শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Axis Bank FD Interest Rate 2024: অ্যাক্সিস ব্যাংক ফিক্সড ডিপোজিট স্কিম! পাবেন সর্বাধিক সুদ।

Updated on:

Axis Bank Fixed Deposit Interest Rate 2024: আপনি যদি টাকা দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে সবচেয়ে নিরাপদ হল ব্যাংকের ফিক্সড ডিপোজিট। আর যদি ব্যাংক ফিক্সড ডিপোজিটে ভালো সুদ দিয়ে থাকে তাহলে তো সোনাই সোহাগা। এক্ষেত্রে এক্সিস ব্যাঙ্ক তার গ্রাহকদের সর্বাধিক সুদ দিচ্ছে। তাই আপনার যদি অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাহলে আপনি খুব সহজেই ফিক্সড ডিপোজিটের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার যদি একাউন্ট নাও থেকে থাকে তাহলেও আপনি এক্সিস ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট এর জন্য আবেদন করতে পারবেন।

আজকের এই প্রতিবেদনে অ্যাক্সিস ব্যাংকের ফিক্সড ডিপোজিটে কত সময়ের বিনিয়োগের জন্য কত সুদ পাবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই অ্যাক্সিস ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

অ্যাক্সিস ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট স্কিম (Axis Bank FD Interest Rate)

এক্সিস ব্যাঙ্ক তার গ্রাহকদের ১ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট অফার করে থাকে। এক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্ক তার গ্রাহকদের সর্বনিম্ন ৩ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত সুদ অফার করে থাকে। এবার নিচের তালিকা থেকে দেখে নিন অ্যাক্সিস ব্যাংকের ফিক্সড ডিপোজিটে কত সময়ের জন্য টাকা রেখে আপনি কত সুদ পাবেন?

আরও পড়ুন » Fixed Deposite: ২ বছরের জন্য ১ লাখ টাকা FD করলে কোন ব্যাঙ্কে পাবেন বেশি সুদ? জেনেনিন

Axis Bank Fixed Deposit Interest Rate 2024
বিনিয়োগের সময়কালসাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের পরিমাণসিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের পরিবার
১ দিন থেকে ১৪ দিন৩ শতাংশ৩.৫০ শতাংশ
১৫ দিন থেকে ২৯ দিন৩ শতাংশ৩.৫০ শতাংশ
৩০ দিন থেকে ৪৫ দিন৩.৫০ শতাংশ৪ শতাংশ
৪৬ দিন থেকে ৬০ দিন৪.২৫ শতাংশ৪.৭৫ শতাংশ
৬০ দিন থেকে ৩ মাস৪.৫০ শতাংশ৫ শতাংশ
৩ মাস থেকে ৪ মাস৪.৭৫ শতাংশ৫.২৫ শতাংশ
৪ মাস থেকে ৫ মাস৪.৭৫ শতাংশ৫.২৫ শতাংশ
৫ মাস থেকে ৭ মাস ৪.৭৫ শতাংশ৫.২৫ শতাংশ
৬ মাস থেকে ৭ মাস৫.৭৫ শতাংশ৬.২৫ শতাংশ
৭ মাস থেকে ৮ মাস৫.৭৫ শতাংশ৬.২৫ শতাংশ
৮ মাস থেকে ৯ মাস৫.৭৫ শতাংশ৬.২৫ শতাংশ
৯ মাস থেকে ১০ মাস৬ শতাংশ ৬.৫০ শতাংশ
১০ মাস থেকে ১১ মাস৬ শতাংশ ৬.৫০ শতাংশ
১১ মাস থেকে ১ বছর৬ শতাংশ ৬.৫০ শতাংশ
১ বছর থেকে ১৫৬.৭০ শতাংশ ৭.২০ শতাংশ
১৫ মাস থেকে ২ বছর৭.১০ শতাংশ ৭.৬০ শতাংশ 
২ বছর থেকে ৩ বছর৭.১০ শতাংশ ৭.৬০ শতাংশ 
৩ বছর থেকে ৫ বছর৭.১০ শতাংশ ৭.৬০ শতাংশ 
৫ বছর থেকে ১০ বছর৭.০০ শতাংশ ৭.৫০ শতাংশ 

অবশ্যই পড়ুন » SBI FD Interest Rates 2024: FD-তে নতুন সুদের হার জারি করল SBI, জেনেনিন এবার কতদিনে কতো সুদ পাবেন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।