শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Post Office MIS: পোস্ট অফিসের এই স্কিম থেকে প্রতি মাসে পাবেন ৯,০০০ টাকা! কিভাবে একাউন্ট খুলবেন জানুন।

Updated on:

10,000 per Month From Post Office MIS Scheme: পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে যে স্কিমগুলিতে আপনি টাকা রেখে খুব ভালো রিটার্ন পেতে পারেন। এছাড়াও পোস্ট অফিসে ব্যাংকের মতোই মান্থলি ইনকাম স্কিমের সুবিধা রয়েছে। আপনি যদি পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখেন তাহলে আপনি প্রতিমাসে আপনার জমানো টাকা থেকে সুদ পেতে থাকবেন এবং ওই সুদের টাকা আপনি আপনার পোস্ট অফিসের সেভিংস একাউন্টে পেয়ে যাবেন এবং মেয়াদ শেষে আপনি আপনার জমানো টাকা সমস্তটাই ফেরত পাবেন। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme) থেকে কিভাবে আপনি প্রতি মাসে ৯,০০০ টাকা করে পাবেন।

পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিম

ভারত সরকার দ্বারা পরিচালিত পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিমে আপনি যদি এককালীন টাকা জমা করেন তাহলে আপনি প্রতি মাসে মাসে সুদের টাকা পেতে থাকবেন এবং মেয়াদ শেষে আপনার জমা করা টাকাও ফেরত পাবেন। এই স্কিমে একজন সিঙ্গেল ব্যক্তি সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং স্বামী স্ত্রী যৌথভাবে 15 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ জমা করতে পারবেন। এই স্কিমটির মেয়াদ হলো ৫ বছর। অর্থাৎ ৫ বছর প্রতি মাসে মাসেই আপনি সুদের টাকা পাবেন এবং ৫ বছরের শেষে আপনার জমা করা টাকা দিয়ে ফেরত পাবেন। এই স্কিম থেকে আপনি প্রতিবছর ৭.৪ শতাংশ হারে সুদ পাবেন।

কিভাবে এই স্কিম থেকে প্রতি মাসে ৯,০০০ টাকা পাবেন

স্বামী স্ত্রী মিলে যদি পোস্ট অফিসের এই স্কিমে এককালীন ১৫ লক্ষ টাকা জমা করেন তাহলে আপনি প্রতি মাসে ৯,২৫০ টাকা করে পাবেন। ‌‌এটি পুরো ৫ বছর পর্যন্ত প্রত্যেক মাসে টানা পেয়ে যাবেন এবং ৫ বছর পরে আপনি আপনার জমা করা ১৫ লক্ষ টাকাও ফেরত পাবেন। ‌

আরোও পড়ুন: পোস্ট অফিসের NSC স্কিমে ১ লক্ষ টাকা রাখলে ৫ বছর পর কত টাকা রিটার্ন পাবেন, দেখে নিন হিসেব।

এক্ষেত্রে জানিয়ে রাখি আপনার কাছে যদি এত টাকা না থাকে তাহলে আপনি কম টাকাও এই স্কিমে জমা করতে পারবেন। এই স্কিমে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে জমা করতে পারবেন।

Post office mis

কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন

পোস্ট অফিসের এই স্কিমে একাউন্ট ওপেন করার জন্য আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে এরপর এই স্কিমে আবেদন করার ফর্মটি পূরণ করে প্রয়োজনের ডকুমেন্টসহ পোস্ট অফিসে জমা করতে হবে। এই স্কিমে আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলি সঙ্গে রাখতে হবে।

  • পরিচয় পত্র (আইডি প্রুফ) [যেমন:- প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।]
  • প্যান কার্ড
  • পাসপোর্ট সাইজ রঙিন ফটো
  • পোস্ট অফিসের সেভিংস একাউন্ট
  • আবেদন ফর্ম

পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিমে আবেদন করার ফরম ডাউনলোড করুন » Download From

অবশ্যই পড়ুন » Post Office TD: ৫ লক্ষ টাকা হবে ১৫ লক্ষ টাকা! পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে অবশ্যই জানা দরকার

এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।