শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

কেন্দ্রের এই নতুন স্কিমে প্রত্যেকদিন মাত্র ২ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা পেনশন

Updated on:

Central New Pension Scheme: কেন্দ্র সরকার অসংগঠিত শ্রমিক অর্থাৎ নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য অবসর জীবনে পেনশনের সুবিধা প্রদান করে। কেন্দ্র সরকার অসংগঠিত শ্রমিকদের পেনশনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা প্রকল্প চালু করেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পে এখনো পর্যন্ত ৪৫ লক্ষেরও বেশি মানুষ সুবিধা নিয়েছে। সকল ভারতীয়রা যাদের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্য তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। কোন ব্যক্তির এই স্কিম করা থাকলে ওই ব্যক্তি ৬০ বছরের পর থেকে আজীবন অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবে। এই প্রকল্পের একটি বিশেষ বৈশিষ্ট্য হল জন ধন অ্যাকাউন্টধারীরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারে।

কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে

এই প্রকল্পের সুবিধা অসংগঠিত শ্রেণীর শ্রমিকরা নিতে পারবে। যে সমস্ত শ্রেণীর শ্রমিকেরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে সেই সকল শ্রমিকদের নিম্নে তালিকা দেওয়া রয়েছে।

১)গৃহকর্মী
২)মিড ডে মিল কর্মী
৩)ইট ভাটার শ্রমিক
৪)মুচি
৫)আবর্জনা বাছাইকারী
৬)ধোপা
৭)রিকশা চালক
৮)হেড লেডার
৯)ভূমিহীন শ্রমিক
১০)রাস্তার বিক্রেতা
১১)বিড়ি শ্রমিক
১২)কৃষি শ্রমিক
১৩)তাঁত শ্রমিক
১৪)নির্মাণ শ্রমিক
১৫)চামড়া শ্রমিক

এছাড়াও এই প্রকল্পের সুবিধা সেই সকল কর্মীদের দেওয়া হয় যাদের মাসিক বেতন ১৫ হাজার টাকার নিচে।

প্রকল্পের সুবিধা

এই স্কিমের আওতায় ৬০ বছরের পর আজীবন অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত প্রতিমাসের ৩,০০০ টাকা করে অর্থাৎ বছরে ৩৬,০০০ টাকা করে পেনশনের পাবে। এই প্রকল্পের সুবিধা EPFO, NPS বা ESIC এর সদস্যরা পাবে না।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা স্কিমের পদ্ধতি

  • কোন ব্যক্তির বয়স যদি ১৮ বছর হয় তাহলে ৬০ বছর বয়স পর্যন্ত প্রত্যেক মাসে ৫৫ টাকা করে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় জমা করতে হবে।
  • ব্যক্তির বয়স যদি ২৯ বছর হয় তাহলে এই স্কিমে পেনশনের সুবিধা পেতে হলে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১০০ টাকা করে এই স্কিমে জমা করতে হবে।
  • যদি ব্যক্তির বয়স ৪০ বছর হয় তাহলে এই স্কিনে পেনশন এর সুবিধা পেতে হলে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ওই ব্যক্তিকে ২০০ টাকা করে এই স্কিমে জমা করতে হবে।

↗️আরও পড়ুন » প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন কিভাবে পাওয়া যাবে দেখুন

এই স্কিমে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র

এই স্কিমে আবেদন করার জন্য শুধুমাত্র দুটি ডকুমেন্টের প্রয়োজন।

  • ব্যক্তির নিজস্ব আধার কার্ড।
  • ব্যক্তির ব্যাংকের পাসবুক।

আপনার যদি জন ধন একাউন্ট থাকে তাহলেও আপনি এই স্কিমে যোগদান করতে পারবেন।

↗️আরোও পড়ুন» চাকরি না করেও মাসে ৭৬ হাজার টাকা পেনশন কিভাবে পাবেন? জেনেনিন সম্পূর্ণ তথ্য

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
google নিউজে ফলো করেনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

7 thoughts on “কেন্দ্রের এই নতুন স্কিমে প্রত্যেকদিন মাত্র ২ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা পেনশন”

  1. Can a person be eligible to start this scheme, who is working in a CA firm with scanty salary (Rs8500) PM, having No NPS,no EPF or Medical policy

  2. Shram jogi mandhan pension account please I want to my statement of account since opening day’s to till date

Comments are closed.