শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

RBI monetary policy rate: ২০২৪-২৫ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করলেন RBI! কি জানালেন দেখেনিন।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

RBI monetary policy rate: বিগত ১লা এপ্রিল থেকে শুরু হয়েছে ২০২৪-২৫ অর্থবছর। নতুন অর্থবছরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নানান ঘোষণা করেছেন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস মুদ্রানীতি সম্পর্কে একাধিক ঘোষণা করেন। আজকের এই প্রতিবেদনে RBI গভর্নর শক্তি কান্ত দাস মুদ্রানীতি সম্পর্কে যে ঘোষণা করেছেন তা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে।

RBI মুদ্রানীতি ঘোষণা সমূহ (RBI monetary policy rate in Bengali)

(১) চলতি অর্থ বছরে ক্ষুদ্র মুদ্রাস্ফীতির হার।
(২) ২৯শে মার্চ পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ ৬৪৫.৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
(৩) ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টারে (IFSC) সার্বভৌম গ্রিন বন্ড ট্রেডিং অনুমোদিত করা হয়েছে।
(৪) UPI এর মাধ্যমে ব্যাংকে টাকা ডিপোজিট করা যাবে।
(৫) নন-ব্যাঙ্ক পেমেন্ট সিস্টেম অপারেটরদের CBDC Wallets অফার করার অনুমতি দেওয়া হয়েছে।

২০২৪-‘২৫ অর্থবছরে জিডিপি বৃদ্ধি কত ধরা হয়েছে

এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ২০২৪-২৫ অর্থবছরের জন্য জিডিপি বৃদ্ধি ৭ শতাংশ ধরা হয়েছে।

কোয়ার্টারজিডিপি বৃদ্ধি
প্রথম কোয়ার্টার (Q1)৭.১ শতাংশ
দ্বিতীয় কোয়ার্টার (Q2)৬.৯ শতাংশ
তৃতীয় কোয়ার্টার (Q3)৭.০ শতাংশ
চতুর্থ কোয়ার্টার (Q4)৭.০ শতাংশ

অবশ্যই পড়ুন » PPF এবং NPS গ্রাহকদের জন্য বিরাট সুখবর! ১লা এপ্রিল থেকে নতুন নিয়ম জারি।

বর্তমান পলিসি রেট (Current Policy Rate)

পলিসিবর্তমান রেট
রেপো রেট (Repo Rate)৬.৫০ শতাংশ
রিজার্ভ রেপো রেট (Reserve Repo Rate)৩.৩৫ শতাংশ
মারজিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট Marginal Standing Facility (MSF) Rate৬.৭৫ শতাংশ
ব্যাংক রেট (Bank Rate)৬.৭৫ শতাংশ
ক্যাশ রিজার্ভ রেসিও (Cash Reserve Ratio)৪.৫০ শতাংশ
Statutory Liquidity Ratio (SLR)১৮ শতাংশ
স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট (Standing Deposit Facility Rate)৬.২৫ শতাংশ

অবশ্যই পড়ুন » Repo Rate: ২০২৪-২৫ অর্থবর্ষে রেপো রেট নিয়ে RBI এর বিরাট ঘোষণা! মধ্যবিত্তদের উপর কতটা প্রভাব পড়বে জেনে নিন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us