Ayodhya Ram Mandir Construction Cost: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা আগামী ২২শে জানুয়ারি অযোধ্যায় প্রভু শ্রী রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ঐদিন পুরো দেশজুড়ে দীপাবলি পালনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন উপস্থিত থাকবেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিসমূহ। IIT এর প্রযুক্তগত সহায়তায় এবং Larsen & Toubro ও Tata Consulting Engineers নকশায় করা হচ্ছে অযোধ্যার রাম মন্দির। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে, অযোধ্যার রাম মন্দিরের নির্মাণের জন্য কত টাকা খরচ হয়েছে?
অযোধ্যার রাম মন্দির নির্মাণ খরচ (Ayodhya Ram Mandir Construction Cost)
সরকার জানিয়েছেন অযোধ্যার রাম মন্দির নির্মাণ কার্যের জন্য আনুমানিক ১৮০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। টাকা বিগত ৪ বছর আগে অর্থাৎ 2020 সালে কেন্দ্র সরকার প্রভু শ্রী রামের জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ঘোষণা করেন এই ট্রাস্ট পরবর্তীকালে অযোধ্যায় রাম মন্দির নির্মাণকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে ট্রাস্ট গঠনের পর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রাস্ট ৩,৫০০ কোটি টাকারও বেশি ডোনেশন পায়। এই ট্রাস্টের সভাপতি চম্পত রাই কয়েকদিন আগে জানিয়েছিলেন ৫ই ফেব্রুয়ারি ২০২০ থেকে ২৩ শে মার্চ,২০২৩ পর্যন্ত রাম মন্দির নির্মাণকার্যে ৯০০ কোটি টাকা ব্যয় হয়েছে। সেই সময় তিনি জানিয়েছিলেন যে ট্রাস্টের তহবিলে এখনো পর্যন্ত ৩,০০০ কোটি টাকা রয়েছে।
অযোধ্যার রাম মন্দির এখনো পর্যন্ত সম্পূর্ণ তৈরি হয়নি। ২০২৪ সালের ডিসেম্বরের শেষ নাগাদ মন্দিরের প্রথম ও দ্বিতীয় তলার নির্মাণ কার্য সম্পন্ন হবে এবং ২০২৫ এর শেষ নাগাদ মন্ত্রীর সমস্ত কথা এর কার্য সম্পন্ন করার কথা জানানো হয়েছে।
মিস করবেন না » বিনামূল্যে রাম মন্দিরের প্রসাদ পেতে অনলাইনে অর্ডার করুন, সরকার চালু করল নতুন ওয়েবসাইট।
অযোধ্যা রাম মন্দিরে বিভিন্ন জায়গা থেকে আসছে উপহার
অযোধ্যায় প্রভু শ্রী রামের মন্দিরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপহার পাঠানো হচ্ছে। কি কি উপায় আছে রাম মন্দিরে জেনেনিন।
- ১০৮ ফুটের লম্বা ধুপকাঠি।
- ২১০০ পাউন্ডের বিরাট একটি ঘন্টা।
- ১১০০ পাউন্ডের বিরাট একটি বাতি। তার সঙ্গে সোনার একটি স্ট্যান্ড।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇
Comments are closed.