শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

বেকার যুবক-যুবতীদের কর্মজীবনের দিশা দেখাচ্ছে ৩ টি কেন্দ্র সরকারের স্কিম! কি কি সুবিধা পাবেন দেখে নিন।

Updated on:

3 Central Schemes showing career direction for Unemployed Youth: বর্তমান সময়ে আমাদের দেশে বেকারত্বের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও যোগ্যতা অনুযায়ী চাকরির অভাবে যুবক যুবতীদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়াতে এবং তাদের জীবিকা অর্জনে পথে এগিয়ে দিতে সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের স্কিম পরিচালনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিচালিত এমন তিনটি স্কিম হল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। এই তিনটি স্কিমের মাধ্যমে উপভোক্তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই আর্থিক সাহায্য লাভ করে তারা নিজেকে জীবিকা ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার সুবিধা পান। এই তিন স্কিমের মাধ্যমে ঠিক কি কি সুবিধা দেওয়া হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি জেনে নিন।

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা

দেশের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্কিমটি চালু করেন। এটি প্রধানমন্ত্রী যুব প্রশিক্ষণ কর্মসূচি নামেও পরিচিত। এর মাধ্যমে যুবক যুবতীদের বিভিন্ন ক্ষেত্রে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সরকারি সার্টিফিকেট পান প্রশিক্ষিত ব্যক্তিরা। এর মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরি পেতে সুবিধা হয়। এছাড়াও চাইলে প্রশিক্ষণ গ্রহণ করে নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক যুবতীরা।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা

২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে সারা দেশ জুড়ে স্বকর্মসংস্থান প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এই উদ্যোগকে সামনে রেখেই সেই সময় চালু করা হয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা PMMY। এই প্রকল্পের অধীনে উপভোক্তাদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা দেওয়া হয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ঋণ এর টাকা সম্পূর্ণ ভাবে জামানত মুক্ত।

মূলত অ-কৃষি ও অ-কর্পোরেট ক্ষেত্রে এই ঋণের সুবিধা পাওয়া যায়। যে সকল বেকার যুবক যুবতীরা ব্যবসা করে নিজের কর্মজীবনকে প্রতিষ্ঠিত করতে চান, অথচ ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় মূলধন নিজের কাছে নেই, তারা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা মাধ্যমে ঋণ গ্রহণ করে নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। নিম্নোক্ত তিনটি বিভাগে এই ঋণ পাওয়া যায়।

  • শিশু ঋণ: এই ঋণের মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়।
  • কিশোর ঋণ: এই ঋণ এর আর্থিক সাহায্য লাভের পরিমাণ হলো ৫ লক্ষ টাকা।
  • তরুণ ঋণ: এর মাধ্যমে উপভোক্তাকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।

অবশ্যই পড়ুন » PMMY Loan: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন! ব্যাবসা করার জন্য ১০ লক্ষ টাকা লোন দেবে কেন্দ্র সরকার, দেখে নিন আবেদন পদ্ধতি।

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা

সাধারণত যে সকল ব্যক্তিরা রাস্তার ধারে নিজেদের ছোটখাটো ব্যবসা পরিচালনা করেন তাদের ঋণ দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। এই ঋণও সম্পূর্ণ জামানত মুক্ত। রাস্তার বিক্রেতাদের ব্যবসার উন্নয়ন ঘটাতে এবং তাদের আয় বৃদ্ধি করতে ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছিলেন।

এই প্রকল্পের মাধ্যমে মূলত তিনটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য পান গ্রাহক। তবে ঋণের টাকা ফেরত দিতে হয় ১২ মাসের মধ্যে। প্রথম কিস্তিতে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের আবেদন করতে পারেন উপভোক্তা। এই টাকা সময়মতো শোধ করার পর প্রথমবারের দ্বিগুণ অর্থাৎ ২০ হাজার টাকা ঋণের আবেদন করতে পারেন গ্রাহক। এই ঋণের টাকা সময় মত পরিশোধ করলে তৃতীয় কিস্তিতে ৫০০০০ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। এই যোজনা তে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।‌

PM SvaNidhi Scheme: প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা! কেন্দ্রীয় সরকার দিচ্ছে ৫০,০০০ টাকা লোন, জানুন আবেদন করার সহজ পদ্ধতি

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।