শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

স্টেট ব্যাংকের ATM কার্ড থাকলে এবার থেকে দিতে হবে অতিরিক্ত চার্জ, বছরে কত টাকা চার্জ দিতে হবে দেখে নিন।

Updated on:

SBI ATM Card Annually Charge Increase: ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পুরো দেশ জুড়ে এই ব্যাংকে ৫০ কোটিরও বেশি কাস্টমার রয়েছে। শহর থেকে শুরু করে গ্রামেগঞ্জে দেশের সমস্ত কোনায় কোনায় রয়েছে এই ব্যাংকের শাখা। সম্প্রতি দেশের বৃহত্তম ব্যাংক ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের বাৎসরিক চার্জ বৃদ্ধি করেছে। এবার থেকে প্রতিবছর কত টাকা করে চার্জ দিতে হবে জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

স্টেট ব্যাংকের এটিএম কার্ডের চার্জ কত টাকা বৃদ্ধি করা হলো

দিনের পর দিন UPI ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে এবং ইউপিআই ব্যবহার করার জন্য প্রয়োজন এটিএম কার্ড বা ডেবিট কার্ড তাই বর্তমান দিনে সকলের কাছে এটিএম কার্ড রয়েছে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম কার্ড এর বাৎসরিক চার্জ বৃদ্ধি করেছে। সম্প্রতি SBI এটিএম কার্ডের বাৎসরিক চার্জ আগের তুলনায় ৬০ শতাংশ বাড়িয়েছে। স্টেট ব্যাংকের এটিএম কার্ডের বৃদ্ধি প্রাপ্ত এই মেনটেনেন্স চার্জ জারি করা হবে আগামী ১লা এপ্রিল থেকে।

অবশ্যই পড়ুন » ATM Card: এটিএম কার্ডটি টাকা তোলার সময় মেশিনের মধ্যে আটকে গেলে কি করবেন দেখুন

কোন কার্ডের জন্য কত টাকা চার্জ দিতে হবে

স্টেট ব্যাংক তার গ্রাহকদের বিভিন্ন প্রকার ডেবিট কার্ড অফার করে থাকে। ১লা এপ্রিল থেকে সমস্ত প্রকার এটিএম কার্ডের মেনটেনেন্স চার্জ ৬০ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। এবার নিজের তালিকা থেকে দেখে নিন স্টেট ব্যাংকের কোন এটিএম কার্ডের কত টাকা চার্জ বৃদ্ধি করা হলো।

নংATM কার্ডের প্রকারবর্তমান মেনটেনেন্স চার্জবৃদ্ধি প্রাপ্ত মেইন্টেনেন্স চার্জ
(১লা এপ্রিল থেকে কার্যকর হবে)
(১)Classic /Silver/Global/Contactless Debit Cards.১২৫ টাকা + GST২০০ টাকা + GST
(২)Yuva/Gold/Combo Debit Card/My Card (Image Card)১৭৫ টাকা + GST২৫০ টাকা + GST
(৩)Platinum Debit Card২৫০ টাকা + GST৩২৫ টাকা + GST
(৪)Pride / Premium Business Debit Card৩৫০ টাকা + GST৪২৫ টাকা + GST
SBI ATM Card Annually Charge

এক্ষেত্রে জানি এটা কি সাধারণ যে ডেবিট কার্ড যেটি অধিকাংশ মানুষ ব্যবহার করে সেই তাদের চার্জ বাৎসরিক ১২৫ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। অর্থাৎ মোট 75 টাকা বৃদ্ধি করা হয়েছে।এছাড়াও সমস্ত প্রকার ডেবিট কার্ডের চার্জ আগের তুলনায় ৭৫ টাকা বৃদ্ধি করা হচ্ছে।

অবশ্যই পড়ুন » ATM থেকে টাকা তোলার সময় ছেঁড়া নোট বা জাল নোট বেরোলে কি করবেন দেখুন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।