RBI New Rules: ব্যাংকিং পরিষেবা আরো সহজ করার জন্য এবং গ্রাহকদের আরো সুবিধা করে দেওয়ার জন্য Reserve Bank of India (RBI) বিভিন্ন নিয়ম চালু করে থেকে। এবারো এমন ২টি নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী চেক ক্লিয়ারেন্সের জন্য আর ২ দিন অপেক্ষা করতে হবে না গ্রাহকদের, মাত্র দু’ঘণ্টার মধ্যে ক্লিয়ার হবে। আবার UPI এর মাধ্যমে টেক্স প্রদানের সীমা বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক। এই বিষয়ে আরও বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।
২টি নতুন নিয়ম চালু করবে রিজার্ভ ব্যাংক (RBI New Rules)
বর্তমান সময়ে আপনি যদি চেক ক্লিয়ার করতে যান তাহলে চেক ক্লিয়ার হয়ে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে কমপক্ষে ২ দিন সময় তো লাগবেই। কিন্তু খুব শীঘ্রই এই সময়কে কমিয়ে দু’ঘণ্টায় নিয়ে আসা হবে। এর জন্য নতুন সিস্টেমে চেক স্ক্যান করা হবে। ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য তৃতীয় মুদ্রানীতি পর্যালোচনা ঘোষণা করার সময় এটি ঘোষণা করেছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। আবার UPI এর মধ্যে টেক্স প্রদানের সীমাও বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক।
1) মাত্র ২ ঘণ্টায় হবে চেক ক্লিয়ারেন্স
সম্প্রতি, শক্তিকান্ত দাস বলেছেন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) চেক ট্রাঙ্কেশন সিস্টেম (CTS) উন্নত করার পরিকল্পনা করছে। এই পরিবর্তনগুলির মাধ্যমে চেক ক্লিয়ারিংয়ের প্রক্রিয়া আরও দ্রুত এবং কার্যকরী করা হবে। বর্তমানে চেকগুলি ব্যাচে প্রক্রিয়া করা হয়, যা দুই দিন পর্যন্ত সময় নিতে পারে। নতুন সিস্টেমে চেকগুলি স্ক্যান করা হবে, উপস্থাপন করা হবে এবং কয়েক ঘণ্টার মধ্যে ক্লিয়ার হবে।
আরও পড়ুন » Credit Score Rules: RBI সিভিল স্কোরের ৫টি নতুন নিয়ম জারি করল! লোন নেওয়ার আগে বিস্তারিত জানুন।
তিনি বলেছেন যে এই উন্নয়নটি ক্লিয়ারেন্স ঝুঁকি কমাতে এবং গ্রাহক সেবার মান বাড়াতে সাহায্য করবে। নতুন সিস্টেমটি ব্যবসায়িক সময়ের মধ্যে ধারাবাহিকভাবে কাজ করবে, ব্যাচে নয়। নতুন সিস্টেমের বিস্তারিত নির্দেশনা খুব শীঘ্রই প্রকাশিত হবে। এই পরিবর্তন চেক ক্লিয়ারিং প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে সহজ করবে বলে অনুমান করা হচ্ছে।
2) UPI এর মধ্যে ট্যাক্স প্রদানের সীমা বৃদ্ধি
বর্তমানে অনলাইন লেনদেন করার সবথেকে জনপ্রিয় এবং সহজ মাধ্যম হলো ইউপিআই। তাই শক্তি কান্ত দাস ইউপিআই এর মাধ্যমে ট্যাক্স প্রদানের সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়ি ৫ লক্ষ টাকা করার ঘোষণা করেন। এছাড়াও তিনি টানা নবমবারের মতো রেপো রেট ৬.৫ শতাংশে স্থিতিশীল রাখার ঘোষণা দেন।
আরও পড়ুন » RBI 3 Big Lunches: গ্রাহকের সুবিধার্থে রিজার্ভ ব্যাংকের নতুন অ্যাপ ও নতুন পোর্টাল! কি সুবিধা পাবেন জেনে নিন।
এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇