শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

স্মার্ট ব্যবসা আইডিয়া! কোনো কাজ না করেই দৈনিক ২-৩ হাজার টাকা আয় করুন

Updated on:

Smart Business Idea In Bengali: আজ আমরা এমন একটি স্মার্ট ব্যবসা আইডিয়া সম্পর্কে জানবো যাতে আপনি নিজে কোনো কাজ না করেও দৈনিক ২-৩ হাজার টাকা আয় করতে পারবেন। এতে আপনাকে শুধুমাত্র ক্লায়েন্ট এর কাছ থেকে কাজ নিতে হবে এবং অন্য কোনো ব্যাক্তিকে দিয়ে সেই কাজ সস্তায় করাতে হবে। এই ব্যবসা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।


স্মার্ট ব্যবসা আইডিয়া (Smart Business Idea In Bengali)

স্মার্ট ব্যবসা সেটাকেই বলবো যেটিতে বিশেষ কোনো দক্ষতা ছাড়া কম পরিশ্রমে বেশি আয় করতে পারবেন। এই ধরনের কাজ করার জন্য আপনাকে স্মার্ট হতে হবে। ধরেননি আপনি কোনো ক্লায়েন্ট এর কাছ থেকে ৫ হাজার টাকায় কোনো একটি কাজ নিলেন এবং সেটিকে কোনো ভালো দক্ষতা সম্পন্ন ব্যাক্তিকে দিয়ে ২ হাজার টাকায় করালেন। এখানে আপনি নিজে কিছু কাজ না করেই ৩ হাজার টাকা লাভ পেলেন।

আপনি হয়তো ভাবছেন যে, কোনো ক্লায়েন্ট ২ হাজার টাকার কাজের জন্য আপনাকে ৫ হাজার টাকা কেন দেবে? এর উত্তর সহজ, সমস্ত দেশ সমস্ত কাজের মুল্য এক হয় না। যেমন, একটি সাধারণ ওয়েবসাইট বানাতে একজন ভারতীয় ডেভলপার সর্বনিম্ন ১০ হাজার টাকা নিয়ে থাকে, কিন্তূ ওই একই ওয়েবসাইট বানাতে আমেরিকাতে সর্বনিম্ন ৫০০ ডলার লাগবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪২ হাজার টাকা।

অবশ্যই পড়ুন: Business Idea: মাত্র ৯০০ টাকাই এই মেশিন কিনে ব্যাবসা শুরু করুন! প্রথম মাস থেকেই হবে ইনকাম


কিভাবে এই ব্যাবসা শুরু করবেন?

এবার আপনার হয়তো প্রশ্ন জাগছে যে, ভারতে বসে কিভাবে আমেরিকার ক্লায়েন্ট পাওয়া যাবে? এরজন্য আপনাকে ইন্টারনেট এর ব্যাবহার হবে এবং এমন কিছু কাজ নিতে হবে যেগুলি অনলাইনের মাধ্যমেই করে দেওয়া হবে। যেমন ধরুন ওয়েবসাইট বানানো, SEO, নিবন্ধ বা স্ক্রিপ্ট লেখা, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ইত্যাদি। এই কাজগুলোর জন্য একজন আমেরিকার ব্যাক্তি যে পরিমাণ টাকা দেবে, তার অর্ধেক টাকা দিয়েই কোনো ভারতীয় ব্যাক্তিকে দিয়ে ওই কাজ করতে পারবেন। এতে আপনি যদি ওই কাজ করতে না জানেন, তবুও কোনো সমস্যা হবে না।
আপনি বিভিন্ন ফ্রীলান্সিং ওয়েবসাইট এর মাধ্যমে বিদেশের ক্লায়েন্ট থেকে কাজ নিতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া (যেকোন – ফেসবুক, লিংকড ইন, ইনস্টাগ্রাম ইত্যাদি) এর মাধ্যমেও ভারতের বাইরের ক্লায়েন্ট খুঁজতে পারেন। বর্তমানে কিছু ডিজিটাল মার্কেটিং এজেন্সি এইভাবে কাজ করে প্রতিমসে ২-৩ লাখ টাকা আয় করছে।


উপসংহার

আপনি বিনা কাজ করেও এই স্মার্ট ব্যবসা আইডিয়া অনুসরণ করে দৈনিক ২-৩ হাজার টাকা আয় করতে পারবেন। এরজন্য আপনাকে বিভিন্ন অনলাইনের কাজ আমেরিকার ক্লায়েন্ট এর কাছ থেকে নিতে হবে, এরপর কোনো ভারতীয় ব্যাক্তিকে দিয়ে কম টাকায় সেই কাজ করতে হবে।

আরোও পড়ুন » Best 5 Online Earning Apps 2024: এই ৫টি অ্যাপের সাহায্যে বাড়িতে বসে অনলাইনে টাকা আয় করুন খুব সহজেই

এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।