডে Online Service ট্যাবের নিচে EDLI and Pension Calculator বিকল্পে ক্লিক করতে হবে।
- এরপর EDLI Benefit Calculator এবং Pension Calculator দুটি বিকল্প দেখতে পাবেন।
- এরপর পেনশন ক্যালকুলেটর বিকল্পে ক্লিক করতে হবে।
- এরপর আপনার জন্ম তারিখ, আপনাকে যোগদান এবং চাকরি ছাড়ার মতো বিবরণ দিতে হবে।
- সবকিছু ঠিকঠাক দেওয়ার পর Show/Update Details-এ ক্লিক করতে হবে।
- এরপর ৫৮ বছর এবং ৫০ বছরের প্রাথমিক পেনশনের তারিখ দেখতে পাবেন।
- ৫৮ বছরে হলে সম্পূর্ন পেনশনের সুবিধা পাবেন এবং ৫০ বছরে প্রাথমিক পেনশনের সুবিধা পাবেন, যা পরিমাণে কিছুটা কম।
- এরপর ওখানে পেনশন শুরুর তারিখ এবং পেনশন বেতন লিখে Show/Update Details-এ ক্লিক করলে মাসিক পেনশনের পরিমাণ দেখতে পাবেন।
আপনি যে পেনশনের পরিমাণ দেখতে পাবেন তা একদম সঠিক নাও হতে পারে। এখানে শুধুমাত্র সুপারঅ্যানুয়েশন পেনশন এবং প্রারম্ভিক পেনশন দেখতে পাবেন।
আরও পড়ুন: PPF এবং NPS গ্রাহকদের জন্য বিরাট সুখবর! ১লা এপ্রিল থেকে নতুন নিয়ম জারি।
EDLI-এর সুবিধা গণনা (EDLI Benefit Calculation)
EDLI-এর সুবিধা গণনা করার জন্যেও আপনাকে প্রথমে EPFO এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনাকে EDLI Benefit Calculator পেজের ভিতরে গিয়ে EPFO সদস্যের মৃতুর তারিখ, গড় প্রগতিশীল ব্যালান্স এবং অন্যান্য গুরুত্বপূর্ন বিবরণ দিয়ে Show Update Calculation-এ ক্লিক করতে হবে। তাহলেই আপনি EDLI-এর সুবিধার মোট পরিমাণ জানতে পারবেন।
অবশ্যই পড়ুন » PPF Investment: এই ২টি পদ্ধতিতে পিপিএফ-এ বিনিয়োগ করে আপনিও হতে পারেন কোটিপতি
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇