Unified Pension Scheme: সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্র সরকারের বিরাট ঘোষণা। নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করল কেন্দ্র সরকার। গত ২৪ শে আগস্ট শনিবার কেন্দ্র সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিমের জন্য অনুমোদন দেওয়া হলো। এর আগে সরকারি কর্মচারীরা ন্যাশনাল পেনশন স্কিমের মাধ্যমে পেনশন পেতেন কিন্তু আবারো নতুন পেনশন স্কিম ঘোষণা করার কারণ কি? এবং এই স্কিমে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন? সমস্ত কিছু আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।
ইউনিফাইড পেনশন স্কিম (Unified Pension Scheme)
এই নতুন পেনশন স্কিম চালু করার পেছনে কেন্দ্র সরকার জানিয়েছেন মূলত পুরনো পেনশন স্কিমের সংস্করণে নতুন পেনশন স্কিম আনা হয়েছে। পরবর্তী বছরে এপ্রিল মাস থেকে শুরু হবে এই পেনশন স্কিম। এই স্কিমের তিনটি মূল উদ্দেশ্য হলো (১) পেনশন নিশ্চিত করা, (২) ন্যূনতম পেনশন নিশ্চিত করা, (৩) পারিবারিক পেনশন নিশ্চিত করা।
UPS পেনশন স্কিমের সুবিধা
এবার দেখে নেওয়া যাক এই ইউনিফাইড পেনশন স্কিমের সুবিধাগুলো।
★ নিশ্চিত পেনশন: যে সকল কর্মীরা বিগত ২৫ বছর ধরে কাজ করছেন তারা অবসর গ্রহণের আগে বছরে যত টাকা বেতন পেতেন তার ৫০ শতাংশ টাকা প্রতি মাসে মাসে পেনশন পাবেন। এক্ষেত্রে মনে রাখবেন এই পেনশন শুধুমাত্র বেসিক বেতনের উপর নির্ভর করেই ক্যালকুলেশন করা হবে। তবে এক্ষেত্রে অবশ্যই চাকরিজীবীকে 25 বছর কাজ করতেই হবে।
আরোও পড়ুন » বৃদ্ধ বয়সে এই ৫টি সরকারি স্কিম থেকে প্রতি মাসে মাসে পাবেন পেনশন! স্কিমগুলি সম্পর্কে অবশ্যই জেনে রাখুন
★ ন্যূনতম পেনশন: যে সকল কর্মচারীরা ২৫ বছরের কম সময় ধরে চাকরি করবে তারা এই পেনশনের সুবিধা পাবেন। নতুন নির্দেশিকা অনুযায়ী যদি কোন সরকারি কর্মচারী সর্বনিম্ন ১০ বছর কাজ করেন তাহলে ওই কর্মচারী সর্বনিম্ন নিশ্চিত ভাবে ১০,০০০ টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন।
★ পারিবারিক পেনশন: এই পেনশনের অপর একটি সুবিধা হল পারিবারিক পেনশন। এক্ষেত্রে যদি কোন সরকারি কর্মচারী পেনশন হোল্ডার মারা যান তাহলে তার পরিবার অথবা তার স্ত্রী, পেনশন হোল্ডারকারীর ৬০ শতাংশ টাকা প্রতি মাসে পেনশন হিসেবে পাবেন।
অবশ্যই পড়ুন: NPS Pension: অবসর জীবনে প্রতি মাসে মিলবে ৫০ হাজার টাকা পেনশন! কিভাবে পাবেন জেনে নিন।
এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇