আজ আমরা কথা বলবো বন্ধ হয়ে যাওয়া ব্যাংক একাউন্ট নিয়ে। আজকের সময়ে দাঁড়িয়ে কম বেশি অনেক মানুষেরই একাধিক ব্যাংক একাউন্ট রয়েছে। যেগুলি বিভিন্ন কারণে খোলা হয়েছে। এমন পরিস্থিতিতে সব একাউন্ট সমান ভাবে চালিয়ে যাওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। যে কারণে দীর্ঘ সময় লেনদেন না হওয়ার কারণে একাউন্টগুলি নিক্রিয় করে দেওয়া হয়।
ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে গেলে কি করণীয়?
আপনার ব্যাংক একাউন্টটিও কি দীর্ঘদিন লেনদেন না হওয়াত কারণে নিষ্ক্রিয় হয়েছে। বলি যে এই ধরণের নিক্রিয় হয়ে যাওয়া ব্যাংক একাউন্টগুলিকে Dormant একাউন্ট বলা হয়। আসলে যে সমস্ত ব্যাংক একাউন্টগুলিতে দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে লেনদেন করা হয় না, সেই সমস্ত একাউন্টগুলি Dormant একাউন্ট হিসাবে চিহ্নিত করা হয়।
ব্যাংক একাউন্ট বন্ধ হওয়ার কারণ
শুধু তাই নয় ব্যাংক একাউন্টে ব্যালেন্স যদি নির্দিষ্ট সীমার নীচে থাকে কিংবা গ্রাহক মারা যাবার পর একাউন্ট চালনা না করা হলে সেই একাউন্ট Dormant একাউন্ট হিসাবে বিবেচিত হয়। এছাড়া কোনো ব্যাংক একাউন্টে KYC আপডেট না করা হলেও ব্যাংক একাউন্ট বন্ধ করা দেওয়া হয়। মনে রাখবেন, ব্যাঙ্কের একাউন্টে জমা সুদ ও ব্যাঙ্কের পক্ষে নেওয়া চার্জ আর্থিক লেনদেনের মধ্যে পড়ে না। এছাড়াও আপনি যদি টানা ১৮ মাস বা ২ বছর লেনদেন না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এই সীমা ব্যাংক এর উপর নির্ভর করে কোন কোন ব্যাংকের ক্ষেত্রে এই সময় ১ বছর আবার কোন কোন ব্যাংকের ক্ষেত্রে এই সময় ২ বছর।
অবশ্যই পড়ুন » Safest Bank: ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাংক, যেখানে টাকা রাখলে চিন্তা নেই- স্পষ্ট জানালো আরবিআই।
একাউন্ট নিষ্ক্রিয় করার আগে গ্রাহকদের জানাবে ব্যাংক
ব্যাংক একাউন্ট নিষ্ক্রিয় করার আগে ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকের ইমেইল বা মেসেজ পাঠানো হবে। প্রথমে ব্যাংক কর্তৃপক্ষ এক বার্ষিক ভাবে ব্যাঙ্কের একাউন্ট পর্যালোচনা করে দেখবে। যদি একাউন্টে লেনদেন না হয় সে ক্ষেত্রে গ্রাহককে মেসেজ করে একাউন্ট সক্রিয় রাখার কথা বলা হবে। দ্বিতীয় বছরে গিয়েও যদি কোনো গ্রাহক ব্যাংক একাউন্ট সক্রিয় না করে, তাহলে সেই নিক্রিয় করে দেওয়া হবে।
বন্ধ হওয়া ব্যাংক একাউন্ট চালু করবেন কীভাবে?
আপনার একাউন্টও যদি নিক্রিয় হয়ে যায়, সেটিকে সক্রিয় করার জন্য আপনার ব্যাংক পাশবুক সহ একটি আবেদনপত্র ব্যাংকে জমা দিতে হবে। একাউন্ট নিষ্ক্রিয় থেকে সক্রিয় করার আবেদন করতে হবে। বন্ধ হয়ে যাওয়া ব্যাংক একাউন্ট চালু করতে গেলে দুটি কালার পাসপোর্ট সাইজের ছবি, পরিচয়পত্র ও ঠিকানার প্রমান লাগবে।
অবশ্যই পড়ুন » বন্ধ ব্যাংক একাউন্ট চালু করার দরখাস্ত বাংলায়, বন্ধ একাউন্ট চালু করার আবেদন পত্র
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇