শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

বন্ধ ব্যাংক একাউন্ট চালু করার দরখাস্ত বাংলায়, বন্ধ একাউন্ট চালু করার আবেদন পত্র | ব্যাংক একাউন্ট চালু করার আবেদন

Updated on:

Bank account reopen application in bengali: আপনারা কি ব্যাংকে একাউন্ট রয়েছে? এবং অনেকদিন লেনদেন না হওয়ার কারণে একাউন্টে বন্ধ হয়ে গিয়েছে? এরপর আপনি যদি আপনার বন্ধু অ্যাকাউন্ট চালু করতে চান তাহলে কিভাবে দরখাস্ত লিখবেন তা আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে দেখানো হয়েছে বন্ধ ব্যাংক একাউন্ট চালু করার দরখাস্ত বাংলায়, বন্ধ একাউন্ট চালু করার আবেদন পত্র ও ব্যাংক একাউন্ট চালু করার আবেদন।

বন্ধ ব্যাংক একাউন্ট চালু করার দরখাস্ত বাংলায়

এবার দেখে নেওয়া যাক আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে ব্যাংক ম্যানেজারকে আপনি কিভাবে দরখাস্ত লিখবেন।

To,
The Branch Manager
(আপনার ব্যাংকের নাম)
(আপনার ব্রাঞ্চের ঠিকানা)

বিষয়ঃ- ব্যাংক একাউন্ট সক্রিয় করার জন্য আবেদন

মহাশয়/মহাশয়া*,
আমি (নিজের নাম লিখুন না)। আপনার ব্রাঞ্চে আমার একটি *সেভিংস/ কারেন্ট একাউন্ট রয়েছে। আমার একাউন্ট নং:- (আপনার একাউন্ট নাম্বার লিখুন)। বিগত ১ বছর বা তার বেশি সময় ধরে আমার এই একাউন্টে কোন লেনদেন করা হয়নি আমার অসুস্থতার কারনে, সেই জন্য আমার একাউন্ট বন্ধ হয়ে গিয়েছে।

এতএব মহাশয়/মহাশয়া আপনি আমার আবেদনটি গ্রহন করে যত দ্রুত সম্ভব আমার একাউন্টটি সক্রিয় করে বাধিত করুন যাতে আমি নিয়মিত টাকা লেনদেন করতে পারি।

ফোন নং:- (আপনার ফোন নম্বর)। ধন্যবাদান্তে,
(নিজের সই)

*** (১) আপনার ব্রাঞ্চের ম্যানেজার যদি একজন পুরুষ হয় তাহলে প্রথমে মহাশয় লিখবেন এবং যদি মহিলা হয় তাহলে প্রথমে মহাশয়া লিখবেন। (২) এরপর আপনার একাউন্টের ধরন যদি সেভিংস হয় তাহলে সেভিংস একাউন্ট লিখবেন এবং যদি কারেন্ট একাউন্ট হয় তাহলে কারেন্ট অ্যাকাউন্ট বলে উল্লেখ করতে হবে। (৩) আপনার যদি অসুস্থতা ছাড়া অন্য কোনো কারণবশত লেনদেন বন্ধ থাকে বা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে সেটি উল্লেখ করুন।

আরোও পড়ুন » Safest Bank: ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাংক, যেখানে টাকা রাখলে চিন্তা নেই- স্পষ্ট জানালো আরবিআই।

এবার নিচে একটি উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে আপনি দরখাস্তটি লিখবেন তাই অবশ্যই নিজের উদাহরণটি দেখে নিন।

Bank account reopen application in bengali

বন্ধ একাউন্ট চালু করার আবেদন পত্র ডাউনলোড করুন (PDF)

আপনাদের সুবিধার্থে বন্ধ ব্যাংক একাউন্ট কিভাবে চালু করবেন এ নিয়ে একটি আবেদন পত্র সম্পূর্ণ স্ট্রাকচার সহ পিডিএফ আকারে দেওয়া রয়েছে সেখানে আপনি আপনার ব্যাংকের নাম, আপনার নাম ও সমস্ত কিছু ডিটেলস পূরণ করে ব্যাংকে গিয়ে জমা করতে পারেন। ব্যাংক একাউন্ট চালু করার আবেদন পত্র ডাউনলোড করুন » Download PDF

অবশ্যই পড়ুন » একটি মোবাইল নাম্বার একাধিক ব্যাংক একাউন্টে সংযুক্ত রয়েছে, সাবধান!

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।