শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Gold Price: সোনা কেনার কথা ভাবছেন? একটু অপেক্ষা করুন, প্রচুর সস্তা হতে চলেছে সোনা

Photo of author

By Joydeep

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Gold Price: বর্তমানে সোনার দাম আকাশ ছোঁয়া। ১০ গ্রাম সোনা কিনতে হিমছিম খাচ্ছে সাধারণ মানুষ। এদিকে সোনার দাম আরও বেড়েই চলেছে। এরকম সময় আপনিও যদি সোনা কেনার কথা ভাবছেন, তাহলে একটু অপেক্ষা করুন। প্রচুর সস্তা হতে চলেছে সোনা। বাজার বিশেষজ্ঞরা অনুমান করছেন আগামী দিনে সোনার দাম প্রায় ৩০ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমতে পারেন। কেন এরকম মনে করছেন বিশেষজ্ঞরা? এবং কবে থেকে কমতে পারে সোনার দাম? জানার জন্য সম্পূর্ন খবরটি পড়ুন। 

প্রচুর সস্তা হতে চলেছে সোনা (Gold Price Will Fall)

গত কয়েকদিন ধরে সোনার দাম তীব্র গতিতে বেড়েই চলেছে। এরকম সময়ে লাভবান হচ্ছে সেই সমস্ত ব্যাক্তিরা, যারা আগেই সোনায় বিনিয়োগ করেছিলেন। তবে এখন যারা সোনা কেনার কথা ভাবছেন, তাদের বেশি টাকা গুনতে হবে। যদি আপনি সোনা কেনার কথা ভাবছে তাহলে, এখন না কিনে কিছুদিন অপেক্ষা করতে পারেন। কারণ, বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনে সোনার দমে বড়ো পতন দেখা যেতে পারে। মঙ্গলবার MCX এবং COMEX-এ সোনার দাম কমেছে। আগামী দিনে সোনার দাম ৩০ থেকে ৩৫ শতাংশ কমতে পারে বলে কেডিয়ানমিক্সের প্রতিষ্ঠাতা সুশীল কেডিয়া সিএনবিসি আওয়াজকে জানিয়েছেন। 

এবছর COMEX-এ আউন্স প্রতি ১৮০০ ডলার ছিল সোনার সর্বনিম্ন দাম। তবে ২০২৪ সালের শেষ নাদাগ সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। আউন্স প্রতি ১৬০০ ডলার থেকে ১৪০০ ডলার পর্যন্ত কমতে পারে। সোনার মূল্যের প্রাথমিক পতন এর লক্ষণ ফুটে উঠছে বলে সিএনবিসি আওয়াজকে জানিয়েছেন কেডিয়ানমিক্সের প্রতিষ্ঠাতা সুশীল কেডিয়া। আজ আবার সোনার মূল্যে ব্রেকআউট দৃশ্যমান ছিল, যা দেখে বোঝা যাচ্ছে আগামী দিনে এর দাম কমতে চলেছে। সুশীল কেডিয়ার মতে চলতি বছরের শেষের দিকে সোনার মূল্যে ৩০-৩৫ শতাংশ পতন হতে চলেছে। 

আরও পড়ুন: Gold Purity Test – এই 3 উপায়ে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করুন, সোনা কেনার আগে অবশ্যই দেখুন।

দীর্ঘদিন ধরে লাগাতার সবার দাম বাড়ার পর বর্তমানে COMEX-এ সোনার দাম ১.১২ শতাংশ কমেছে। এখানে বর্তমানে সোনার দাম (Gold Price Today) রয়েছে পাউন্ড প্রতি ২৩৩১.৪০ ডলার। জুন ডেলিভারির জন্য MCX-এ সোনার দাম কমেছে ০.৬৫ শতাংশ। এখানে বর্তমানে সবার দাম রয়েছে প্রতি ১০ গ্রামে ৭১,১৩৬ টাকা। তাহলে আপনি হয়তো ভাবছেন, বর্তমানে ভারতের রাজধানীতে সোনায় দাম (Gold Price Today In India) কতো হতে পারে? বর্তমনে দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৬৬,৬৯০ টাকা এবং একই পরিমাণ ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ৭২,৭৪০ টাকা। 

আরও পড়ুন: Zerodha Gold ETF – সোনায় বিনিয়োগের দারুন সুযোগ, কম দামে কিনে রেখে চড়া দামে বিক্রি করুন।

উপসংহার 

হু হু করে বাড়ছে সোনার দাম। এরকম সময় আপনি যদি সোনা কেনার কথা ভাবছেন তাহলে কিছুদিন অপেক্ষা করে দেখতে পারেন। কেডিয়ানমিক্সের প্রতিষ্ঠাতা সুশীল কেডিয়া বলেছেন এবছরের শেষে দিকে সোনার দাম ৩০ – ৩৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। এবিষয়ে বিস্তারিত তথ্য উপরে প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: Sovereign Gold Bonds – এই সরকারি বন্ডে টাকা ডবল হয় FD-র চেয়ে দ্রুত, অনেকেই এটি জানেনা

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us