টাকা উপার্জনের সাথে সাথে সেই টাকা ব্যাংকে সেভিংস একাউন্টে না রেখে ফিক্সড ডিপোজিট করলে আপনি ম্যাচুরিটি সময় খুব ভালো রিটার্ন পাবেন। সেক্ষেত্রে ব্যাংক যদি বেশি সুদের হার অফার করে তাহলে তো সোনায় সোহাগা। সম্প্রতি ভারতের জনপ্রিয় ব্যাংকগুলির মধ্যে অন্যতম অ্যাক্সিস ব্যাঙ্ক নতুন ফিক্সড ডিপোজিটের সুদের হার প্রকাশ করেছে। কত মেয়াদের ফিক্সড ডিপোজিটে কত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক বিস্তারিত জানতে সম্পূর্ণ ও প্রতিবেদনটি পড়ুন।
অ্যাক্সিস ব্যাংকের ফিক্সড ডিপোজিটে সুদের হার (AxIS Bank FD interest rate)
নিরাপদ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সর্বোত্তম পথ ফিক্সড ডিপোজিট। সম্প্রতি অ্যাক্সিস ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে পুরনো সুদের হার বৃদ্ধি করে নতুন সুদের হার প্রকাশ করেছে। বর্তমানে অ্যাক্সিস ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে ৩ শতাংশ থেকে শুরু করে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। যেখানে বেশিরভাগ ব্যাংক সর্বোচ্চ ৭ শতাংশ পর্যন্ত সুদ অফার করছে সেখানে অ্যাক্সিস ব্যাঙ্ক সর্বোচ্চ ৭.১০% দিচ্ছে গ্রাহকদের।
অ্যাক্সিস ব্যাংকের নতুন সুদের হার
এবার দেখে নেওয়া যাক অ্যাক্সিস ব্যাংকের নতুন সুদের হার অনুযায়ী কত দিন মেয়েদের ফিক্সড ডিপোজিটে কত সুদ পাবেন। অ্যাক্সিস ব্যাংকের নতুন সুদের হার কার্যকর হয়েছে ১ই ফেব্রুয়ারি থেকে।
অবশ্যই পড়ুন » Post Office Fixed Deposit: পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম! ব্যাংকের থেকেও পাবেনা আধিক সুদ! কত সময়ের মেয়াদে কত সুদ পাবেন দেখুন
নং | মেয়াদ | সুদের পরিমাণ |
---|---|---|
১) | ৭ থেকে ১৪ দিনের ফিক্সড ডিপোজিট | ৩ শতাংশ |
২) | ১৫ থেকে ২৯ দিনের ফিক্সড ডিপোজিট | ৫ শতাংশ |
৩) | ৩০ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিট | ৩.৫ শতাংশ |
৪) | ৪৬ থেকে ৬০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিট | ৪.২৫ শতাংশ |
৫) | ৬১ দিন থেকে ৩ মাস মেয়াদের FD | ৪.৫০ শতাংশ |
৬) | ৩ থেকে ৬ মাসের ফিক্সড ডিপোজিট | ৪.৭৫ শতাংশ |
৭) | ৬ থেকে ৯ মাস মেয়াদি Fixed Deposit | ৫.৭৫ শতাংশ |
৮) | ৯ থেকে ১ বছর মেয়াদের Fixed Deposit | ৬ শতাংশ |
৯) | ১ বছর থেকে ১৫ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিট | ৬.৭০ শতাংশ |
১০) | ১৫ থেকে ২ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট | ৭.১০ শতাংশ |
১১) | ২ থেকে ৩ বছরের Fixed Deposit | ৭.১০ শতাংশ |
১২) | ৩ থেকে ৫ বছর মেয়াদের Fixed Deposit | ৭.১০ শতাংশ |
১৩) | ৫ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট | ৭.০০ শতাংশ |
অবশ্যই পড়ুন » Fixed Deposit: মেয়াদের আগেই ফিক্সড ডিপোজিট থেকে টাকা তুলে নিলে কত টাকা পাবেন জানুন
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇