শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Budget 2024: দাম কমবে মোবাইল, ইলেকট্রনিক্স দ্রব্যে ও ঔষধের! দাম বাড়বে প্লাস্টিক জাতীয় দ্রব্যের।

Updated on:


Budget 2024 Prices of Daily Necessities: ভারতের কেন্দ্রীয় অর্থনৈতিক ব্যবস্থা অনুসারে প্রতিটি নতুন অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাজেট ঘোষণা করা হয়। তবে এবার নতুন অর্থবছর শুরু হওয়ার সময় এই নিয়মের কিছুটা ব্যতিক্রম হয়েছে। এপ্রিল মাস থেকেই শুরু হয়েছিল লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব নয় বলেই কেন্দ্রের তরফ থেকে ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল। তবে এবার লোকসভা নির্বাচনের পর্ব মিটিয়ে কেন্দ্রে গঠিত হয়েছে নতুন সরকার। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে সফল গ্রহণ করার পর নরেন্দ্র মোদির অধিনায়কত্বে গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা। নতুন সরকারের তরফ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবার বাজেট ঘোষণা করলেন।

প্রতিবার বাজেট ঘোষণার সময় সাধারণ মানুষের নজর থাকে নিত্যনৈমিত্তিক পণ্যের দামের দিকে। এবারেও তার অন্যথা হয়নি। তবে কেন্দ্রীয় বাজেট ঘোষণা করে এবার বিশেষ চমক দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন তিনি। আবার কোনও কোনও পণ্যে পুরোপুরি করছাড়ও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। অন্যদিকে আবার কয়েকটি পণ্যের উপর আমদানি শুল্ক বা করের হার বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন পণ্যের দামের ক্ষেত্রে কি কি পরিবর্তন এলো, কোন পণ্যের দাম গুলি কমলো এবং কোন গুলি বৃদ্ধি পেল সেই তালিকাটি দেখে নিন।

কেন্দ্রীয় বাজেটে কোন কোন জিনিসের দাম কমানো হলো?

অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় বেশ কয়েকটি পণ্যের দাম কমানোর কথা জানিয়েছেন। যে যে জিনিস হলে দাম এবার বাজেটে কমানো হয়েছে সেগুলি হল – মোবাইল চার্জার, ক্যানসারের ৩ টি ওষুধ, এক্স রে মেশিন, সোনা, রূপা, প্ল্যাটিনাম, চর্মজাত পণ্য, ২৫টি খনিজ পদার্থ, বৈদ্যুতিন সামগ্রী
সামুদ্রিক খাবার ইত্যাদি।

বিস্তারিত পড়ুন » Gold And Silver Price: সোনা ও রূপো এখন সস্তায় কিনতে পারবেন! বাজেটে বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর

কেন্দ্রীয় বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ানো হলো?

কেন্দ্রীয় বাজেটে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিসের দাম কম হলেও, বেশ কিছু পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। সেগুলি হল- প্লাস্টিক, পিভিসি ফ্লেক্স, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি।

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের বাজেটের সবথেকে উল্লেখযোগ্য চমক ছিল সোনা ও রূপার গয়নার দাম কমানো। বিশেষজ্ঞরা মনে করছেন আগে মানুষের মধ্যে সোনা ও রূপাতে বিনিয়োগের প্রতি আকর্ষণ দেখা গেলেও, বর্তমানে এই দুই ধাতুর ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে সেই বিনিয়োগ থেকে মুখ ফেরাচ্ছেন সাধারণ মানুষ। আবার সোনা ও রূপার প্রতি সাধারণ মানুষের আকর্ষণ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই সঙ্গে ক্যান্সারের ৩ টি ওষুধ, মোবাইল, চার্জার এবং ইলেকট্রনিক্স সামগ্রীর দাম কমায় দেশের জনগণ অত্যন্ত উপকৃত হবেন। তবে আগের বার বাজেটে জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করা হলেও এবারের বাজেটে সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। আবার প্লাস্টিক জাতীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন সাধারণ জনগণ।

অবশ্যই পড়ুন » বেকার যুবক-যুবতীদের কর্মজীবনের দিশা দেখাচ্ছে ৩ টি কেন্দ্র সরকারের স্কিম! কি কি সুবিধা পাবেন দেখে নিন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।