শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

SBI Car Loan: গাড়ি কেনার জন্য ৮ লক্ষ টাকা লোন দিচ্ছে স্টেট ব্যাঙ্ক! কত টাকা সুদ দিতে হবে দেখে নিন।

Updated on:

SBI is Offering a Loan of Rs 8 Lakh for Buying a Car: সাধারণ মধ্যবিত্ত মানুষ অনেক সময় নিজের কোনো সাধ পূরণের আশায় তাৎক্ষণিক অর্থের প্রয়োজনে ব্যাংক থেকে লোন গ্রহণ করেন। ব্যাংকিং ক্ষেত্রে এমনই একটি বিশেষ লোন হলো গাড়ি লোন। এককালীন অনেকটা টাকা না থাকার কারণে বহু মানুষ ব্যাংক থেকে কার লোন গ্রহণ করে নিজের গাড়ি কেনেন এবং নির্দিষ্ট সময়ে ব্যবধানে সুদ সহ সেই EMI এর টাকাটি মিটিয়ে দেন। বিভিন্ন ব্যাংকে কার লোনের জন্য সুদের পরিমাণ বিভিন্ন হতে পারে। তবে আপনি কি জানেন আপনি যদি দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ৮ লাখ টাকার গাড়ি লোন নেন, তবে ঠিক কত টাকা সুদ সহ ইএমআই মেটাতে হবে আপনাকে? আজ এই বিষয়েই সঠিক হিসাব আপনাদের জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে।

SBI এর গাড়ি লোনের জন্য সুদের পরিমাণ কত?

যারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নিজের গাড়ি কেনার জন্য কার লোন নিতে চাইছেন তাদের জন্য এই ব্যাংক সুদ ধার্য করেছে ৯.০৫% থেকে ১০% পর্যন্ত। কোন গ্রাহক যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কার লোন নিয়ে ইলেকট্রিক গাড়ি কিনতে চান সেক্ষেত্রে এই ব্যাংকের গ্রিন কার লোনের মাধ্যমে গ্রাহককে ৮.৯৫% থেকে ৯.৬৫% সুদ দিতে হবে। অন্যদিকে টু হুইলার গাড়ির ক্ষেত্রে ১৩.২০% থেকে ১৪.৭০% সুদ অফার করে এই ব্যাংক। যদিও কোন গ্রাহক যদি লোন নিয়ে ইলেকট্রিক টু হুইলার গাড়ির
কিনতে চান সে ক্ষেত্রে তিনি ০.৫০% ছাড়ের সুবিধাও পেতে পারেন।

অবশ্যই পড়ুন » SBI Loan: স্টেট ব্যাংক গ্রাহকদের দিচ্ছে তাৎক্ষণিক ঋণ গ্রহণের সুবিধা! কিভাবে আবেদন করবেন জেনে নিন।

SBI থেকে ৮ লক্ষ টাকা কার লোন নিলে কত সুদ দিতে হবে গ্রাহককে?

কোন গ্রাহক যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৯.০৫% সুদের হারে ৫ বছরের জন্য ৮ লাখ টাকা লোন নেন, তবে তার মাসিক ইএমআই এর পরিমাণ হবে ১৬,৬২৬ টাকা। এই ক্ষেত্রে সুদ হিসাবে ওই লোন গ্রহীতাকে মোট দিতে হবে ১,৯৭,৫৬৬ টাকা।

সম পরিমাণ টাকা অর্থাৎ ৮ লক্ষ টাকা যদি লোন গ্রহীতা ইলেকট্রিক গাড়ি কেনার জন্য নেন, তবে ৮.৯৫% হারে ৫ বছরের বৈধতায় মাসিক ইএমআই হবে ১৬,৫৮৭ টাকা। এক্ষেত্রে সেই গ্রাহককে। মোট ১,৯৫,২৩৭ টাকা সুদ হিসাবে ফিরিয়ে দিতে হবে ব্যাংকে।

আরোও পড়ুন: স্টেট ব্যাঙ্কের SBI Super Bike Loan Scheme থেকে বাইক কেনার জন্য লোন নিতে চান? প্রতিমাসে কতো টাকা EMI দিতে হবে জানুন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।