SBI RD 3000 Per Month Scheme: সবার পক্ষে একমুঠো টাকা একসঙ্গে বিনিয়োগ করা সম্ভব নয়। তবে, অনেকেই প্রতিমাসে কিছু টাকা হলেও সঞ্চয় করতে পারে। আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিট (SBI Recurring Deposit) স্কিমে বিনিয়োগ করতে পারেন। এতে আপনি প্রতিমাসে অল্প পরিমাণ টাকা জমা করে একটি বড়ো তাহাবিল তৈরি করতে পারবেন। আপনি যদি State Bank of India এর এই স্কিমে প্রতিমাসে ৩,০০০ টাকা জমা করেন, তাহলে কতো টাকা রিটার্ন পাবেন? এই বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।
স্টেট ব্যাংকে প্রতিমাসে ৩,০০০ টাকা জমা করলে কতো রিটার্ন পাবেন?
State Bank of India এর রেকারিং ডিপোজিট (SBI Recurring Deposit) স্কিমে প্রতিমাসে ৩,০০০ টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাবেন এটি নির্ভর করে বিনিয়োগের মেয়াদের উপর। অর্থাৎ আপনি যতদিন মেয়াদের জন্য বিনিয়োগ করবেন তেমন পরিমাণ রিটার্ন পাবেন। কারণ SBI RD-তে মেয়াদ অনুযায়ী সুদের হার আলাদা।
SBI Recurring Deposit স্কিমের মেয়াদ অনুযায়ী সুদের হার নিম্নরূপ:
মেয়াদ | সুদের হার (সাধারণ গ্রাহক) | সুদের হার (প্রবীণ নাগরিক) |
---|---|---|
১ বছর থেকে ১ বছর ৩৬৪ দিন | ৬.৮০% | ৭.৩০% |
২ বছর থেকে ২ বছর ৩৬৪ দিন | ৭.০০% | ৭.৫০% |
৩ বছর থেকে ৪ বছর ৩৬৪ দিন | ৬.৫০% | ৭.০০% |
৫ বছর থেকে ১০ বছর | ৬.৫০% | ৭.০০% |
SBI Recurring Deposit এর এই বর্তমান সুদের হার অনুযায়ী আপনি ১ বছর থেকে ১০ বছর পর্যন্ত প্রতিমাসে ৩০০০ টাকা জমা করলে কতো রিটার্ন পাবেন, তা SBI Recurring Deposit Calculator অনুযায়ী নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
১ বছরে কতো টাকা রিটার্ন পাবেন?
SBI Recurring Deposit (SBI RD) স্কিমে ১ বছরের জন্য একজন সাধারণ গ্রাহক যদি প্রতি মাসে ৩,০০০ টাকা জমা করেন, তাহলে তিনি ৬.৮০ সুতাংশ সুদের হার অনুযায়ী মোট ৩৭,৩৪৫ টাকা রিটার্ন পাবেন। যেখানে তার জমা করা টাকার পরিমাণ হবে ৩৬,০০০ টাকা এবং প্রাপ্ত সুদের পরিমাণ হবে ১,৩৪৫ টাকা। একই ক্ষেত্রে একজন প্রবীণ নাগরিক ৭.৩০ শতাংশ সুদের হার অনুযায়ী মোট ৩৭,৪৪৫ টাকা রিটার্ন পাবেন। যেখানে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে ১,৪৪৫ টাকা।
২ বছরে কতো টাকা রিটার্ন পাবেন?
SBI Recurring Deposit Calculator অনুযায়ী ২ বছরের জন্য একজন সাধারণ গ্রাহক প্রতিমাসে ৩,০০০ টাকা জমা করলে ৭ শতাংশ সুদের হারে মোট ৭৭,৪৬০ টাকা রিটার্ন পাবেন। যেখানে তার জমাকরা টাকার পরিমাণ হবে ৭২,০০০ টাকা এবং প্রাপ্ত সুদের পরিমাণ হবে ৫,৪৬০ টাকা। আবার, একজন প্রবীণ নাগরিক একই জায়গায় ৭.৫০ শতাংশ সুদের হার অনুযায়ী ৭৭.৮৬৬ টাকা রিটার্ন পাবেন। যেখানে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে ৫,৮৬৬ টাকা।
৩ বছরে কতো টাকা রিটার্ন পাবেন?
একজন সাধারণ গ্রাহক যদি স্টেট ব্যাঙ্কের RD-তে ৩ বছরের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা জমা করেন, তাহলে তিনি ৬.৫০ সুতাংশ সুদের হার অনুযায়ী মোট ১,১৯,৪৭৩ টাকা রিটার্ন পাবেন। যেখানে তার জমা করা টাকার পরিমাণ হবে ১,০৮,০০০ টাকা এবং প্রাপ্ত সুদের পরিমাণ হবে ১১,৪৭৩ টাকা। একই ক্ষেত্রে একজন প্রবীণ নাগরিক ৭ শতাংশ সুদের হার অনুযায়ী মোট ১,২০,৪১৩ টাকা রিটার্ন পাবেন। যেখানে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে ১২,৪১৩ টাকা।
৪ বছরে কতো টাকা রিটার্ন পাবেন?
৪ বছরের জন্য SBI RD-তে একজন সাধারণ গ্রাহক প্রতিমাসে ৩,০০০ টাকা জমা করলে ৬.৫০ শতাংশ সুদের হার অনুসারে মোট ১.৬৪,৭১৬ টাকা রিটার্ন পাবেন। যেখানে তার জমাকরা টাকার পরিমাণ হবে ১,৪৪,০০০ টাকা এবং প্রাপ্ত সুদের পরিমাণ হবে ২০,৭১৬ টাকা। আবার একজন প্রবীণ নাগরিক একই জায়গায় ৭ শতাংশ সুদের হার অনুযায়ী ১,৬৬,৪৫৩ টাকা রিটার্ন পাবেন। যেখানে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে ২২,৪৫৩ টাকা।
৫ বছরে কতো টাকা রিটার্ন পাবেন?
একজন সাধারণ গ্রাহক যদি স্টেট ব্যাঙ্কের RD-তে ৫ বছরের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা জমা করে তাহলে তিনি ৬.৫০ সুতাংশ সুদের হার অনুযায়ী মোট ২,১২,৯৭২ টাকা রিটার্ন পাবেন। যেখানে তার জমা করা টাকার পরিমাণ হবে ১,৮০,০০০ টাকা এবং প্রাপ্ত সুদের পরিমাণ হবে ৩২,৯৭২ টাকা। একই ক্ষেত্রে একজন প্রবীণ নাগরিক ৭ শতাংশ সুদের হার অনুযায়ী মোট ২,১৫,৮০০ টাকা রিটার্ন পাবেন। যেখানে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে ৩৫,৮০০ টাকা।
অবশ্যই পড়ুন » SBI RD: স্টেট ব্যাংকে মাসে ৫০০০ টাকার RD করলে ৫ বছরে কতো রিটার্ন পাবেন দেখুন
১০ বছরে কতো টাকা রিটার্ন পাবেন?
আবার যদি ১০ বছরের জন্য SBI RD-তে একজন সাধারণ গ্রাহক প্রতিমাসে ৩,০০০ টাকা জমা করেন, তাহলে তিনি ৬.৫০ শতাংশ সুদের হার অনুসারে মোট ৫,০৬,৯৬৬ টাকা রিটার্ন পাবেন। যেখানে তার জমাকরা টাকার পরিমাণ হবে ৩,৬০,০০০ টাকা এবং প্রাপ্ত সুদের পরিমাণ হবে ১,৪৬,৯৬৬ টাকা। আবার একজন প্রবীণ নাগরিক একই জায়গায় ৭ শতাংশ সুদের হার অনুযায়ী ৫,২১,১০৯ টাকা রিটার্ন পাবেন। যেখানে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে ১,৬১,১০৯ টাকা।
প্রতিমাসে অল্প কিছু টাকা বিনিয়োগ করে একমুঠো টাকা একসঙ্গে পেতে চাইলে ভারতের সর্ববৃহৎ সরকারি খাতের ব্যাংক State Bank of India এর রেকারিং ডিপোজিট (RD) স্কিমে বিনিয়োগ করতে পারেন। এতে প্রতিমাসে ৩,০০০ টাকা জমা করলে কতো রিটার্ন পাবেন, তা উপরে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন » Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে টাকা ডবল হবার গ্যারান্টি দেয় সরকার, ৫ লক্ষ টাকা হবে ১০ লক্ষ
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇