Fixed Deposite: কিছু টাকা সঞ্চয় হওয়ার পর আমরা সেটি বাড়িতে বা সেভিংস অ্যাকাউন্টে না রেখে FD করি। কারণ, এতে আপনার টাকা সুরক্ষিত থাকে সঙ্গে ভালো পরিমাণে সুদও পাওয়া যায়। কিন্তু Fixed Deposite (FD) করার আগে একটি চিন্তা সবার মাথায় আসে যে, কোন ব্যাংকে সবথেকে বেশি সুদ পাওয়া যাবে? তাই আজ আমরা জানবো ২ বছরের জন্য যদি ১ লাখ টাকায় FD করা হয় তাহলে কোন ব্যাঙ্কে বেশি সুদ পাবেন। আপনি যদি কোন ব্যাঙ্ককে এফডি করার কথা ভাবছেন তাহলে এটি আপনার জন্য খুবই জরুরী একটি নিবন্ধ।
২ বছরের FD করলে কোন ব্যাঙ্কে পাবেন বেশি সুদ
বর্তমানে ভারতে প্রচুর ব্যাঙ্ক রয়েছে, যেগুলি আপনাকে FD-তে ভালো পরিমাণ সুদের হার অফার করে। এরকম সময় আপনি কোথায় টাকা রাখবেন এই বিষয়ে একটি বেশি চিন্তিত থাকেন। এই চিন্তা দূর করার জন্য জেনেনিন ২ বছরের FD-তে কোন ব্যাঙ্ক বেশি সুদ দিচ্ছে। আপনি যদি ২ বছরের জন্য ১ লাখ টাকা FD করলে কোন ব্যাঙ্কে পাবেন বেশি সুদ? এই বিষয়ে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ গ্রাহকদের ২ বছরের স্থায়ী আমানতের (FD) উপর ৭.২৫ শতাংশ সুদের হার অফার করছে। আপনি যদি এখানে ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ২ বছর পর আপনি মোট ১,১৫,৪৫৪ টাকা রিটার্ন পাবেন।
ICICI ব্যাঙ্ক
ICICI ব্যাঙ্কের ২ বছরের ফিক্সড ডিপোজিটের উপর সাধারণ গ্রাহকরা ৭.২০ শতাংশ বার্ষিক সুদ পাবেন। এতে ১ লাখ টাকার FD-করলে ২ বছরে আপনার টাকা বেড়ে ১,১৫,৩৪১ টাকা হবে।
অ্যাক্সিস ব্যাঙ্ক
অ্যাক্সিস ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের জন্য ২ বছরের FD-তে ৭.১০ শতাংশ বার্ষিক সুদ প্রদান করছে। এখানে আপনি ২ বছরের জন্য ১ লাখ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ১,১৫,১১৪ টাকা রিটার্ন পাবেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ২ বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৭ শতাংশ সুদের হার অফার করছেন। অর্থাৎ আপনি যদি এখানে ১ লাখ টাকা ২ বছরের জন্য FD করেন তাহলে ১,১৪,৮৮৮ টাকা রিটার্ন পাবেন।
HDFC ব্যাঙ্ক
HDFC ব্যাঙ্কের ২ বছরের সুদের হারও SBI এর সমান, ৭ শতাংশ। এখানেও আপনি ১ লাখ টাকা ২ বছরের জন্য FD করেন তাহলে ১,১৪,৮৮৮ টাকা রিটার্ন পাবেন।
ব্যাঙ্ক অফ বরোদা এবং কানার ব্যাঙ্ক
ব্যাঙ্ক অফ বরোদা এবং কানার ব্যাঙ্ক, এই দুটি ব্যাঙ্ক তাদের ২ বছর মেয়াদের স্থায়ী আমানতের (FD) উপর ৬.৮৫ শতাংশ সুদের হার অফার করছে। এতে ১ লাখ টাকা বিনিয়োগ করলে ১,১৪,৫৫০ টাকা রিটার্ন পাবেন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
সাধারণ গ্রাহকদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ২ বছর মেয়াদের FD-তে ৬.৮০ শতাংশ সুদের হার অফার করছে। এখানে ১ লাখ টাকা বিনিয়োগ করলে মেয়াদ পূরণ হবার পর মোট ১,১৪,৪৩৭ টাকা রিটার্ন পাবেন।
উপসংহার
আপনি যদি আপনার অর্থ কিছু সময়ের জন্য FD করতে চান তাহলে ২ বছর মেয়াদের FD-তে বিনিয়োগ করতে পারেন। এই মেয়াদের ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্ক বেশি সুদ দিচ্ছে, এই বিষয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মনেরাখবেন, এই নিবন্ধটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনোভাবেই বিনিয়োগ করার জন্য পরামর্শ প্রদান করে না। আপনার বিনিয়োগ সিদ্ধান্তগুলি আপনার নিজের গবেষণা এবং ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে নিতে হবে। আপনার বিনিয়োগের ফলাফলের জন্য ফাইনান্স বার্তা কোনোভাবেই দায়ী থাকবে না।
আরও পড়ুন: Fixed Deposit – এই ব্যাঙ্কের FD-তে মিলবে বাম্পার সুদ! বেশি টাকা রিটার্ন পেতে চাইলে অবশ্যই দেখুন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇