শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Jio নিয়ে এসেছে সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান, মাত্র ২ টাকা লাগবে খরচ

Updated on:

Cheapest Jio Recharge Plan: জিও সবচেয়ে সস্তায় রিচার্জ প্ল্যান এর জন্য দেশ জুড়ে এত বিখ্যাত। কিন্তূ কিছুদিন ধরে জিও কোম্পানিও তাদের রিচার্জ এর মূল্য বাড়িয়েই চলেছে। এরকম সময় আমরা আজকে Jio-এর এমন একটি সস্তার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানব যাতে আপনারা ৩৩৬ দিনের বৈধতা পাবেন এবং আপনাদের প্রতিদিনের রিচার্জ খরচ পড়বে মাত্র ২ টাকা। আপনিও যদি এই সস্তার প্ল্যান দিয়ে রিচার্জ করে খরচ কমাতে চান, তাহলে সম্পূর্ন নিবন্ধটি পড়ুন। 

Jio নিয়ে এসেছে সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান (Cheapest Jio Recharge Plan)

আপনি যদি মোবাইল রিচার্জ খরচ কমাতে চান তাহলে Jio-এর ৮৯৫ টাকার প্ল্যান দিয়ে রিচার্জ করতে পারেন। এটি জিওর একটি সস্তা রিচার্জ প্ল্যান, এতে ৩৩৬ দিনের বৈধতা পাবেন। মাসে মাসে রিচার্জ করার তুলনায় এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে অনেকটা সস্তা হবে (Cheapest Jio Recharge Plan), প্রতিমাসে প্রায় ৭৫ টাকারও কম রিচার্জ খরচ হবে। 

অনেকদিনের বৈধতা থাকায় আপনি প্রতিমসে রিচার্জ করার ঝামেলা থেকে মুক্ত হবেন। আপনি এতে মোট ২৪ জিবি ডাটা পাবেন যা, প্রতি ২৮ দিন অন্তর ২ জিবি হাই স্পীড ডেটা ব্যাবহার করতে পারবেন। প্রতি ২৮ দিনের জন্য ৫০টি এসএমএস এর সুবিধা পাবেন। এছাড়াও জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সদস্যতা উপভোগ করতে পারবেন। 

আরও পড়ুন: Jio গ্রাহকদের রিচার্জ খরচ কমবে, মাত্র ৮১ টাকায় ১ মাস আনলিমিটেড কলিং এবং ২৪ জিবি ডাটা।

মাত্র ২ টাকা লাগবে খরচ 

আপনি যদি ২৬৯ টাকার ২৮ দিন বৈধতার প্ল্যান রিচার্জ করেন তাহলে প্রতিদিন আপনার রিচার্জ খরচ পড়ে প্রায় ৯.৬০ টাকা। কিন্তূ আপনি যদি দীর্ঘ মেয়াদের জন্য রিচার্জ করেন তাহলে দৈনিক খরচ অনেক কম হবে। যেমন Jio-এর এই ৮৯৫ টাকার প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনার দৈনিক মাত্র ২ টাকা লাগবে খরচ। এই প্লেনে ৩৩৬ দিনের বৈধতা পাবেন, যেখানে আপনার প্রতিদিন রিচার্জ খরচ পড়বে প্রায় ২.৬৬ টাকা মাত্র। টাকা বাঁচতে চাইলে আপনি এই রিচার্জ প্ল্যান (Cheapest Jio Recharge Plan) ব্যাবহার করতে পারেন। 

আপনি যদি Jio-এর ২৮ দিন বৈধতার প্ল্যান রিচার্জ করেন তাহলে ১২ বার রিচার্জ করলে ৩৩৬ দিনের বৈধতা পাবেন। ৩০ দিন বৈধতার প্ল্যান দিয়ে রিচার্জ করলেও ১১ টি সাইকেল হবে। এরপর আপনি তুলনা করে দেখতে পারেন যে Jio-র ৮৯৫ টাকার প্লেনে কতটা খরচ বাঁচানো যাবে। 

আরও পড়ুন: Jio গ্রাহকদের মাথায় হাত! জিও বন্ধ করলো এই সস্তার রিচার্জ প্ল্যান।

উপসংহার 

Jio-এর ৮৯৫ টাকার প্ল্যান দিয়ে রিচার্জ করে আপনি দৈনিক রিচার্জ খরচ অনেক কম করতে পারবেন। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনার দৈনিক রিচার্জ খরচ পড়বে প্রায় ২ টাকা। কারণ এই প্লেনে আপনি ৩৩৬ দিনের বৈধতা পাবেন। কিন্তূ আপনি এতে ইন্টারনেট ব্যাবহার করার জন্য ডেটা অনেক কম পাবেন।

আরও পড়ুন: Cheapest Recharge Plan : এই সস্তার রিচার্জ প্ল্যানে মিলবে ৯০ দিন ফ্রী কলিং ও আনলিমিটেড ডাটা।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।