শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

একজন LIC Agent এর আয় কত? কি কি সুবিধা পাবেন! এভাবে আপনিও এলআইসি এজেন্ট হতে পারবেন।

Updated on:

দেশের বৃহত্তম বীমাকারী সংস্থা হল LIC। এলআইসি এজেন্টরা কত টাকা ইনকাম করে এ নিয়ে অনেকেরই মনেই প্রশ্ন রয়েছে। কিন্তু এলআইসি এজেন্টরা কত টাকা ইনকাম করে এটা শুধুমাত্র কোম্পানিই বলতে পারবে। সম্প্রতি ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ এলআইসি প্রকাশ করেছে যে এলআইসি এজেন্টরা প্রতি মাসে কত টাকা ইনকাম করে। এক্ষেত্রে সংস্থা জানিয়েছে এজেন্টরা কত টাকা ইনকাম করবে সেটা এজেন্টের কর্মদক্ষতার পাশাপাশি রাজ্য এবং এলাকার উপরেও অনেকটা নির্ভর করে। আজকের এই প্রতিবেদনে জানাবো এলআইসি এজেন্টরা প্রতি মাসে কত টাকা ইনকাম করে এবং এর সঙ্গে তারা কি কি সুবিধা পান এবং আপনিও কিভাবে একজন এলআইসি এজেন্ট হয়ে উঠতে পারবেন সমস্ত কিছু জানতে অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

এলআইসি এজেন্টরা কিভাবে আয় করে

দেশের বৃহত্তম বীমা সংস্থা এলআইসির ৯৯% বীমা কোম্পানির এজেন্ট দ্বারা বিক্রি করা হয়। এজেন্টরা যত বেশি পলিসি বিক্রি করতে পারবে ততটাই বেশি কমিশন পাবে। যতদিন কোনো গ্রাহকের বীমা চলবে ততদিন গ্রাহকের প্রিমিয়ামের উপর কমিশন পাবেন এজেন্টরা। অনেক সময় দেখা গিয়েছে নতুন বীমার তুলনায় পুরনো বীমাগুলিতে বেশি টাকা আয় করছেন এজেন্টরা।

একজন এলআইসি এজেন্ট কত টাকা ইনকাম করেন

এলআইসি সংস্থা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে তৃতীয় বৃহত্তম এলআইসি এজেন্ট রয়েছে। সংস্থার রিপোর্ট অনুযায়ী এ রাজ্যে ১,১৯,৯৭৫ জন এজেন্ট রয়েছে। প্রত্যেক এজেন্ট নিজের কর্মদক্ষতা অনুযায়ী ভিন্ন ভিন্ন টাকা ইনকাম করে থাকে। এক্ষেত্রে ভারতের জীবন বিমা নিগমের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের এজেন্টরা প্রতি মাসে গড়ে ১৩,৫১২ টাকা ইনকাম করে থাকে।

আরোও পড়ুন » LIC এজেন্টদের খুলেগেল ভাগ্য, এদের জন্য একাধিক কল্যাণমূলক পদক্ষেপ নিল সরকার

LIC এজেন্টরা কি কি সুবিধা পান

এবার দেখে নেওয়া যাক একজন এলআইসি এজেন্ট প্রতি মাসে আয় করার সাথে সাথে আরো কি কি সুবিধা পান।

  • ভ্রমণ ভাতা, অফিস ভাতা লিডার প্যাড ইত্যাদির সুবিধা পান একজন এলআইসি এজেন্ট।
  • যানবাহন কেনার জন্যেও লোনের সুবিধা পেয়ে থাকেন এজেন্টরা।
  • বাড়ি তৈরির জন্য টাকা পেয়ে থাকেন একজন এলআইসি এজেন্ট।

কিভাবে একজন এলআইসি এজেন্ট হবেন

আপনিও যদি একজন এলআইসি এজেন্ট হতে চান তাহলে অবশ্যই জানা দরকার এলআইসি এজেন্ট হওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার। এক্ষেত্রে জানিয়ে রাখি দশম অথবা দ্বাদশ শ্রেণী পাস করলে আপনি এলআইসি এজেন্ট হতে পারবেন। এক্ষেত্রে আপনার নিজস্ব আধার কার্ড প্যান কার্ড থাকতে হবে এবং আপনার বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে। কিভাবে আপনি এলআইসি এজেন্ট হওয়ার জন্য আবেদন করবেন সম্পূর্ণ প্রক্রিয়া জানতে অবশ্যই নিচের প্রতিবেদনটি পড়ুন।

অবশ্যই পড়ুন: কিভাবে একজন LIC Agent হওয়া যায়? প্রতি মাসে ইনকাম 50 হাজারের বেশি, দেখে নিন বিস্তারিত পদ্ধতি।

এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।