Post Office Scheme 2024: পোস্ট অফিসে বিভিন্ন ধরনের ক্ষুদ্র সঞ্চয় স্কিম রয়েছে। যার মধ্যে রেকারিং ডিপোজিট (RD) হলো একটি। এখানে আপনি প্রতিমাসে কিছু টাকা করে জমা করতে পারবেন এবং মেয়াদ শেষে একটি মোটা অঙ্কের টাকা তুলতে পারবেন। আপনি যদি ৫ বছর মেয়াদের RD করেন তাহলে প্রতিমাসে কত টাকা জমা করলে মেয়াদ পূর্ণ হবার পর ৫ লাখ টাকা পাবেন? এজকেই এই প্রতিবেদনে আমরা এটাই হিসেব করবো।
৫ বছর পর ৫ লাখ টাকা পাবেন
পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে ধনী পরিবারের তুলনায় মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের সংখ্যা অনেক বেশি। যাদের প্রতিমাসের আয় সংসার চালাতে এবং অন্যান্য প্রয়োজনীয়তা মেটাতেই শেষ হয়ে যায়। ভবিষ্যতের জন্য কিছু টাকাও সঞ্চয় করতে পারে না। তারা যদি মাসে মাসে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে (Post Office RD Scheme) কিছু টাকা সঞ্চয় করে তাহলে ৫ বছর পর ৫ লাখ টাকা হতে পেতে পারেন। যা তাদের ভবিষ্যতে আর্থিক পরিস্থিতি উন্নত করতে সাহায্য করবে। তবে প্রশ্ন হলো যে ৫ বছর পর ৫ লাখ টাকা পেতে হলে প্রতিমাসে কতো টাকা জমা করতে হবে? আসুন এর উত্তর জেনেনি।
আরও পড়ুন: Post Office RD – পোস্ট অফিসের এই স্কিমে ১৫০ টাকা করে জমা করলে ৫ বছর পর ৩ লাখ টাকা পাবেন।
প্রতিমাসে কতো টাকা জমা করতে হবে?
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম (Post Office RD Scheme) এর মেয়াদ সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত। এবং বর্তমানে এর সুদের হার ৬.৫০ শতাংশ। আপনি যদি ৫ বছরের RD করেন এবং মেয়াদপূর্নিতে ৫ লাখ টাকা পেতে চান তাহলে, আপনাকে প্রতিমাসে ৭১০০ টাকা জমা করতে হবে। পোস্ট অফিসের RD স্কিমে মাসে মাসে ৭১০০ টাকা জমা করলে ৫ বছর পর আপনার জমাকৃত অর্থের পরিমাণ হবে ৪,২৬,০০০ টাকা। এবং ৬.৫০ শতাংশ সুদের হার অনুযায়ী জমাকৃত অর্থের উপর সুদের পরিমাণ হবে ৭৮,০৩২ টাকা। অর্থাৎ সুদ সমিত আপনার আমানতের পরিমান হবে মোট ৫,০৪,০৩২ টাকা।
আরও পড়ুন: Best Post Office Scheme 2024 – ২০২৪ সালের পোস্ট অফিসের সেরা ৫ টি সরকারি স্কিম, অবশ্যই দেখুন।
আপনি নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে রেকারিং ডিপোজিট স্কিমে সঞ্চয় করার জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার আগে পোস্ট অফিসের কর্মীর কাছ থেকে এই স্কিম সম্পর্কে সমস্ত তথ্য ও শর্তাবলী ভালোভাবে বুঝে নেবেন। এরপর একটি ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্রের কপি জমা করতে হবে। সঙ্গে আপনাকে প্রথম মাসের টাকা ক্যাশ বা চেক এর মাধ্যমে জমা করতে হবে।
আরও পড়ুন: পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে চান? এইভাবে ডাউনলোড করুন আবেদন ফর্ম।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Us |
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল | Follow Us |
আমাদের টেলিগ্রাম চ্যানেল | Join Us |
আমাদের ফেসবুক পেজ | Follow Us |
Google নিউজে ফলো করুন | Follow Us |
দাবিত্যাগ (Disclaimer)
এই নিবন্ধটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনোভাবেই বিনিয়োগ করার জন্য পরামর্শ প্রদান করে না। আপনার বিনিয়োগ সিদ্ধান্তগুলি আপনার নিজের গবেষণা এবং ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে নিতে হবে। আপনার বিনিয়োগের ফলাফলের জন্য ফাইনান্স বার্তা কোনোভাবেই দায়ী থাকবে না।