টাকা দিয়ে টাকা বাড়ানোর সবচেয়ে সেরা উপায় বিনিয়োগ। আর এই বিনিয়োগের সেরা মাধ্যম হলো ফিক্সড ডিপোজিট বা FD। এখানে বিনিয়োগ নিরাপদ ও ঝুঁকিহীন। বিশেষ বিষয় হলো যে কোনো ক্ষেত্রের থেকে এফডি-তে বিনিয়োগ করলে রিটার্নও বেশি পাওয়া যায়। বিভিন্ন ব্যাংক এফডি-র উপর আলাদা আলাদা সুদ প্রদান করে থাকে।
এইচডিএফসি ব্যাংক এর ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি (HDFC Bank FD)
আপনিও যদি এফডি-তে বিনিয়োগ করতে পছন্দ করেন, তাহলে রয়েছে খুশির খবর। সম্প্রতি HDFC ব্যাংক ২ কোটি টাকা থেকে ৫ কোটি টাকার বেশি বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করেছে। এই ব্যাংক ডোমেস্টিক NRO, NRE গ্রাহকদের জন্য নতুন সুদের হার প্রযোজ্য করেছে। গত ৩ ফেব্রুয়ারি ‘২৪ থেকে এই নতুন সুদের হার লাগু করা হয়েছে।
বাল্ক ডিপোজিট আসলে কি? এ নিয়ে নিশ্চই আপনার মনে প্রশ্ন জাগছে? তাহলে বলি, যে কোনো ব্যাংকে ২ কোটি থেকে ৫ কোটি টাকার ডিপোজিট করাকেই বাল্ক ডিপোজিট বলা হয়ে থাকে। HDFC ব্যাংক বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য ৪.৭৫ শতাংশ থেকে ৭.৪০ শতাংশ সুদ প্রদান করে থাকে। যেখানে সিনিয়র সিতিজেনরা সাধারণ সুদের হারের চেয়ে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন। গত ৩রা ফেব্রুয়ারী থেকে এই নতুন সুদের হার প্রযোজ্য হয়েছে। যদিও এনআরআইদের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন রেট প্রযোজ্য হবে না। HDFC ব্যাংক বাল্ক ডিপোজিটের উপরই নতুন সুদের হার লাগু করেছে, এক নজরে বিভিন্ন মেয়াদের উপর দেখে নিন।
অবশ্যই পড়ুন » SBI FD – স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে 1 লক্ষ টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাবেন দেখুন।
কত সময়ের ফিক্সড ডিপোজিটে কত পাবেন দেখুন
- HDFC ব্যাংকে ৭ থেকে ২৯ দিনের মেয়াদে ৪.৭৫ শতাংশ সুদের হার পাবেন। সিনিয়র সিটিজেনদের ৫.২৫ শতাংশ সুদের হার দেওয়া হবে।
- এই ব্যাংক ৩০ থেকে ৪৫ দিনের এফডি-র উপর ৫.৫০% সুদের হার অফার করছে৷ যেখানে প্রবীণরা পাবেন ৬.০ শতাংশ।
- ৪৬ থেকে ৬০ দিনের ডিপোজিটে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার দেওয়া হবে যথাক্রমে ৫.৭৫ শতাংশ এবং ৬.২৫ শতাংশ।
- ৬১ থেকে ৮৯ দিনের ডিপোজিটের উপর ৬.০০ শতাংশ সুদের হার পাওয়া যাবে। প্রবীণরা পাবেন ৬.৫০ শতাংশ।
- ৯০ দিন থেকে ৬ মাসের মেয়াদে ৬.৫০ শতাংশ।
- ৬ মাস ১ দিন থেকে ৯ মাসের মেয়াদে ৬.৬৫%।
- ৯ মাস ১ দিন বা ১ বছরের মধ্যে ৬.৭৫ শতাংশ মিলবে।
- ১ বছর থেকে ১৫ মাসের মেয়াদে সাধারণ গ্রাহকরা ৭.৪০ শতাংশ সুদ পাবেন।
- ১৫ মাস থেকে দুই বছরের মেয়াদে পাওয়া যাবে ৭.০৫ শতাংশ সুদের হার।
- ২ বছর ১ দিন থেকে ১০ বছরের মেয়াদে মিলবে ৭.০০ শতাংশ সুদের হার।
অবশ্যই পড়ুন » Post Office Fixed Deposit: পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম, কত সুদ দিচ্ছে জানুন? কত টাকা বিনিয়োগ করে কত পাবেন অবশ্যই দেখুন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇