LIC has come up with 4 more New Plans: লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC ভারতীয় গ্রাহকদের জন্য নিয়ে এলো আরো চারটি নতুন প্ল্যান। সরকারি ভাবে পরিচালিত ভারতের সর্ববৃহৎ এই জীবন বীমা সংস্থাটি দীর্ঘদিন ধরেই গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান পরিচালনা করে। সমাজের বিভিন্ন স্তরের মানুষদের উপযোগী নানা ধরনের বীমা পরিষেবা এলআইসি প্রদান করে থাকে। তাদের সেই বীমা গুলির তালিকায় এবার সংযুক্ত হল নতুন চারটি পরিকল্পনা। এলআইসির নতুন বীমা পলিসি গুলিতে আবার গ্রাহকরা পাঁচ কোটি টাকা পর্যন্ত বীমার সুবিধাও পেতে পারেন। এই চারটি নতুন পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য গুলি জেনে নিন।
LIC-র চালু করা বীমা নতুন পলিসি গুলির নাম
জীবন বীমা নিগমের তরফ থেকে যে চারটি নতুন প্ল্যান চালু করা হয়েছে সেগুলির নাম হলো
- LIC’s Yuva Term
- LIC’s Digi Term
- LIC’s Yuva Credit Life
- LIC’s Digi Credit Life
নতুন পরিকল্পনা লঞ্চের কারণ
LIC-র নতুন Yuva Term পরিকল্পনাটি লঞ্চ হয়েছে শুধুমাত্র অফলাইন এজেন্ট সার্ভিস গ্রহণ করার জন্য। অন্যদিকে Digi Term পাওয়া যাবে শুধুমাত্র অনলাইন ওয়েবসাইট পরিষেবার মাধ্যমে। দেশের সম্প্রদায়ের জন্য মূলত এই পরিকল্পনাবলী চালু করেছে এলআইসি। এছাড়াও বিভিন্ন ঋণের দায় লাঘব করার জন্যও এই বীমা পরিকল্পনাটি বিশেষ গুরুত্বপূর্ণ।
আরোও পড়ুন » LIC Jeevan Shanti Plan: এককালীন টাকা জমা করেই পাবেন ১ লাখ টাকা পেনশন! জেনে নিন LIC এই প্ল্যানের বিস্তারিত।
LIC’s Yuva Term ও LIC’s Digi Term এর বিশেষত্ব
এগুলি নন পার, নন লিঙ্কড, ব্যক্তিগত ও পিওর রিস্ক প্ল্যান। এই পরিকল্পনাগুলোর মাধ্যমে মৃত্যু পরবর্তীকালীন সুবিধাও পাওয়া যায়। এই দুটি প্ল্যানের বিশেষত্ব গুলি হল।
- সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সী ব্যক্তিরা এই পরিকল্পনা গুলি গ্রহণ করতে পারেন।
- এই বীমা পরিকল্পনা ম্যাচিউরিটির সময়সীমা হল সর্বনিম্ন ৩৩ বছর থেকে সর্বোচ্চ ৭৫ বছর পর্যন্ত।
- এই বীমা পরিকল্পনাগুলি থেকে উচ্চ অংকের ডিসকাউন্ট এর সুবিধা পাওয়া যায়।
- মহিলা গ্রাহকদের ক্ষেত্রে প্রিমিয়ামের অংক কিছুটা কম থাকে।
- নিয়মিত এবং লিমিটেড প্রিমিয়াম এর ক্ষেত্রে বীমা গ্রাহকের মৃত্যু হলে বার্ষিক প্রিমিয়ামের সাত গুণ বা মোট প্রিমিয়ামের ১০৫% রিটার্ন পাওয়া যায়। একক প্রিমিয়াম এর ক্ষেত্রে এই পরিমাণটি হয় ১২৫%।
- এই দুটি প্ল্যানে ন্যূনতম বেসিক সাম অ্যাসিওর হল ৫০,০০,০০০ টাকা। কেস টু কেস ভিত্তিতে পাঁচ কোটি টাকার উর্ধ্বে বীমা পরিকল্পনার ক্ষেত্রে বেসিক অ্যাসিওরড বিবেচনা করা হয়।
LIC’s Yuva Credit Life ও LIC’s Digi Credit Life এর বিশেষত্ব
LIC এর যুবা ক্রেডিট লাইফ ও ডিজি ক্রেডিট লাইফ হল একটি নন পার, নন লিঙ্কড, জীবন, ব্যক্তিগত, পিউর ঝুঁকিপূর্ণ পরিকল্পনা। এগুলির বিশেষত্ব গুলি হল।
- পলিসি দুটি গ্রহণ করার সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর।
- সর্বনিম্ন ২৩ বছর বয়স থেকে সর্বোচ্চ ৭৫ বছর বয়স পর্যন্ত এগুলি ম্যাচিওর হয়।
- এই দুই প্ল্যানের ক্ষেত্রে ন্যূনতম বেসিক সাম অ্যাসুরড টাকা ৫০,০০,০০০ টাকা।
- এই দুটি প্ল্যানেও মোটা অঙ্কের ডিসকাউন্ট পাওয়া যায় এবং প্রিমিয়াম এর ক্ষেত্রে মহিলারা কিছুটা ছাড় পান।
অবশ্যই পড়ুন: LIC Jeevan Anand Plan: প্রতিদিন ৪৫ টাকা জমা করে পাবেন ২৫ লক্ষ টাকা! সম্পূর্ণ হিসেব দেখে নিন
এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇