2 Lakhs In 2 Years In SBI RD Scheme: আমাদের মধ্যে অনেকে এরকম রয়েছে যাদের টাকা রোজগার করার পরও পকেটে কোন টাকা থাকে না। তারা সবাই নিজের রোজগারের কিছু সঞ্চয় করতে চাই, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য। কিন্তু কোন না কোন কারণে খরচ হয়ে যায়। সেই সমস্ত ব্যক্তিদের জন্য আজকে স্টেট ব্যাংকের RD স্কিম সম্পর্কে জানব। যেখানে আপনি আট হাজার টাকা করে সঞ্চয় করলেই ২ বছরে পাবেন ২ লাখ টাকা। আপনিও যদি এই স্কিম সম্পর্কে জানতে ইচ্ছুক তাহলে পুরো নিবন্ধটি পড়ুন।
স্টেট ব্যাংকের RD স্কিম
যে সমস্ত ব্যক্তিরা তাদের কষ্টের টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চাই, তাদের জন্য SBI-এর RD স্ক্রিম একটি ভালো বিকল্প হতে পারে। কারণ State Bank of India (SBI) হল ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক তাই এখানে ঝুঁকির সম্ভাবনা নেই বললেই চলে। এসবিআই এর বিভিন্ন মেয়াদের রেকারিং ডিপোজিট (RD) পরিকল্পনা রয়েছে। এখানে মেয়াদ অনুযায়ী আলাদা আলাদা সুদের হার অফার করা হয়। আমরা জানবো দু’বছর থেকে তিন বছরের কম মেয়েদের রেকারিং ডিপোজিট সম্পর্কে। এখানে সাধারণ মানুষদের জন্য ৭% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০% সুদের হার অফার করা হয়।
মাত্র ২ বছরে ২ লাখ টাকা (2 Lakhs In 2 Years)
স্টেট ব্যাংক তাদের ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের RD-তে সাধারণ গ্রাহকদের জন্য ৭% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০% সুদের হার অফার করছে। আপনি যদি বাড়িতে টাকা সঞ্চয় করতে পারেন না তাহলে আপনি এই স্কিমে নিজের টাকা সঞ্চয় করতে পারেন। এতে আপনি সঞ্চয় করা অর্থের উপর সুদও পাবেন। আপনি যদি চান ২ বছর পর ২ লাখ টাকা পেতে তাহলে আপনাকে ৮,০০০ টাকার RD করতে হবে। SBI এর ২ বছর মেয়াদের RD-র সুদের হার অনুযায়ী প্রতিমাসে ৮০০০ টাকা জমা করলে ২ বছর পর আপনি মোট ২ লাখ টাকার বেশি রিটার্ন পাবেন।
আরও পড়ুন: SBI Scheme – স্টেট ব্যাংকের টাকা ডবল করা স্কিম! স্কিমটি সম্পর্কে অবশ্যই জেনে থাকা দরকার।
আপনি যদি একজন সাধারণ নাগরিক হন তাহলে, SBI-এর RD-তে প্রতিমাসে ৮০০০ টাকা জমা করলে ২ বছর পর আপনার সুদ সমেত মোট আমানত হবে ২,০৬,৫৫৭ টাকা। ওই সময়ের মধ্যে আপনার জমা করা টাকার পরিমাণ হবে ১,৯২,০০০ টাকা এবং ৭% সুদ অনুযায়ী সুদের টাকা হবে ১৪,৫৫৭ টাকা।
আর আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন তাহলে, SBI-এর RD-তে প্রতিমাসে ৮০০০ টাকা জমা করলে ২ বছর পর আপনার আপনার জমাকৃত অর্থের উপর ৭.৫% সুদ অনুযায়ী সুদের টাকা হবে ১৫,৬৪৩ টাকা। অর্থাৎ ২ বছর পর আপনি মোট ২,০৭,৬৪৩ টাকা রিটার্ন পাবেন।
আরও পড়ুন: SIP vs RD – রেকারিং ডিপোজিট নাকি এসআইপি? বিনিয়োগের লাভজনক বিকল্প কোনটি? জেনে নিন।
উপসংহার
আপনি State Bank of India (SBI)-তে প্রতিমাসে ৮,০০০ টাকার RD করলে ২ বছর পর ২ লাখ টাকা পাবেন। যারা বাড়িতে তাদের টাকা সঞ্চয় করতে পারে না তাদের জন্য এটি একটি ভালো বিকল্প। কারন, এতে আপনি জমাকৃত টাকার পুর ৭% সুদ পাবেন, এবং প্রবীণ নাগরিকদ হলে ৭.৫% সুদ পাবেন।
আরও পড়ুন: SBI এর দুর্দান্ত ফান্ড! মাত্র ৫০,০০০ টাকা জমা করে পাবেন ১ কোটি ২০ লক্ষ টাকা, কিভাবে পাবেন দেখেনিন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Us |
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল | Follow Us |
আমাদের টেলিগ্রাম চ্যানেল | Join Us |
আমাদের ফেসবুক পেজ | Follow Us |
Google নিউজে ফলো করুন | Follow Us |
দাবিত্যাগ (Disclaimer)
এই নিবন্ধটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনোভাবেই বিনিয়োগ করার জন্য পরামর্শ প্রদান করে না। আপনার বিনিয়োগ সিদ্ধান্তগুলি আপনার নিজের গবেষণা এবং ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে নিতে হবে। আপনার বিনিয়োগের ফলাফলের জন্য ফাইনান্স বার্তা কোনোভাবেই দায়ী থাকবে না।