নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার সময় ভারতে সরকারি ব্যাংকের সংখ্যা ছিল ২৭ টি, কিন্তু এই সংখ্যা বেশি দিন স্থায়ী হয়নি ২০১৭ সালে থেকে ব্যাংকগুলি পরস্পরের সঙ্গে সংযুক্তিকরণের ফলে শেষ পর্যন্ত ১২ টি সরকারি ব্যাংকে এসে দাঁড়িয়েছিল। বর্তমানে ভারতে সরকারি ব্যাংকের সংখ্যা ১২ টি। কিন্তু অর্থমন্ত্রক সূত্রে খবর কেন্দ্র সরকার ১২ টি ব্যাংককে আবারো বিক্রির পথে রয়েছে। সরকারি ব্যাংকগুলি বিক্রি করার জন্য কেন্দ্র সরকার ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে। কিন্তু সরকার কেন ব্যাংকগুলি বিক্রি করতে চাইছেন? তা জানলে আপনি অবাক হবেন। কোন সরকারি ব্যাংক গুলি বিক্রি করতে চাইছেন কেন্দ্র? এবং কোন ব্যাংক গুলি শেষ পর্যন্ত টিকে থাকবে? এছাড়াও কেন্দ্র সরকারের ব্যাংক বিক্রির সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
কেন ব্যাংক বিক্রি করতে চাইছেন কেন্দ্র সরকার
কেন্দ্র সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশের সরকারি ব্যাংকগুলি বেসরকারিকরনের মাধ্যমে দেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নতি করতে চাই। কেন্দ্র সরকার এবং আরবিআই এর মতে দেশে ব্যাংকিং ব্যবস্থা উন্নতি করার একমাত্র উপায় হল সরকারি ব্যাংক বেসরকারিকরণ। কেন্দ্র সরকার ২০২১ সালে সরকারি ব্যাংক বিক্রি করে মুনাফা করেছিল ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা। তাই কেন্দ্র সরকার আবারও সরকারি ব্যাংক বিক্রি করে দেশের ব্যাংকিং এবং অর্থনৈতিক ব্যবস্থা দুটিকে উন্নত করতে চাইছেন। সরকারি ব্যাংক বেসরকারিকরণের প্রক্রিয়া ২০২৪ সালের লোকসভা ভোটের আগে পর্যন্ত নাও হতে পারে কারণ এখনো পর্যন্ত ব্যাংক বেসরকারিকরণের বিল পাস হয়নি।
অবশ্যই পড়ুন » ব্যাংক ডুবে গেলে বা বন্ধ হয়ে গেলে আপনার টাকার কি হবে? আপনি কি আপনার টাকা ফিরে পাবেন জেনেনিন বিস্তারিত
কোন ব্যাংক গুলি বিক্রি করা হবে
বর্তমানে ভারতে ভারতে মোট ১২ টি সরকারি ব্যাংক রয়েছে তার মধ্যে কেন্দ্র সরকার ৮ টি ব্যাংকে বিক্রি করতে চাইছেন। কোন ব্যাংকগুলিকে বিক্রি করতে চাইছেন সেই তালিকাটি দেখেনিন-
- ব্যাঙ্ক অফ বারোডা (Bank of Baroda)
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra)
- সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India)
- ইউকো ব্যাংক (UCO Bank)
- পাঞ্জাব এন্ড সিন্দ ব্যাংক (Punjab and Sind Bank)
- ইন্ডিয়ান অবজারভ ব্যাংক (Indian Overseas Bank)
- কানাড়া ব্যাংক (Canara Bank)
- ইউনিয়ন ব্যাংক (Union Bank of India)
আরোও পড়ুন » Post Office VS SBI FD: ব্যাংক না পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে কোথায় টাকা রাখলে বেশি লাভবান হবেন
কোন ব্যাংকগুলি শেষপর্যন্ত টিকে থাকবে
কেন্দ্র সরকার ১২টি সরকারি ব্যাংকের মধ্যে ৮টি বিক্রির কথা জানিয়েছেন ফলে আর মাত্র চারটি ব্যাংক সরকারি ব্যাংক হিসেবে স্বীকৃত থাকবে।
- স্টেট ব্যাংক (State Bank of India)
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank)
- ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিল বিভাগের সদস্য সঞ্জীব সান্যাল জানিয়েছেন এই চারটি ব্যাংক শেষ পর্যন্ত টিকে থাকবে এবং এই ৪ টি ব্যাংক দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇