Post Office Interest Rate: আপনি যদি নিজের অর্থ নিয়ে একদমি ঝুঁকি নিতে পছন্দ করেন না, তাহলে পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ করা একটি বিকল্প হতে পারে। পোস্ট অফিস অর্থ বিনিয়োগ করার জন্য একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে। যেগুলিতে বিনিয়োগ করে আপনি ভালো সুদ (High Interest Rate) আয় করতে পারবেন। এই সমস্ত স্কিম গুলির সুদের হার (Post Office Interest Rate) প্রতি তিন মাস অন্তর সংশোধন করে সরকার। তবে এপ্রিল থেকে জুন মাসে এই সমস্ত স্কিমের সুদের হারে কোন পরিবর্তন করা হয়নি। তাই জুন মাসের শেষের দিকে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পেগুলির সুদের হার পরিবর্তন করতে পারে সরকার।
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পেগুলির সুদের হার বাড়বে সরকার?
পোস্ট অফিসের অর্থ বিনিয়োগ করার জন্য একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Small Savings Scheme) রয়েছে। যার মধ্যে কিছু জনপ্রিয় স্কিমগুলি হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), জাতীয় সঞ্চয় শংসাপত্র (NSC), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) এবং মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র। এই সমস্ত স্কিমে বর্তমানে বেশ ভালো সুদের হার অফার করছে পোস্ট অফিস। তবে সরকার প্রতি ৩ মাস ছাড়া ছাড়া পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পেগুলির সুদের হার (Post Office Interest Rate) সংশোধন করে সরকার। তবে এপ্রিল থেকে জুন পর্যন্ত এখনো সংশোধন করেনি। তাই সরকার জুন মাসের শেষের দিকে এই সমস্ত স্কীমগুলির সুদের হার পরিবর্তন করতে পারে পারে বলে অনুমান করা হচ্ছে।
বর্তমানে কতো সুদ পাওয়া যাচ্ছে? (Post Office Interest Rate)
বিভিন্ন ব্যাংকের মতো আপনি পোস্ট অফিসেও সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। পোস্ট অফিস তাদের সেভিংস একাউন্টে বার্ষিক ৪ শতাংশ সুদ দেয়। আবার আপনি পোস্ট অফিসে FD করতেও পারবেন। পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানত (FD) পরিকল্পনা রয়েছে, প্রত্যেকটিতে সুদের হার আলাদা এবং এতে ত্রৈমাসিক সুদ দেয়। ১ বছর মেয়াদের FD-তে পোস্ট অফিস বর্তমানে ৬.৯ শতাংশ সুদ দিচ্ছে। পোস্ট অফিসে ২ বছরে ৭ শতাংশ, ৩ বছরে ৭.১ শতাংশ এবং ৫ বছরের FD-তে ৭.৫ শতাংশ সুদ পাওয়া যায়। এখানে ৫ বছরের রেকারিং ডিপোজিট (RD) করলে বার্ষিক ৬.৭ শতাংশ সুদ পাবেন, যা প্রতি ত্রৈমাসিক এ গণনা করা হয়।
এছাড়াও পোস্ট অফিসে আরও বেশ কিছু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে, যেগুলির সুদের হার নিম্নরূপ:
- সিনিয়র সিটিজেন স্কিম – বার্ষিক ৮.২ শতাংশ সুদ, প্রত্যেক ত্রৈমাসিক যুক্ত করা হয়।
- মন্থলী ইনকাম স্কিম – বার্ষিক ৭.৪ শতাংশ সুদ, প্রেতেক মাসেই পেমেন্ট করা হয়।
- জাতীয় সঞ্চয় সংসাপত্র (অষ্টম সংখ্যা) – বার্ষিক ৭.৭ শতাংশ সুদ, প্রত্যেক বছর যুক্ত হয়।
- পাব্লিক প্রভিডেন্ট ফান্ড – বার্ষিক ৭.১ শতাংশ সুদ, প্রতি বছর যুক্ত হয়।
- কিষান বিকাশ পত্র – বার্ষিক ৭.৫ শতাংশ সুদ, প্রত্যেক বছর যুক্ত হয়।
- মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প – বার্ষিক ৭.৫ শতাংশ সুদ, প্রত্যেক ত্রৈমাসিক যুক্ত করা হয়।
- সুকন্যা সমৃদ্ধি যোজনা – বার্ষিক ৮.২ শতাংশ সুদ, প্রতি বছর যুক্ত করা হয়।
আরও পড়ুন: Post Office Interest Rate – পোস্ট অফিসের নতুন সুদের হার! কোন স্কিমে কত সুদ পাবেন? দেখে নিন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇