Post Office Scheme Interest Rate Hike In 2024: আর মাত্র কয়েক দিন বাকি, তারপর শুরু হবে নতুন বছর। নতুন বছর শুরু হওয়ার আগেই সরকার দিতে পারে বিরাট উপহার। নতুন বছর শুরু হওয়ার আগেই সরকার বাড়াতে পারে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের সুদের হার। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠতব্য বৈঠকে জানুয়ারি-মার্চ ২০২৪ এর সুদের হার নির্ধারণ করবে বলে শোনা যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিবন্ধটি পড়ুন।
পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের সুদের হার বৃদ্ধি পেতে পারে
Post Office Scheme Interest Rate Hike In 2024: নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অনেকেই নিজের টাকা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে। এখানে বিনিয়োগের ক্ষেত্রে কোন প্রকার ঝুঁকি না থাকায়, মানুষের পোস্ট অফিসে বিনিয়োগ করা এত প্রিয়। আপনিও যদি পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে, নতুন বছরে খুরির খবর পাওয়ার সম্ভবনা রয়েছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং আরও বিভিন্ন প্রকল্পের সুদের হার সরকার বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
আর মাত্র কয়েদিন পরেই নতুন বছর শুরু হতে চলেছে, এর আগেই অর্থাৎ আগামী ২৯ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠতব্য বৈঠকে জানুয়ারি-মার্চ ২০২৪ এর নতুন সুদের হার সরকার নির্ধারণ করবেন বলে অনুমান করা হচ্ছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা, নেশানাল সেভিংস স্কিম, কিষান বিকাশ পত্র এর মত প্রকল্পের সুদের বৃদ্ধি করতে পারে সরকার।
ত্রৈমাসিক সুদের হার পরিবর্তন করা হয়
তারল্য এবং মুদ্রাস্ফীতির উপর নজর রেখে ত্রৈমাসিক অর্থাৎ প্রতি ৩ মাস অন্তর সরকার পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের সুদের হার পরিবর্তন করে। যদি পরিবর্তনের প্রয়োজন না থাকে, তাহলে ওই একই সুদের হার রাখা হয়। এর আগে অর্থমন্ত্রক সর্বশেষ সুদের হার প্রকাশ করেছিল গত ১ অক্টোবর, ২০২৩, যা থাকবে ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত। এরমানে জানুয়ারিতে আবার সুদের হার পরিবর্তন হতে পারে।
এর আগের পরিবর্তনে সরকার শুধুমাত্র ৬ বছরের RD-তে সুদের হার বৃদ্ধি করেছিলেন। এর সুদের হার ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৭ শতাংশ করেছিল। এছাড়া অন্যান্য কোনো স্কিমের সুদের হার পরিবর্তন করা হয়নি। তাই এবার অনন্যাও স্কিমের সুদের হার বাড়াতে পারে সরকার।
বর্তমানে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের সুদের হার
স্কিমের নাম | সুদের হার |
---|---|
সঞ্চয় আমানত | ৪% |
১ বছরের এফডি | ৬.৯% |
2 বছরের এফডি | ৭% |
3 বছরের এফডি | ৭% |
৫ বছরের এফডি | ৭.৫% |
5-বছরের রেকারিং ডিপোজিট (RD) | ৬.৭% |
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) | ৭.৭% |
কিষাণ বিকাশ পত্র (KVP) | ৭.৫% (১১৫ মাসে পরিপক্ক হবে) |
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) | ৭.১% |
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট | ৮% |
সিনিয়র সিটিজেন সেভিং স্কিম | ৮.২% |
মন্থলী ইনকাম স্কিম (MIS) | ৭.৪% |
বর্তমানে পোস্ট অফিসের এই স্কিমে সর্বোচ্চ সুদ
বর্তমান ভারতের প্রবীণ নাগরিকদের জন্য শুরু করা পোস্ট অফিসের স্কিমে সর্বোচ্চ সুদের হার প্রদান করা হচ্ছে। পোস্ট অফিসের পাব্লিক প্রফিট ফান্ডের বর্তমানে সুদের হার ৭.১ শতাংশ, এবং সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের সুদের হার ৮.২ শতাংশ। অর্থাৎ সরকার বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে।
উপসংহার
নতুন বছরে বাড়তে পারে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের সুদের হার। গতবারের পরিবর্তনে অর্থাৎ ১ অক্টোবর, ২০২৩ তে প্রকাশিত সুদের হারে সরকার শুধুমাত্র ৬ বছরের RD তে সুদের হার বাড়িয়েছিলেন। তাই এবার জানুয়ারিতে পোস্ট অফিসের অন্যান্য স্কিমের সুদের হার সরকার বাড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇
Good News.