শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Fixed Deposit: এখন FD-তেই হবেন মালামাল! এই ৪টি ব্যাংক দিচ্ছে ৯% এরও বেশি সুদ

Updated on:

Fixed Deposit: এখন FD-তেই পাবেন ৯% এরও বেশি সুদ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে সত্যি। ভারতে এমন কিছু স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে যেগুলি সাধারণ ব্যাংকের তুলনায় ফিক্স ডিপোজিট এর উপর অনেক বেশি সুদ অফার করছে। আপনি যদি শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে ঝুঁকি না নিয়েও বেশি রিটার্ন পেতে চান, তাহলে এই সমস্ত ব্যাংকে FD করতে পারেন। আজ আমরা এমনি চারটি Small Finance Bank সম্পর্কে জানব, যেগুলি ফিক্সড ডিপোজিটে ৯% চেয়েও বেশি সুদের হার অফার করছে।

FD-তে ৯% এরও বেশি সুদ 

বর্তমানে অনেকেই ঝুঁকির কথা না ভেবে বেশি রিটার্ন পাওয়ার আশায় ফিক্সড ডিপোজিটের পরিবর্তে শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। কিন্তূ এখনো অনেকেই এরকম আছে যারা ঝুঁকি নিতে পছন্দ করে না। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে ঝুঁকি না নিয়েই FD থেকে ৯% এরও বেশি নিশ্চিত রিটার্ন পেতে পারেন। তবে এরজন্য আপনাকে সাধারণ ব্যাংকের পরিবর্তে স্মল ফাইন্যান্স ব্যাংকে FD করতে হবে। 

যেখানে সাধারণ ব্যাংকগুলো FD-তে ৬.৫০% থেকে ৭.৫০% সুদের হার অফার করে, সেখানে কিছু স্মল ফাইন্যান্স ব্যাংক ৯% এরও বেশি সুদ দিচ্ছে। আজ আমরা একনি ৪টি ব্যাংক সম্পর্কে জানবো। 

১) ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক 

এই ব্যাংক সাধারণ গ্রাহকদের তাদের ১০০১ দিন মেয়াদের স্থায়ী আমানত (FD) পরিকল্পনায় ৯ শতাংশ সুদের হার করছে। এবং একই জায়গায় প্রবীণ নাগরিকদের ৯.৫০ শতাংশ সুদ দিচ্ছে। 

২) সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক 

এই ব্যাংক তাদের ২ বছর ২ দিন মেয়াদের FD-তে সাধারণ গ্রাহকদের ৮.৬০ শতাংশ সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের ৯.১০ শতাংশ সুদের হার অফার করছে। 

আরও পড়ুন » Post Office MIS: পোস্ট অফিসের এই স্কিম থেকে প্রতি মাসে পাবেন ৯,০০০ টাকা! কিভাবে একাউন্ট খুলবেন জানুন।

৩) উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক 

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক তাদের ১০৯৫ দিন এবং ১৫০০ দিন মেয়াদের স্থায়ী আমানত (FD) পরিকল্পনায় সাধারণ গ্রাহকদের ৮.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৯.১০ শতাংশ সুদের হার অফার করছে।

৪) ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক

এই ব্যাংক তাদের ৪৪৪ দিন মেয়াদের FD স্কিমে সাধারণ গ্রাহকদের ৮.৫০ শতাংশ সুদ দিচ্ছে এবং একই জায়গায় প্রবীণ নাগরিকদের ৯ শতাংশ সুদের হার অফার করছে।

আরও পড়ুন » SBI RD: স্টেট ব্যাংকে প্রতিমাসে ৩০০০ টাকা জমা করলে কতো রিটার্ন পাবেন দেখুন।

উপসংহার 

যে সমস্ত ব্যাক্তিরা নিজের অর্থের উপর কোনো প্রকার ঝুঁকি না নিয়ে নিশ্চিত রিটার্ন পেতে বেশি পছন্দ করে, এবার তারাও ৯% এরও বেশি সুদ পেতে পারে। তবে এর জন্য সাধারণ ব্যাংকের বদলে স্মল ফাইন্যান্স ব্যাংকে FD করতে হবে। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক এবং ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক FD-তে আকর্ষণীয় সুদের হার অফার করছে।

এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।