শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

পোস্ট অফিসের সেভিংস একাউন্টে মিলবে ব্যাংকের তুলনায় অধিক সুদ! এছাড়াও মিলবে বিশেষ সুবিধা।

Updated on:

Post Office Seving Account Benifits: বেশিরভাগ লোকে তাদের উপার্জিত অর্থ বিভিন্ন ব্যাংকের সেভিংস একাউন্টে রাখেন কিন্তু অনেকে রয়েছেন যারা ব্যাংকের সেভিংস একাউন্টের তুলনায় পোস্ট অফিসের সেভিংস একাউন্টে টাকা রাখতে বেশি পছন্দ করেন, কারণ ভারতের বড় বড় ব্যাংকগুলির সেভিংস একাউন্টের সুদের তুলনায় পোস্ট অফিসের সুদের পরিমাণ বেশি তাই বেশি সুদ পেতে অনেকেই পোস্ট অফিসের সেভিংস একাউন্টে টাকা রাখেন। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে পাওয়া বিশেষ কিছু সুবিধা সম্পর্কে। এছাড়াও বিভিন্ন ব্যাংকের সেভিংস একাউন্টের সুদের সঙ্গে পোস্ট অফিসের সেভিংস একাউন্টের সুদের পরিমাণ তুলনা করা হয়েছে।

পোস্ট অফিস সেভিংস একাউন্টে সুদের পরিমাণ

পোস্ট অফিসের সেভিংস একাউন্টে টাকা রাখার আগে আপনার অবশ্যই জানা জরুরি যে পোস্ট অফিসের সেভিংস একাউন্টে বর্তমানে কত সুদ দিচ্ছে‌। এক্ষেত্রে জানিয়ে রাখি, বর্তমানে পোস্ট অফিসের সেভিংস একাউন্টে গ্রাহকদের ৪ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

এবার নিচের তালিকা থেকে দেখে নিন জনপ্রিয় ব্যাংকগুলি তাদের সেভিংস একাউন্টে গ্রাহকদের কত সুদ দিচ্ছে। ব্যাংকের সেভিংস একাউন্টে সুদের পরিমাণ নির্ভর করবে আপনি কত টাকা সেভিংস একাউন্টে জমা রেখেছেন তার উপর।

ব্যাংকের নামসেভিংস একাউন্টে সুদের পরিমাণ
স্টেট ব্যাংক২.৭০ শতাংশ থেকে ৩.০০ শতাংশ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক২.৭০ শতাংশ থেকে ২.৮০ শতাংশ
HDFC ব্যাংক৩.০০ শতাংশ থেকে ৩.৫০ শতাংশ
UCO ব্যাংক২.৬০ শতাংশ থেকে ২.৭৫ শতাংশ
ICICI ব্যাংক৩.০০ শতাংশ থেকে ৩.৫০ শতাংশ
বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক২.৮০ শতাংশ থেকে ৩.০০ শতাংশ
বন্ধন ব্যাংক৩.০০ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ
Axis ব্যাংক৩.০০ শতাংশ থেকে ৩.৫০ শতাংশ
ইউনাইটেড ব্যাংক৩.০০ শতাংশ থেকে ৩.৫০ শতাংশ
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া২.৯০ শতাংশ

আরোও পড়ুন » Post Office Interest Rate: জুলাই মাসে পোস্ট অফিসের কোন কোন স্কিমের সুদের হার বাড়ছে? জেনেনিন বর্তমান সুদের হার

পোস্ট অফিসের সেভিংস একাউন্টের সুবিধা সমূহ (Post Office Seving Account Benifits)

পোস্ট অফিসের সেভিংস একাউন্টে আপনি একাধিক সুবিধা পাবেন। এছাড়াও এমন কিছু সুবিধা পাবেন যেগুলি আপনি কোন ব্যাংকের সেভিংস একাউন্টে পাবেন না। তাই এবার দেখে নিন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সমস্ত সুবিধা গুলি সম্পর্কে।

  • পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন ব্যাংকের তুলনায় সর্বাধিক সুদ পাওয়া যায়।
  • আপনি যদি আপনার ঠিকানা পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনি খুব সহজে আপনার সেভিংস অ্যাকাউন্ট একটি পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিস স্থানান্তর করতে পারেন।
  • একজন ব্যক্তি পোস্ট অফিসের শুধুমাত্র একটি সেভিংস একাউন্ট খুলতে পারবেন।
  • অপ্রাপ্তবয়স্ক কোনো সন্তানের হয়ে তার অবিভাবক অর্থাৎ পিতা-মাতা পোস্ট অফিসের সেভিংস একাউন্ট খুলতে পারেন।
  • পোস্ট অফিসে সেভিংস একাউন্ট আপনি ‌একক অর্থাৎ সিঙ্গেল বা যৌথ অর্থাৎ জয়েন্ট দুভাবেই খুলতে পারেন। আপনি আপনার পোস্ট অফিসের সিঙ্গেল অ্যাকাউন্টটিকে পরবর্তীতে চাইলে জয়েন্ট একাউন্টে পরিবর্তন করতে পারেন এক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির শুধুমাত্র কেওয়াইসি তথ্য দিতে হবে।
  • পোস্ট অফিসের সেভিংস একাউন্টে‌র ন্যূনতম মেনটেনেন্স চার্জ ছাড়া মাত্র ৫০০ টাকা।
  • পোস্ট অফিসে সেভিংস একাউন্টে আপনি সর্বোচ্চ চারজনকে নমিনি রাখতে পারেন এবং আপনি পরবর্তীতে চাইলে আপনার নমিনি পরিবর্তন করতে পারেন।
  • পোস্ট অফিসের সেভিংস একাউন্টে আপনি ট্যাক্সের ছাড় পেয়ে যাবেন।
  • পোস্ট অফিসের সেভিংস একাউন্টের সঙ্গে আপনি ফ্রিতে চেকবুক নিতে পারবেন।
  • প্রতিবছর মাত্র ১২৫+GST দিয়ে ডেবিট কার্ডের সুবিধা নিতে পারেন।
  • পোস্ট অফিসের সেভিংস একাউন্টে মোবাইল ব্যাংকিং ও আধার Seeding এর সুবিধা পেয়ে যাবেন।
  • আপনার যদি পোস্ট অফিসে সেভিংস একাউন্ট থাকে তাহলে আপনি কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সহজে নিতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসের অন্যান্য স্কিমে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনার অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।

আরোও পড়ুন » RPLI: পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম! প্রতি মাসে ১,১২৬ টাকা জমা করে পাবেন ১৩ লক্ষ ৪০ হাজার টাকা।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।