সোনা খুবই মূল্যবান ধাতু। যে কোনো দেশের অর্থনীতিতে সোনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একদিকে সোনাকে গহনা হিসাবে ব্যবহার করা হয়। প্রাচীন কাল থেকে সোনা অলংকার হিসাবে মহিলাদের কাছে খুবই পছন্দের। তবে শুধু অলংকার হিসাবে নয়, সোনা বর্তমানে বিনিয়োগের মাধ্যমে হিসাবে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সোনা কেন্দ্রীক বিনিয়োগের প্রবণতা বাড়ার কারণে সোনার দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ কলকাতা শহরে প্রতি গ্রাম সোনার দাম কত যাচ্ছে? চলুন আজকের প্রতিবেদন থেকে থেকে নিন।
আজ কলকাতায় পাকা সোনার বাটের দাম কত যাচ্ছে?
আজ ২৭শে নভেম্বর অর্থাৎ সোমবার কলকাতা শহরে ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম চলছে ৬২১০ টাকা প্রতি গ্রাম। এই হিসাবে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ৬২১০০ টাকা। এই দাম নির্ধারিত হয়েছে জিএসটি ও টিসিএস বাদ দিয়ে। অন্যদিকে ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার বাটের দাম যাচ্ছে ৬২৪৫ টাকা প্রতি গ্রামে। অর্থাৎ ১০ গ্রাম ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম ৬২৪৫০ টাকা। গতকাল পাকা সোনার দাম যা দাম ছিল, তাই ছিল।
আজ কলকাতায় ১০ গ্রাম হলমার্ক সোনার দাম কত যাচ্ছে?
আজ শহর কলকাতায় হলুদ ধাতু অর্থাৎ হলমার্ক সোনা নির্মিত ২২ ক্যারেটের গহনায় দাম পড়ছে ৫৯৩৫ টাকা প্রতি গ্রামে। ১০ গ্রামে ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ৫৯৩৫০ টাকা। গতকালের মতো আজও সোনার দাম এক আছে।
গত সপ্তাহে ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কেমন ছিল?
(১) ২৫ সে নভেম্বর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ছিল ৫৯১০০ টাকা।
(২) ২৪ সে নভেম্বর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ছিল ৫৯১০০ টাকা।
(৩) ২৩ সে নভেম্বর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ছিল ৫৯৩৫০ টাকা।
(৪) ২২ সে নভেম্বর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার ছিল ৫৯১০০ টাকা।
(৫) ২১ সে নভেম্বর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ছিল ৫৮৭০০ টাকা।
(৬) ২০ সে নভেম্বর ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৮৭৫০ টাকা।
(৭) ১৯ সে নভেম্বর ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৮৭৫০ টাকা।
(৮) ১৮ সে নভেম্বর ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৮৭৫০ টাকা।
“আজকে সোনার দামের সঙ্গে গত সপ্তাহের সোনার দামের তুলনা করলে আপনি বুঝতে পারবেন কিভাবে সোনার দাম দিন দিন হু হু করে বৃদ্ধি পাচ্ছে। তাই আপনি যদি সোনা কিনবেন বলে নিশ্চিত করেছেন তাহলে যত শীঘ্র পারেন কিনে নিন। কারণ ২০২৩ সাল শেষের মুখে ২০২৩ সালের পর ২০২৪ সাল থেকে সোনার দাম বিপুল পরিমাণ বৃদ্ধি পাবে। তাই ২০২৩ সাল শেষ হওয়ার আগেই আপনি আপনার সাধ্যমত সোনা কিনে রাখুন।”
অবশ্যই পড়ুন » Post Office Franchise: নিজের বাড়িতে পোস্ট অফিস খুলে মাসে ৫০,০০০ টাকা আয় করুন, জেনেনিন সম্পূর্ন পদ্ধতি
আজ কলকাতা শহরের রূপোর দাম কত যাচ্ছে?
আজ ২৭শে নভেম্বর অর্থাৎ সোমবার ১ কেজি রূপোর বাট এর দাম ৭৪৫৫০ টাকা। এবং ১ কেজি খুচরো রূপোর বাট এর দাম ৭৪৬৫০ টাকা।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇
Comments are closed.