বিনিয়োগের মাধ্যম হোক কিংবা গহনা, সোনা সর্বদাই মূল্যবান। বেশির ভাগ মানুষ সোনার দাম কমলে সোনা কিনে রাখেন। পরবর্তীতে দাম বাড়লে তা বিনিয়োগে লাগান। তবে চলতি বছরে সোনার দাম বেশ উচ্চ ছিল। এখনো যে সোনার দাম খুব কম তা কিন্তু নয়। বছর শেষ হতে গেলেও, সোনার দাম কমেনি। আগামী বছরেও যে দাম কমবে তার সম্ভাবনাও কম। এ অবস্থায় আপনি যদি হলমার্ক যুক্ত সোনার গহনা কিনতে চান, তাহলে মাত্র ৪০,০০০ টাকার কমে কিনতে পারেন। কি চমকে যাচ্ছেন? তবে এটাই সত্যি। কিন্তু কীভাবে জানতে হলে পুরো প্রতিবেদনটি আপনাকে পড়তে হবে।
সোনার দাম প্রতি দিন নতুন করে আপডেট দেওয়া হয়। প্রতিদিন সকাল ৭টা নাগাদ সোনার দামের আপডেট দেওয়া হয়। শহর অনুযায়ী সোনার দাম আলাদা আলাদা হয়। আমরা আজ কলকাতায় সোনার দাম কেমন যাচ্ছে সে বিষয়ে তথ্য দেব। বাজারে বিভিন্ন ক্যারেট যুক্ত হলমার্ক সোনা বিক্রি হয়। এবার সোনায় ক্যারেট যত বেশি হবে, সেই সোনা তত বিশুদ্ধ হয়ে থাকে। কলকাতার বাজারে ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট যুক্ত হলমার্ক সোনা পাওয়া যায়। ২২ ক্যারেট যুক্ত সোনায় ৯৯ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। ২২ ক্যারেট যুক্ত সোনায় বিশুদ্ধতার পরিমান ৯১ শতাংশ এবং ১৮ ক্যারেট যুক্ত সোনা ৭৫ শতাংশ বিশুদ্ধ। আপনি যদি ১৮ ক্যারেট যুক্ত সোনা কিনতে চান তাহলে খুব কম দামে সোনা কিনতে পারবেন। এটিতেও হলমার্ক থাকে।
আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট যুক্ত ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ৬৩৭০০ টাকা। যা গতকালের তুলনায় ১৫০ টাকা বেশি। অন্যদিকে ২৪ ক্যারেট যুক্ত খুচরো সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬৪০০০ টাকা। এছাড়া ২২ ক্যারেট যুক্ত হলমার্ক সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬০৮৬০ টাকা অর্থাৎ ১ গ্রাম হলমার্ক যুক্ত সোনার দাম ৬০৮৫ টাকা। গত কাল ১০ গ্রাম ২২ ক্যারেট যুক্ত হলমার্ক সোনার দাম ছিল ৬০৭০০ টাকা। আজ প্রতি ১০ গ্রাম সোনায় গতকালের তুলনায় ১৫০ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে। এদিকে ১৮ ক্যারেট যুক্ত ১ গ্রাম হলমার্ক সোনার দাম কলকাতায় ৪,৯৫০ টাকা। ১৮ ক্যারেট যুক্ত ৮ গ্রাম সোনার দাম যাচ্ছে ৩৯,৬০০ টাকা। যা কিনা ২২ ক্যারেট সোনার তুলনায় অনেকটাই কম দাম।
উল্লেখ্য, বিশ্ব জুড়ে এই মুহূর্তে সোনার দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। আর এর পিছনে রয়েছে একদিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইজরায়েল-হামস বাহিনীর যুদ্ধ। এর ফলে বিশ্ব বাজরে যে অস্তিরতা তৈরী হয়েছে, তার জেরে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম। আগামী দিনে সোনার দাম আরো বাড়তে পারে বলে জানাচ্ছে বিশেষজ্ঞগণ।
অবশ্যই পড়ুন » Post Office Interest Rate Hike: পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের সুদের হার বৃদ্ধি! নতুন বছরে সরকার দেবে বিরাট সুখবর
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇
Comments are closed.